খালিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিং পান্নুর দুর্ঘটনায় মৃত্যুর খবরটি ভুয়ো
বুম যাচাই করে দেখে আমেরিকায় পান্নুর এক গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর বার্তাটির কোনও সত্যতা নেই।
খালিস্তান (Khalistan) বিচ্ছিন্নতাবাদী সংগঠন শিখ ফর জাস্টিসের প্রতিষ্ঠাতা গুরপতবন্ত সিং পান্নুর (Gurpatwant Singh Pannu) এক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দাবি করে সম্প্রতি ভুয়ো এক খবর ভাইরাল হয় সোশাল মিডিয়ায়।
ভাইরাল ওই বার্তায় জানানো হয় দীর্ঘদিন আত্মগোপনে থাকা পান্নুর গাড়ি আমেরিকার ১০১ নং হাইওয়ে ধরে যাওয়ার সময় এক ট্রাকের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় এবং সেই ঘটনায় আহত হয়ে ভারতবিরোধী ওই নেতার মৃত্যু হয়।
বুম যাচাই করে দেখে পান্নুর মারা যাওয়ার খবরটি ভুয়ো। জুলাইয়ের ৫ তারিখে জাতিসংঘের সদর দপ্তরের সামনে দাঁড়িয়ে পান্নু নিজের বক্তব্য রেকর্ড করেছেন।
২০০৭ সালে তৈরি হওয়া আমেরিকা-ভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন শিখ ফর জাস্টিসের অন্যতম প্রতিষ্ঠাতা হলেন পান্নু। অমৃতসরে জন্ম হওয়া পেশায় আইনজীবী পান্নুর বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদের অভিযোগ রয়েছে। প্রসঙ্গতঃ উল্লেখ্য, আইনজীবী হিসাবে পান্নু একাধিক রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে আইনি মামলা দায়ের করেন যার মধ্যে অন্যতম হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল বার্তাটি পোস্ট করে লেখেন, "ভারতবিরোধী খালিস্তানি সন্ত্রাসী এবং শিখ ফর জাস্টিস প্রধান #গুরপতবন্ত_সিং_পান্নু আজ মার্কিন যুক্তরাষ্ট্রে রহস্যজনকভাবে এক সড়ক দুর্ঘটনায় নিহত! পান্নু দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। অজ্ঞাত পরিচয় ব্যাক্তিদের হাতে পাকিস্তানে পরমজিৎ সিং পাঞ্জওয়াদ, লন্ডনে অবতার সিং খান্দা এবং কানাডায় হরদীপ সিং নিজ্জার হত্যার পর তিনি উদ্বিগ্ন ছিলেন যে তিনি পরবর্তী লক্ষ্য হতে পারেন আশঙ্কা প্রকাশ করেছিলেন, সেই কারনে তিনি আত্মগোপন করে ছিলেন। কিন্ত শেষরক্ষা আর হল না। ভারত ভেঙে খালিস্তান নামে একটি আলাদা রাষ্ট্র তৈরির জন্য লাগাতার প্রচার চালাচ্ছিলেন তিনি।আজ আমেরিকার ১০১ নং হাইওয়ে ধরে যাওয়ার সময় পান্নুর গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক।দুমড়ে মুচড়ে যায় পান্নুর গাড়ি। পরে মৃত্যু হয় তাঁর। বিদেশে অবস্থানকালে, তিনি নিয়মিত হুমকিমূলক বিবৃতি দিতেন এবং ভারত বিরোধী মনোভাব প্রচার করতেন। তিনি প্রায়ই খালিস্তান সমর্থকদের জন্য ভিডিও প্রকাশ করেন। তার সর্বশেষ ভিডিওতে, তিনি কানাডা এবং আমেরিকায় ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের খালিস্তান সমর্থকদের হত্যার সাথে জড়িত থাকার অভিযোগও করেছিলেন।"
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে এবং তার আর্কাইভ লিংক দেখতে ক্লিক করুন এখানে।
তথ্য যাচাই
বুম ভাইরাল হওয়া এই বার্তার সত্যতা যাচাইয়ে সম্পর্কিত কীওয়ার্ড সার্চ করে বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদন খুঁজে পায় যেখানে বিচ্ছিন্নতাবাদী নেতা পান্নুর মৃত্যুর খবরটি ভুয়ো বলে উল্লেখ করা হয়।
সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নাল ৬ জুলাই পান্নুর রেকর্ড করা এক ভিডিও টুইট করে জানায় পান্নুর মৃত্যুর গুজব রটার পরে ছড়ানো ৫ জুলাইয়ের ওই ভিডিওতে তাকে ভারতীয় কূটনীতিকদের হুমকি দিতে দেখা যায়।
টুইটটি দেখতে ক্লিক করুন এখানে।
ওই ভিডিওতে পান্নু বলেন নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে দাঁড়িয়ে তিনি খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জারের মৃত্যুকে ধিক্কার জানাচ্ছেন। গত মাসে গুলিবিদ্ধ হয়ে হরদীপ সিং নিজ্জারের মৃত্যুর জন্য তিনি ভারতীয় কূটনীতিকদের দায়ী করেন। পাঞ্জাবি সংবাদমাধ্যম রোজানা স্পোকসম্যানও পান্নুর এই বক্তব্যের বিষয়ে ৬ জুলাই এক প্রতিবেদন প্রকাশ করে।
৬ জুলাই প্রকাশিত এবিপি লাইভ পাঞ্জাবির প্রতিবেদনে বলা হয়, পান্নুর ঘনিষ্টরা তার মৃত্যুর বিষয়কে পুরোপুরিভাবে অস্বীকার করেছে এবং তাকে গুজব হিসেবে দাবি করেছে। ওই রিপোর্টে কোনো সংস্থা পান্নুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি বলে উল্লেখ করা হয়।
এছাড়াও আমরা সুখী চাহাল নামক এক সাংবাদিকের টুইট খুঁজে পাই যিনি গুরপতবন্ত সিং পান্নুর মৃত্যুকে সম্পূর্ণ মিথ্যে বলে উল্লেখ করেছেন। সুখী চাহাল আমেরিকার ক্যালিফোর্নিয়া শহরে রয়েছেন এবং তিনি হলেন খালসা টুডে সংবাদমাধ্যমের সম্পাদক।
৫ জুলাইয়ের করা সেই টুইটে চাহাল লেখেন, "ক্যালিফোর্নিয়ায় আমার পার্শ্ববর্তী এলাকায় হওয়া কথিত গাড়ি দুর্ঘটনা এবং এসএফজের গুরপতবন্ত সিং পান্নুর মৃত্যুর খবর সম্পর্কে আমি জোর দিয়ে বলতে চাই যে তথ্যটি ভুয়ো এবং মিথ্যা। আমি সবাইকে বিনীতভাবে এই ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি।"
টুইটটি দেখে ক্লিক করুন এখানে।
(রিপোর্টিং: শ্রেয় ব্যানার্জি)