আরবিআই পুরনো ১০০ টাকা বাতিল অথবা সেই নোট বদলের কোন সময়সীমা দেয়নি
বুমকে আরবিআই মুখপাত্র যোগেশ দয়াল ভাইরাল বার্তা ভুয়ো বলে জানান আরবিআই এমন কোন নির্দেশিকা জারি করেনি।
সম্প্রতি হোয়াটসঅ্যাপে ভাইরাল এক বার্তায় দাবি করা হয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পুরনো ১০০ টাকার নোটগুলি বাতিল করে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত তা পরিবর্তন করার সময় দিয়েছে।
পুরনো ১০০ টাকার নোটের একটি ছবি সহ এই বার্তাটি ভাইরাল হয় এবং ওই বার্তায় নোট পরিবর্তনের জন্য নির্দিষ্ট সময়সীমা ৩১ মার্চ ২০২৪ তারিখ হিসেবে উল্লেখ করা হয় ।
বুম যাচাই করে দেখে ভাইরাল এই দাবি সম্পূর্ণ ভুয়ো। আমরা আরবিআইয়ের মুখপাত্র যোগেশ দয়ালের সাথে কথা বলি যিনি আমাদের নিশ্চিত করে জানান পুরনো ১০০ টাকার নোট সম্পর্কে আরবিআই এমন কোনও নির্দেশ জারি করেনি।
ভাইরাল এই বার্তায় লেখা হয়, "এই পুরনো ১০০ টাকার নোটগুলি আর গ্রহণযোগ্য নয়। আরবিআই এই নোটগুলি বদল করার নির্দিষ্ট সময়সীমা দিয়েছে ৩১ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত।
পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।
বুম তাদের টিপলাইন নম্বরেও (৭৭০০৯০৬৫৮৮) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই বার্তার তথ্য যাচাইয়ের অনুরোধ পায়।
তথ্য যাচাই
আমরা প্রথমেই হোয়াটসঅ্যাপে ভাইরাল হওয়া এই বার্তার তথ্য যাচাই করতে এই সংক্রান্ত কিছু বিশ্বাসযোগ্য সংবাদমাধ্যমের প্রতিবেদনের খোঁজ করলেও তা পাওয়া যায়নি। এবিষয়ে আরও নিশ্চিত হতে আমরা রিজার্ভ ব্যাঙ্কের মুখপাত্র যোগেশ দয়ালের সাথে যোগাযোগ করলে তিনি ভাইরাল বার্তাটি ভুয়ো বলে জানান।
দয়াল বুমকে বলেন,"এই তথ্য সঠিক নয়। এই ধরণের কোনও নির্দেশ আরবিআইয়ের তরফে দেওয়া হয়নি।"
১৯ জুলাই ২০১৮ তারিখে আরবিআই নতুন ১০০ টাকার নোটের একটি ছবি প্রকাশিত করে বলে, "আরবিআই খুব শীঘ্রই মহাত্মা গান্ধীর নতুন সিরিজের ১০০ টাকার নোট প্রকাশিত করতে চলেছে যেখানে আরবিআইয়ের গভর্নর ডক্টর উরজিৎ আর.প্যাটেলের স্বাক্ষর থাকবে। নতুন নোটের উল্টোদিকে 'রানী কি ভাভ'-এর মোটিফ দেখা যাবে যা আমাদের দেশের সাংস্কৃতিক ঐতিহ্য প্রকাশ করবে। এই নোটের মূল রং হবে ল্যাভেন্ডার এবং এর আকারে অন্যরকম দেখা যাবে। এই নোটের মাপ হবে ৬৬ এমএম x ১৪২ এমএম"।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে পুরনো ১০০ টাকার নোটগুলিও গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়।