BOOM

Trending Searches

    BOOM

    Trending News

      • ফ্যাক্ট চেক
      • বিশ্লেষণ
      • ফাস্ট চেক
      • আইন
      • Home-icon
        Home
      • Authors-icon
        Authors
      • Contact Us-icon
        Contact Us
      • Methodology-icon
        Methodology
      • Correction Policy-icon
        Correction Policy
      • ফ্যাক্ট চেক-icon
        ফ্যাক্ট চেক
      • বিশ্লেষণ-icon
        বিশ্লেষণ
      • ফাস্ট চেক-icon
        ফাস্ট চেক
      • আইন-icon
        আইন
      Trending Tags
      TRENDING
      • #Mamata Banerjee
      • #Narendra Modi
      • #Operation Sindoor
      • #Pahalgam Terrorist Attack
      • #Rahul Gandhi
      • Home
      • ফ্যাক্ট চেক
      • পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশের বিদ্যুৎ...
      ফ্যাক্ট চেক

      পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশের বিদ্যুৎ মাশুলের তুলনা গ্রাফিক বিভ্রান্তিকর

      বুম যাচাই করে দেখে পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশের বিদ্যুৎ মাশুলের তুলনা করা গ্রাফিকটির দাবি বিভ্রান্তিকর।

      By - Sk Badiruddin |
      Published -  14 Jan 2022 5:09 PM IST
    • পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশের বিদ্যুৎ মাশুলের তুলনা গ্রাফিক বিভ্রান্তিকর

      সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া গ্রাফিক পোস্টে উত্তরপ্রদেশ (Uttar Pradesh) ও পশ্চিমবঙ্গের (West Bengal) ইউনিট প্রতি বিদ্যুৎ (Electricity Tarrif) মাশুলের বিভ্রান্তিকর (Misleading) তুলনা করা হচ্ছে।

      উত্তরপ্রেদেশের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে চাষাবাদের জন্য ব্যবহৃত বিদ্যুতের মাশুল ৫০ শতাংশ কমানোর ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভাইরাল গ্রাফিকটি ফেসবুকে এই প্রেক্ষিতেই ছড়ানো হচ্ছে।
      ফেসবুকে ভাইরাল হওয়া গ্রাফিক পোস্টে লেখা হয়েছে, "পার্থক্য পরিস্কার। উত্তরপ্রদেশ সরকার ৫০ শতাংশ কমালো ইউনিট পিছু বিদ্যুতের দাম।" ওই গ্রাফিকে উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মাশুলের তুলনা করে লেখা হয়, উত্তরপ্রদেশের গ্রামীণ এলাকায় আগে দাম ছিল ২ টাকা প্রতি ইউনিট যার বর্তমান মূল্য ইউনিট প্রতি ১ টাকা। আর শহুর এলাকায় দাম ছিল ৬ টাকা প্রতি ইউনিট যা বর্তমানে হয়েছে, ইউনিট প্রতি ৩ টাকা।" অন্যদিকে পশ্চিমবঙ্গে বিদ্যুত মাশুল গ্রামীণ এলাকায় ৮ টাকা ৩১ পয়সা আর শহুরে এলাকায় ৮ টাকা ৮৮ পয়সা।
      ওই গ্রাফিকে আরও লেখা হয়, "সরকারের এই অভূতপূর্ব পদক্ষেপে উপকৃত বহু জনসাধারণ। পশ্চিমবঙ্গে গত ১০ বছরে ৫০ শতাংশ বেড়েছে বিদ্যুতের দাম। মাননীয়া ঠিকই বলেছেন, বাংলাকে কোনও মতেই উত্তরপ্রদেশ হতে দেওয়া যাবে না।"
      একই গ্রাফিক সহ দুটি ফেসবুক পোস্ট দেখা যাবে এখানে ও এখানে।

      আরও পড়ুন: "ভুয়ো খবর রুখতে পদক্ষেপ নিন": ইউটিউব সিইওকে চিঠি দিল তথ্য-যাচাইকারীরা

