BOOM

Trending Searches

    BOOM

    Trending News

      • ফ্যাক্ট চেক
      • বিশ্লেষণ
      • ফাস্ট চেক
      • আইন
      • Home-icon
        Home
      • Authors-icon
        Authors
      • Contact Us-icon
        Contact Us
      • Methodology-icon
        Methodology
      • Correction Policy-icon
        Correction Policy
      • ফ্যাক্ট চেক-icon
        ফ্যাক্ট চেক
      • বিশ্লেষণ-icon
        বিশ্লেষণ
      • ফাস্ট চেক-icon
        ফাস্ট চেক
      • আইন-icon
        আইন
      Trending Tags
      TRENDING
      • #Mamata Banerjee
      • #Narendra Modi
      • #Operation Sindoor
      • #Pahalgam Terrorist Attack
      • #Rahul Gandhi
      • Home
      • ফ্যাক্ট চেক
      • আজতক বাংলা সাম্প্রতিক বলে দেখাল...
      ফ্যাক্ট চেক

      আজতক বাংলা সাম্প্রতিক বলে দেখাল ২০২০ সালের রাজস্থানের ঘটনা

      বুম দেখেছে ৩ বছর আগে রাজস্থানের পালি জেলায় এক ব্যক্তিকে জুতোয় করে জল ও প্রস্রাব খাওয়ানোর ঘটনাটি ঘটে।

      By -  Shrey Banerjee
      Published -  14 July 2023 7:55 PM IST
    • আজতক বাংলা সাম্প্রতিক বলে দেখাল ২০২০ সালের রাজস্থানের ঘটনা
      Listen to this Article

      এক ব্যক্তিকে জোর করে জুতো থেকে জল খাওয়ানোর পুরনো একটি ভিডিও সম্প্রতি ইন্ডিয়া টুডে (India Today) গ্রূপের আজতক বাংলা (AajTak Bangla) রাজস্থানের সাম্প্রতিক ঘটনা বলে সম্প্রচার করে।

      বুম যাচাই করে দেখে ভিডিওটি ২০২০ সালে রাজস্থানের পালি জেলার এক ঘটনার। এক মহিলার সাথে সম্পর্কের অভিযোগে সেসময় প্রস্রাব এবং জল মিশিয়ে ওই ব্যক্তিকে বলপূর্বক জুতোয় করে খাওয়ানো হয়েছিল।

      ঘটনাটি সাম্প্রতিক দাবি করে ১১ জুলাই, ২০২৩, তারিখে আজতক বাংলার এক রিপোর্টে একজন সংবাদ উপস্থাপিকা "এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে" বলে জানান।

      আজতক বাংলার সাম্প্রতিক ওই রিপোর্টের শিরোনাম দেওয়া হয়, "'বাড়ির বউ-র সঙ্গে প্রেম', যুবককে জুতো ধোয়া জল ও পেচ্ছাব খাওয়ানো হল!"

      আজতক বাংলার প্রকাশিত ওই রিপোর্টের বিবরণী অংশে লেখা হয়, "বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্কের অপরাধে এক ব্যক্তিকে জুতো ধোয়া জল খাওয়ানোর অভিযোগ। এখানেই থেমে না থেকে আরও নক্কারজনক ঘটনা ঘটানো হল তার সঙ্গে। মদের বোতলে প্রস্রাব ভরে জোর করে তাকে খাওয়ানোর অভিযোগও উঠেছে। রাজস্থানের শিহোরির কাছে সর্দারপুরা গ্রামে এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। মানে বিবাহ বহির্ভূত একটি সম্পর্কের জেরে এইভাবে এক ব্যক্তিকে শাস্তি পেতে হবে তা হয়তো তিনি কল্পনাও করতে পারেননি। এক যুবকের সঙ্গে বিবাহিত মহিলার একটি সম্পর্কের কথা জানাজানি হতেই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন অনেকে। তাকে শাস্তি দেওয়ার নিদানও দেওয়া হয়। আর যে শাস্তির ছবি দেখা গেল তা রীতিমতো ভাইরাল। এবং এই গোটা বিষয় নিয়ে সমালোচনার ঝড়ও উঠেছে। এরপরই ওই যুবককে জোর করে জুতো ধোঁয়া জল খাওয়ানো হয় বলে খবর। এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই কমেন্ট করে এই ঘটনার বিরোধিতা করে বলেছেন, যদি দোষ করে থাকেন তার জন্য আইন আছে, কিন্তু কেন এই ভাবে এক ব্যক্তিকে হেনস্থা করা হবে? ভাইরাল ভিডিও দেখে তাজ্জব সকলেই।"

      আজতক বাংলার প্রকাশিত রিপোর্ট ও ইউটিউবে থাকা নিউজ বুলেটিনটির লিংক দেখতে ক্লিক করুন এখানে ও এখানে।


