জি২০ সম্মেলন থেকে বাইডেনের ফেরার দৃশ্য দাবিতে ছড়াল ভিডিও গেমের ফুটেজ
বুম দেখে ডিজিটাল কমব্যাট সিমুলেটর (ডিসিএস) নামক এক যুদ্ধ বিমান সিমুলেশন ভিডিও গেম থেকে দৃশ্যটি নেওয়া হয়েছে।
নেটিজেনদের অনেকে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও শেয়ার করে সম্প্রতি দাবি করেছেন ভিডিওটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেনের (US President) সরকারী বিমান এয়ার ফোর্স ওয়ানকে (Air Force One) নিরাপত্তার কারণে যুদ্ধবিমানরা পথপ্রদর্শন করে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়।
বুম যাচাই করে দেখে ভিডিওটি আদতে ডিজিটাল কম্ব্যাট সিমুলেটর (ডিসিএস) নামক একটি যুদ্ধবিমান সিমুলেশন ভিডিও গেমের ফুটেজের অংশ। আসল কোনও দৃশ্য এতে দেখা যায় না।
১ মিনিটের ভাইরাল এই ভিডিওতে এয়ার ফোর্স ওয়ানকে পথপ্রদর্শন করার সময় যুদ্ধবিমানগুলিকে একটি আকার ধারণ করে উড়তে দেখা যায়। অনেক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লেখেন, "রাষ্ট্রপতি জো বাইডেন নয়া দিল্লিতে জি-২০ সম্মেলনে উপস্থিত থাকার পরে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে আসছেন...কি নিরাপত্তা!"
এই ধরণের পোস্ট দেখতে এখানে, এখানে ও এখানে ক্লিক করুন।
একই দাবি করে ভিডিওটি হোয়াটসঅ্যাপেও ভাইরাল হয়েছে।
তথ্য যাচাই
বুম এই ভিডিওর কিছু অংশ রিভার্স ইমেজ সার্চ করে দেখে ফুটেজটি গত নয় মাসে একাধিক ক্যাপশন সহ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে।
ইনস্টাগ্রামে এক অ্যাকাউন্ট যারা সাধারণত বিমান সংক্রান্ত ভিডিও পোস্ট করে থাকে, তারা ৮ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে এই যুদ্ধবিমানের ক্লিপটি পোস্ট করে লেখে, "আসল না নকল।"
আমরা ওই পোস্টের কমেন্ট অংশে অনেক ইন্টারনেট ব্যবহারকারী দাবি করেছেন ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া বিমানের সাথে এয়ার ফোর্স ওয়ানের বোয়িং ৭৪৭-২০০ বি মডেলের বৈশিষ্ট্য মেলে না। ব্যবহারকারীরা ভাইরাল ওই ভিডিওতে থাকা বিমানটির ডানার একটি অংশ বড় বলে উল্লেখ করেন যা আসল এয়ার ফোর্স ওয়ান মডেলগুলিতে নেই।
আমরা ভাইরাল ভিডিওতে দেখা বিমানটিকে বোয়িং-এর ওয়েবসাইটে এয়ার ফোর্স ওয়ানের ছবির সাথে তুলনা দেখি ভিডিওতে দেখতে পাওয়া বিমানের অতিরিক্ত ডানার অংশ রয়েছে যা বোয়িং-এর অফিসিয়াল ছবিতে দেখা যায়নি।
ইনস্টাগ্রাম পোস্টে এমন প্রতিক্রিয়াও রয়েছে যেখানে বলা হচ্ছে ভিডিওটি আসল নয় এবং তা ডিজিটাল কমব্যাট সিমুলেটর (ডিসিএস) ওয়ার্ল্ড নামক একটি যুদ্ধবিমান সিমুলেটর গেম থেকে নেওয়া হয়েছিল।
ভিডিওর অংশগুলি রিভার্স সার্চ করে আমরা ২৫ জানুয়ারী,২০২৩ তারিখে @iceman_fox1 ব্যবহারকারীর টিকটকে শেয়ার করা এই ভিডিওকেও দেখতে পাই, যার ক্যাপশন হিসেবে লেখা হয়, "পিওভি: রাষ্ট্রপতি ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে জয়ী হওয়ার পরপরই হোয়াইট হাউসে ফিরে আসছেন।"
এই টিকটক ব্যবহারকারী #dcs, #dcsworld, #videogame এর মতো হ্যাশট্যাগও যোগ করেছেন, যা ইঙ্গিত করে ফুটেজটি ভিডিও গেম ডিসিএস ওয়ার্ল্ড থেকে নেওয়া হয়েছে।
ওই অ্যাকাউন্টের বৃত্তান্ত অংশে "আসলের মতন ডিসিএস ভিডিও" পোস্ট করা হয় বলে উল্লেখ করা হয়, যার মাধ্যমে ভাইরাল এই ফুটেজ ডিসিএস ওয়ার্ল্ড নামক গেমের দৃশ্য বলে নিশ্চিত হওয়া যায়।
(অতিরিক্ত রিপোর্টিং করেছেন সুজিৎ এ)