      তথ্য যাচাই

      বুম যাচাই করে দেখে পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশের বিদ্যুৎ মাশুলের তুলনা করা ভাইরাল গ্রাফিকটি বিভ্রান্তিকর।
      বুম বাসগৃহে ব্যবহারের জন্য বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে উত্তরপ্রদশের গ্রামীণ বা শহুরে এলাকায় মাশুল পরিবর্তনের কোনও প্রতিবেদন খুঁজে পায়নি। শুধুমাত্র কৃষিক্ষেত্রে বিদ্যুত মাশুল কমানোর কথা বলা হয়েছে।
      শুধুমাত্র কৃষিকাজে ব্যবহৃত বিদ্যুতের দাম হ্রাস
      ৭ জানুয়ারি ২০২২ প্রকাশিত বিজনেস স্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী, কৃষিকাজের জন্য ব্যবহৃত বিদ্যুতের মাশুল ৫০ শতাংশ কমানোর ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
      নতুন ঘোষণা অনুযায়ী গ্রামীণ এলকায় কৃষিকাজে ব্যবহৃত মোটরচালিত নলকূপের ক্ষেত্রে মিটারবাহী বর্তমান বিদ্যুত মাশুল ২ টাকা প্রতি ইউনিটের বদলে ১ টাকা করা হবে। ধার্য মূল্য ৭০ টাকা প্রতি হর্সপাওয়ারে কমানো হবে ৩৫ টাকা।
      মিটারছাড়া কানেকশনের ক্ষেত্রে গ্রামীন এই দাম ১৭০ টাকা প্রতি হর্সপাওয়ার থেকে কমিয়ে করা হবে ৮৫ টাকা।
      আর শহুরে এলাকায় কৃষিকাজে ব্যবহৃত মোটরচালিত নলকূপের ক্ষেত্রে ইউনিট প্রতি মিটারবাহী বিদ্যুতের মাশুল ৬ টাকা থেকে কমিয়ে করা হবে ৩ টাকা। ধার্য মূল্য শহরে এলাকার ক্ষেত্রে (মিটারবাহী) ১৩০ টাকা প্রতি হর্স পাওয়ার থেকে কমিয়ে ৬৫ টাকা হর্স পাওয়ার করা হবে।
      ওই প্রতিবেদনে মুখ্যমন্ত্রীর দপ্তরের সূত্র অনুযায়ী, নতুন কামানো বিদ্যুৎ মাশুল সত্ত্বর লাগু হতে পারে ভোটমুখী উত্তর প্রদেশে।
      ২০২১-২০২২ অর্থবর্ষে উত্তরপ্রদেশ বিদ্যুৎ নিয়ামক কমিশনের নির্ধরিত মূল্য
      ২০০৩ সালের আইন অনুযায়ী উত্তরপ্রদেশ সরকারের বিদ্যুবিতরণ সংস্থা উত্তরপ্রদেশ পাওয়ার কর্পোরেশন লিমিডেটের অধীন পূর্ব, পশ্চিম, মধ্য, দক্ষিণ ও কানপুর বিদ্যৎ বিতরণ নিগম রয়েছে। উত্তরপ্রদেশে বিদ্যুৎ নিয়ামক সংস্থা ২৯ জুলাই ২০২০ প্রকাশিত আদেশে ২০২১-২০২১ অর্থ বর্ষে বিদ্যুৎ মাশুল নিয়ন্ত্রণ করে। নিচে এই সংস্থার সুপারিশ অনুযায়ী বর্তমান বিদ্যুৎ মাশুলের দাম বর্ণনা করা হল। সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি পড়া যাবে
      এখানে
      ।
      ২০২১-২০২১ অর্থ বর্ষে বিদ্যুৎ মাশুল হেরফের না হওয়ার ব্যপারে প্রতিবেদন পড়া যাবে এখানে। তার আগের বছর ২০১৯-২০২০ অর্থ বর্ষে বিদ্যুৎ মাশুল হেরফের না হওয়া সম্পর্কে প্রতিবেদন পড়া যাবে এখানে।
      পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মাশুল ব্যবহার অনুযায়ী ভিন্ন
      পশ্চিমবঙ্গের বিদ্যুৎ পরিবহন সংস্থা দুটি, সিইএসসি ও ডাব্লুবিএসইডিসিএল। উভয় সংস্থারই গ্রামীণ ও শহুরে এলাকার বিদ্যুতের মাশুল ইউনিটের ব্যবহার অনুযায়ী ভিন্ন। (১ কিলোওয়াট প্রতি ঘন্টা বিদ্যুত ১ ইউনিট বিদ্যুতের সমান।)
      ডাব্লুবিএসইডিসিএল-এর মাশুল অনুযায়ী, গ্রামীন এলাকায় অবানিজ্যিক প্রথম ১০২ ইউনিট পর্যন্ত ইউনিট প্রতি দাম ৫ টাকা ২৬ পয়সা করে। ৯০০ ইউনিটের বেশি বিদ্যুতের মাশুল, ইউনিট প্রতি ৮ টাকা ৯৯ পয়সা করে।
      ডাব্লুবিএসইডিসিএল-এর মাশুল অনুযায়ী শহুরে এলাকায় অবানিজ্যিক প্রথম ১০২ ইউনিট পর্যন্ত ইউনিট প্রতি দাম ৫ টাকা ৩০ পয়সা করে। ৯০০ ইউনিটের বেশি বিদ্যুতের মাশুল, ইউনিট প্রতি ৮ টাকা ৯৯ পয়সা করে।

      সিইএসসি মাশুল অনুযায়ী, অবানিজ্যিক প্রথম ২৫ ইউনিটের দাম ইউনিট প্রতি ৪ টাকা ৮৯ পয়সা করে। ৩০০ ইউনিটের বেশি ইউনিট প্রতি দাম ৮ টাকা ৯২ পয়সা করে।


      আরও পড়ুন: ভুয়ো দাবিতে ছড়াল সচিন তেন্ডুলকরের শেষকৃত্যে অংশ নেওয়ার পুরনো ছবি

      Tags

      Fake NewsFact CheckElectricityWest BengalUttar PradeshElectricity TariffAssembly Elections 2022Yogi Adityanath
      Read Full Article
      Claim :   উত্তরপ্রদেশ সরকার ৫০ শতাংশ কমালো ইউনিট পিছু বিদ্যুতের দাম
      Claimed By :  Facebook Posts
      Fact Check :  Misleading
      Next Story
      Our website is made possible by displaying online advertisements to our visitors.
      Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
      X
      Or, Subscribe to receive latest news via email
      Subscribed Successfully...
      Copy HTMLHTML is copied!
      There's no data to copy!