BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • প্রধানমন্ত্রী মোদী ও বাইডেনের...
ফ্যাক্ট চেক

প্রধানমন্ত্রী মোদী ও বাইডেনের বৈঠকের ছবিতে মহাভারতের দৃশ্যটি সম্পাদিত

বুম দেখে প্রধানমন্ত্রীর বাসভবনের ভিতরে তোলা আসল ছবিতে এমন কোনও চিত্র উপস্থিত নেই।

By -  Srijit Das
Published -  13 Sept 2023 6:44 PM IST
  • প্রধানমন্ত্রী মোদী ও বাইডেনের বৈঠকের ছবিতে মহাভারতের দৃশ্যটি সম্পাদিত
    Listen to this Article

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেনের (Joe Biden) সাথে নয়াদিল্লিতে তার বাসভবনে বসে থাকার একটি সম্পাদিত ছবি মিথ্যা দাবি সহ শেয়ার করা হচ্ছে। বলা হয়, প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি বাইডেনের পিছনে উপস্থিত রয়েছে একটি চিত্র যেটি হিন্দু মহাকাব্য মহাভারতের একটি দৃশ্য।

    ছবিতে দেখতে পাওয়া চিত্রটিতে হিন্দু দেবতা কৃষ্ণকে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনের রথে চড়া অবস্থায় দেখা যায়।

    বুম যাচাই করে দেখে ছবিটি সম্পাদিত। প্রধানমন্ত্রী মোদীর বাসভবনের আসল ছবিতে এমন কোনও চিত্র দেখা যায়নি যখন তিনি মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সাথে ৭, লোক কল্যাণ মার্গ, নয়াদিল্লিতে অবস্থিত তাঁর বাসভবনে দেখা করেছিলেন।

    মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ২০২৩ সালের ৯ ও ১০ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত জি২০ সম্মেলনে যোগ দিতে দিল্লিতে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মোদী সেপ্টেম্বর মাসের ৮ তারিখে মার্কিন রাষ্ট্রপতির সাথে তার লোক কল্যাণ মার্গের বাসভবনে দ্বিপাক্ষিক আলোচনা করেন। একটি প্রতিবেদন অনুযায়ী , বৈঠকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা করেন দুই নেতা। ভারতের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভাল।

    ছবির ক্যাপশনে লেখা হয়েছে "ইন্ডিয়া থেকে ভারত, পরিবর্তন এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে"।

    (ইংরেজিতে আসল লেখা: "From I.N.D.I.A to BHARAT, change is now clearly visible")


    এই পোস্টটি দেখা যাবে এখানে।

    বিহারের বিজেপি নেতা দেবেশ কুমার একই দাবি সহ এই ছবিটি পোস্ট করেছেন।


    পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।

    আরও পড়ুন -জোর করে বাইডেনের সাথে ছবি তুলেছেন হাসিনা? প্রতিবেদনের ছবি সম্পাদিত

    তথ্য যাচাই

    বুম লক্ষ্য করে এই সম্পাদিত ছবিটি @Atheist_Krishna নামে একজন এক্স (প্রাক্তন টুইটার) ব্যবহারকারী পোস্ট করেছেন যিনি অনেক সময়েই সোশ্যাল মিডিয়ায় সম্পাদিত করা ছবি পোস্ট করে থাকেন।

    BHARAT 🔥

    Repost if you spotted it. pic.twitter.com/r1tKlYWT3a

    — Krishna (@Atheist_Krishna) September 9, 2023

    পোস্টটি দেখতে এখানে ক্লিক করুন।

    এই সূত্র ধরে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা চিত্রগুলির মধ্য দেখি ৮ সেপ্টেম্বর ২০২৩ সালের আপলোড করা একই ধরণের একটি ছবি উপস্থিত রয়েছে।

    প্রধানমন্ত্রী মোদীর সভা থেকে অন্য তিনটি ছবির সাথে এই ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখা রয়েছে,"যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ৭, লোক কল্যাণ মার্গে স্বাগত জানাতে পেরে আনন্দিত। আমাদের বৈঠকটি খুবই ফলপ্রসূ ছিল। আমরা অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করতে সক্ষম হয়েছি যা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং জনগণকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের দেশগুলির মধ্যে বন্ধুত্ব এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি দুর্দান্ত ভূমিকা পালন করবে।"

    Happy to have welcomed @POTUS @JoeBiden to 7, Lok Kalyan Marg. Our meeting was very productive. We were able to discuss numerous topics which will further economic and people-to-people linkages between India and USA. The friendship between our nations will continue to play a… pic.twitter.com/Yg1tz9kGwQ

    — Narendra Modi (@narendramodi) September 8, 2023

    পোস্টটির লিংক দেখা যাবে এখানে।

    আমরা লক্ষ্য করেছি মূল ছবিটিতে মহাভারতের দৃশ্য যোগ করার জন্য সম্পাদনা করা হয়েছিল। মহাভারতের এই চিত্রটি আসলে বেশ কয়েকটি ই-কমার্স প্ল্যাটফর্মে উপস্থিত রয়েছে। মূল ছবির পটভূমিতে একটি স্বচ্ছ মোটিফ নকশা সহ একটি সাদা রঙের দেওয়াল দেখা যাচ্ছে। ছবি দুটির তুলনা নীচে দেখা যেতে পারে।


    মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সাথে প্রধানমন্ত্রী মোদীর কথোপকথনের ভিডিওটি সেপ্টেম্বর মাসের ৮ তারিখে পিএমও ইন্ডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল। নীচে তা দেখা যাবে।



    আরও পড়ুন -ব্রিটেনের ভারতকে দেওয়া স্বাধীনতার প্রকার নিয়ে ফের ভুয়ো দাবি ছড়াল


    Tags

    G20 SummitNew DelhiUS PresidentJoe BidenMahabharataNarendra Modi
    Read Full Article
    Claim :   প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন রাষ্ট্রপতি বাইডেনের বৈঠকে উপস্থিত রয়েছে মহাভারতের একটি চিত্র
    Claimed By :  Social Media Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!