      ওই প্রতিবেদন ও ভিডিওটির আর্কাইভ আপনারা এখানে ও এখানে দেখতে পাবেন।

      প্রসঙ্গতঃ, এর আগেও বহুবার বুম আজতক বাংলার প্রকাশিত ভুয়ো খবরের তথ্য যাচাই করেছে। তেমনই কিছু খবর পড়তে ক্লিক করুন এখানে ও এখানে।

      আরও পড়ুন -আজতক বাংলা চিনে কেঁচোর বৃষ্টি বলে দেখাল ফুলের মঞ্জরী খসে পড়ার দৃশ্য

      তথ্য যাচাই

      বুম ২০২২ সালের অগাস্ট মাসে এই একই ভিডিও এক বিভ্রান্তিকর দাবি করে ভাইরাল হলে সেসময় তার তথ্য যাচাই করেছিল।


      আমরা তখন ভিডিওটিকে কিছু কিফ্রেমে ভাগ করে তার অংশগুলিকে রিভার্স সার্চ করে ২০২০ সালের ১৬ জুন প্রকাশিত ফ্রি প্রেস জার্নালের একটি প্রতিবেদন পাই যেখানে এই ভিডিওটির ব্যাপারে রিপোর্ট করা হয়।

      প্রতিবেদনটিতে বলা হয় ভিডিওটিতে রাজস্থানের এক ঘটনা দেখা যায় যেখানে এক মহিলার প্রেমে পড়ার জন্য ওই ব্যক্তিকে প্রস্রাব ও জুতো ধোয়া জল খাওয়ানো হয়।


      হিন্দুস্তান টাইমসও সেসময় বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ঘটনাটি সিরোহি জেলার সর্দারপুরা গ্রামে ঘটেছে বলে জানায়। ওই প্রতিবেদনে রাজস্থান পুলিশকে উল্লেখ করে বলা হয় এই ঘটনার পর পালি জেলার সুমেরপুর থানায় একটি এফআইআর নথিভুক্ত করা হয় এবং পুলিশ তিনজন অভিযুক্তকে আটক করে।

      ১৭ জুন, ২০২০, তারিখে প্রকাশিত ফ্রি প্রেস জার্নালের এক প্রতিবেদন অনুযায়ী, সুমেরপুর থানার অধিকর্তা রবীন্দ্র সিং খিঞ্চি যুবকটিকে পালি জেলার শিবগঞ্জ থেকে এক সাদা গাড়িতে অপহরণ করে নিয়ে যাওয়া হয় বলে জানান। তিনি বলেন ওই যুবককে একটি ময়দানে নিয়ে গিয়ে মারধর করা ও প্রস্রাব খাওয়ানো হয়। সেসময় সে জল খেতে চাইলে তাকে এক অপহরণকারীর জুতো থেকে জোর করে জল খাওয়ায়।

      খিঞ্চি আরও জানান, এরপর ওই যুবককে লক্ষ্মণরাম নামের একজন অভিযুক্তর বাড়িতে নিয়ে যাওয়া হয়। যুবককে খুঁজতে আসা তার কাকা ও ভাইকে গাছের সঙ্গে বেঁধে সারারাত নির্যাতন করা হয়। সকালে আক্রান্তের পরিবার ৫,০০০ টাকা দিলে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ ওই ঘটনায় একজন নাবালকসহ ৬ জনকে গ্রেফতার করে।

      সংবাদসংস্থা এএনআইও ১৭ জুন, ২০২০, তারিখে রাজস্থানের ঘটনাটি নিয়ে পুলিশের বয়ান সমেত একটি টুইট করে।

      Rajasthan: A man was abducted by a group of people and was forced to drink urine allegedly over an affair with a woman, in Sirohi. Police say, "The incident took place on 11th June. Six accused have been arrested. Appropriate action will be taken against them". (16.06.2020) pic.twitter.com/uVAGh5U9VP

      — ANI (@ANI) June 17, 2020

      টুইটটি দেখতে ক্লিক করুন এখানে।

      আরও পড়ুন -আজতক বাংলা কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি জেলবন্দি ইমরান খানের ছবি দেখাল খবরে


      Tags

      AajTak BanglaRajasthanMedia Misreporting
      Read Full Article
      Claim :   ভিডিওতে দেখতে পাওয়া রাজস্থানে এক যুবককে জুতো থেকে জল ও প্রস্রাব খাওয়ানোর ঘটনা সাম্প্রতিক
      Claimed By :  AajTak Bangla
      Fact Check :  Misleading
      Next Story
      Our website is made possible by displaying online advertisements to our visitors.
      Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
      X
      Or, Subscribe to receive latest news via email
      Subscribed Successfully...
      Copy HTMLHTML is copied!
      There's no data to copy!