ভারতে মসজিদ ভাঙা হচ্ছে দাবিতে ছড়াল ইন্দোনেশিয়ার ভিডিও
বুম দেখে এই ভিডিওতে ২০২৫ সালের ৬ মার্চ ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের এক পর্যটন কেন্দ্র ধ্বংস করার ঘটনা দেখা যায়।



সম্প্রতি মসজিদের (Mosque) মতন দেখতে এক স্থাপত্য ভেঙে দেওয়ার এক ভিডিও পোস্ট করে নেটিজেনদের অনেকে দাবি করেন তাতে ভারতের (India) এক মসজিদ ভেঙে দেওয়ার দৃশ্য দেখতে পাওয়া যায়।
বুম দেখে ভিডিওটিতে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের পাঞ্চাক অঞ্চলে হিবিস্ক ফ্যান্টাসি পর্যটন কেন্দ্র ধ্বংস করার দৃশ্য দেখতে পাওয়া যায়। সংবাদ প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালের ৬ মার্চ গভর্নর দেদি মুলিয়াদির নির্দেশে পরিবেশগত উদ্বেগের কারণে এই পর্যটন স্থানটি ভেঙে ফেলা হয়েছিল।
১ মিনিট ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে কিছু ব্যক্তির উপস্থিতিতে গম্বুজাকৃতির এক স্থাপত্যের ধ্বংস হওয়ার দৃশ্য দেখতে পাওয়া যায়।
ভিডিওটি পোস্ট করে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, ভারতে প্রতিনিয়ত ভাঙা হচ্ছে মসজিদ। বিভিন্ন ভারতীয় সোশ্যাল মিডিয়া ওরা অন্ধ হয়ে গিয়েছে দেখতে পাই না রিপাবলিক বাংলা এবিপি আনন্দ ও বিভিন্ন মিডিয়া এরা অন্ধ অন্ধ অন্ধ"।
পোস্টটি দেখতে ক্লিক করুন এখানে।
তথ্য যাচাই
ভিডিওটি ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের
বুম যাচাই করে দেখে ভিডিওতে দেখতে পাওয়া ঘটনার সাথে ভারতের কোনও সম্পর্ক নেই। আমরা দেখি, স্থাপত্য ভেঙে ফেলার এই ঘটনা ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ঘটেছিল।
আমরা গুগল লেন্সের সাহায্যে ভাইরাল ভিডিওটির কয়েকটি কিফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ভাইরাল ভিডিওর দৃশ্যসহ সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্ট খুঁজে পাই। একজন ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ইন্দোনেশীয় ভাষায় তার ক্যাপশন হিসেবে লেখেন, "হিবিস্ক ফ্যান্টাসি পাঞ্চাক ধ্বংস করা হয়েছে।"
এই তথ্যকে সূত্র ধরে আমরা সংশ্লিষ্ট কীওয়ার্ড সার্চ করে ঘটনাটি সংক্রান্ত ইন্দোনেশিয়ার বেশ কয়েকটি সংবাদমাধ্যমের সংবাদ প্রতিবেদন খুঁজে পাই।
পরিবেশ রক্ষার কারণে নেওয়া হয় স্থাপত্য ভাঙার সিদ্ধান্ত
বেরিটানেসিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ৬ মার্চ পরিবেশগত কারণে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের গভর্নর দেদি মুলিয়াদির নির্দেশে হিবিস্কু ফ্যান্টাসি নামের এই পর্যটন স্থানটি ভেঙে ফেলা হয়। প্রতিবেদনে বলা হয়, তিন মাস আগে ২০২৪ সালের ১১ ডিসেম্বর এটি উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে প্রকল্পটির ৪ হাজার ৮০০ বর্গমিটার জমি রাখার প্রস্তাব করা হলেও নির্মাণকালে তা ১৫ হাজার বর্গমিটারে পরিণত হয়।
লিপুতান৬ জানায়, পর্যটনস্থানসহ এই অঞ্চলটি সিলিউং নদীর উপরের অংশের এক সংরক্ষিত অঞ্চল। সেখানে প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে বন্যার আশঙ্কা রয়েছে। পরিবেশগত উদ্বেগ ও নিয়ম উলঙ্ঘনের কারণেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল।
প্রতিবেদনটিতে গভর্নর দেদি মুলিয়াদিকে উদ্ধৃত করে বলা হয়, সবার নিরাপত্তা ও পরিবেশ রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বেরিটানেসিয়ার প্রতিবেদনে বলা হয়, এই প্রকল্পে অবহেলার জন্য পশ্চিম জাভার গভর্নর জনগণের কাছেও ক্ষমা চেয়েছেন।
অন্যান্য বেশ কয়েকটি প্রতিবেদন (সিএনএন ইন্দোনেশিয়া এবং ওয়ার্তা কোটা প্রোডাকশন) পর্যটন স্থান হিবিস্কু ফ্যান্টাসি ধ্বংস করার দৃশ্য দেখতে পাওয়া যাবে।