ভাইরাল ভিডিওতে অভিনেত্রী ওয়াহিদা রহমানকে নাচতে দেখা যায় না
বুম যাচাই করে দেখে ভিডিওতে দেখতে পাওয়া মহিলা হলেন সুনীল অশোক যিনি একজন প্রাক্তন শিক্ষিকা ও নৃত্যশিল্পী হিসেবে পরিচিত।
হিন্দি গান 'আজ ফির জিনে কি তামান্না হ্যায়ে'র সাথে একজন মহিলার নৃত্য প্রদর্শন করার এক ভিডিও সম্প্রতি নেটিজেনদের অনেকে পোস্ট করে দাবি করেন ওই ভিডিওতে অভিনেত্রী ওয়াহিদা রহমানকে (Waheeda Rehman) দেখতে পাওয়া যায়।
বুম যাচাই করে দেখে ভিডিওটিতে অভিনেত্রী ওয়াহিদা রহমান নন, বরং সুনিলা অশোক নামের একজন প্রাক্তন শিক্ষিকা ও নৃত্যশিল্পীকে দেখতে পাওয়া যায়।
এবছর ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার পেতে চলেছেন অভিনেত্রী ওয়াহিদা রহমান। ভারতীয় চলচ্চিত্র জগতে তার অনবদ্য অবদানের জন্য তাকে এই পুরস্কারে সম্মানিত করা হচ্ছে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় তথ্যসম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। প্রসঙ্গতঃ উল্লেখ্য, 'আজ ফির জিনে কি তামান্না হ্যায়' গানটি রহমান ও অভিনেতা দেব আনন্দের গাইড সিনেমার অংশ।
ভিডিওটি পোস্ট করে তার ক্যাপশন হিসেবে লেখা হয়, "বয়স মাত্র ৮৫.. প্রবীণা নায়িকা ওয়াহিদা রহমান কত সাবলীল আজও নৃত্যে, যা যে কোন তরুণীকে লজ্জায় ফেলে দেবে। অসাধারণ শারীরিক সক্ষমতা, নমনীয়তা.. অভাবনীয় নিয়ন্ত্রিত জীবন চলনের ফল এই পারফরম্যান্স||| সঙ্গে সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এর সেই অনবদ্য সঙ্গীত"।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
অন্য এক ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে লেখেন, "ওয়াহিদা রহমান 85 বছর বয়সে এখনও প্রায় একই দক্ষতার নাচছেন! ......আশ্চর্যজনক! ইনি এবছর *দাদা সাহেব ফালকে* পুরস্কার পাচ্ছেন ।অভিনন্দন জানাই , ভালো থাকুন"।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
তথ্য যাচাই
বুম দেখে একজন ফেসবুক ব্যবহারকারী ভিডিওতে নৃত্য প্রদর্শনকারী মহিলাকে মায়োখা বলে শনাক্ত করেন।
এই তথ্যকে সূত্র হিসাবে গ্রহণ করে আমরা মায়োখা সুনীল অশোকের ইউটিউব চ্যানেলটি খুঁজে পাই এবং তাতে ২০২২ সালের ২ জানুয়ারি এই একই ভিডিও আপলোড করা হয়েছিল বলে লক্ষ্য করি।
ওই ভিডিওতে থাকা বর্ণনা অনুসারে, নাচের পারফরম্যান্সটি কোরিওগ্রাফ করেছেন অনুষ্কা সচদেব। সুনীলার নাচের অন্যান্য ভিডিওগুলি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট @mayookha_sunila -তে দেখা যাবে।
বাজাজ অ্যালিয়ানজ লাইফের লাইফ আফটার সুপারস্টার নামের এক রিয়েলিটি শোতে অংশ নেওয়ার ভিডিওও সুনীলা অশোক শেয়ার করেছেন। ওই অনুষ্ঠানের সাথে থাকা বর্ণনা অনুসারে, সুনীলা হলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা এবং একজন নৃত্যশিল্পী। অবসরপ্রাপ্ত ব্যাঙ্কার, উদ্যোক্তা, শিক্ষক ও অন্যান্য পেশাদারদের মধ্যে থাকা এন্ট্রি থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন, যার পরে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে এক মিউজিক ভিডিও তৈরি করা হয়। সুনীলার সাক্ষাৎকারটি নিচে দেখা যাবে।
বুম এবিষয়ে মন্তব্যের জন্য সুনীলা অশোকের সাথেও যোগাযোগ করে। সুনীলা বুমকে নিশ্চিত করে বলেন ভাইরাল ভিডিওটিতে তাকেই দেখতে পাওয়া যাচ্ছে।
তিনি জানান, "হ্যাঁ এই ভিডিওতে আমিই উপস্থিত রয়েছি। কয়েক মাস আগে আমি এটি আমার ইউটিউব পেজে আপলোড করেছিলাম।"