ভাইরাল ভিডিওয় বাংলাদেশ বিরোধী ভাষণের বক্তা শ্যামলী পরিবহনের মালিক নন
বুম দেখে ভাইরাল ভিডিও ২০১৭ সালের জাতীয় হিন্দু প্রতিনিধি সম্মেলনের একটি অংশ এবং ভাইরাল ক্লিপের বক্তার নাম জীবন গোস্বামী।
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এক ব্যক্তির ভাষণের একটি ক্লিপ ভাইরাল হয়েছে যা ব্যবহারকারীরা শেয়ার করে বক্তার পরিচয় শ্যামলী পরিবহনের (Shyamoli Paribahan) মালিক হিসাবে দাবি করেছেন।
বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি ২০১৭ সালের জাতীয় হিন্দু প্রতিনিধি সম্মেলনের একটি অংশ। মূল ভিডিওয় দেখা যায় ভাইরাল ক্লিপে বক্তার নাম জীবন গোস্বামী হিসাবে ঘোষণা করা হয়েছে।
২:৪৭ মিনিটের ভিডিওতে একজনকে বাংলাদেশে হিন্দুদের অবস্থা সম্পর্কে বক্তৃতা দিতে শোনা যায়। তাকে বলতে শোনা যায় তিনি তিনবার বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছেন তারপর আবার ফিরে এসেছেন এবং তিনি প্রতিজ্ঞা করেছিলেন যতদিন ভারত ও বাংলাদেশ এক না হবে তিনি বাংলাদেশে ফিরবেন না। তিনি নিজেকে একটি মন্দিরের সেবায়েত বলেও দাবি করেন। এরপর, বক্তা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার কথাও উল্লেখ করেন।
শ্যামলী পরিবহন বাংলাদেশের একটি আন্তঃজেলা পরিবহন সংস্থা। শ্যামলী পরিবহনের বাস বর্তমানে ভারতের কলকাতা, আগরতলা, শিলিগুড়ি, তামিলনাড়ু ও কর্ণাটকেও যাত্রী নিয়ে চলাচল করে।
এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "শ্যামলী_পরিবহনের_মালিকের_রাষ্ট্রদ্রোহী_বক্তব্য__#ShyamoliParibahan ইস্কনের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক অর্থদাতা,,, এদের বিরুদ্ধে এখনি সময় বেবস্থা নেয়ার সকলেই বেশি বেশি সেয়ার করে দেন #Boycott_shymoliparibahan"
ভিডিওটি দেখুন এখানে, আর্কাইভ দেখুন এখানে।
তথ্য যাচাই
শ্যামলী পরিবহনের মালিক কে?
বুম প্রথমে শ্যামলী পরিবহনের মালিক সম্বন্ধে জানতে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যায়। সেখানে About Us বিভাগে আমরা দেখি শ্যামলী পরিবহনের মালিকের নাম রমেশ চন্দ্র ঘোষ। ওয়েবসাইটের লেখা অনুযায়ী, "রমেশ চন্দ্র ঘোষ ১৯৭৩ সনে যাত্রী পরিবহন সেবায় নিজেকে নিয়োজিত করে নিজ জেলা শহর পাবনা থেকে শ্যামলী পরিবহন-এর যাত্রা শুরু করেন"।
এরপর, আমরা গুগলে কিওয়ার্ড সার্চ করে ঢাকা টাইমসকে ২০১৬ সালে দেওয়া রমেশ চন্দ্র ঘোষের একটি সাক্ষাৎকার দেখতে পাই। ওই সাক্ষাৎকারে তার একটি ছবিও পাওয়া যায়।
নীচে শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র ঘোষ এবং ভাইরাল ভিডিওর বক্তার ছবির একটি তুলনা দেওয়া হল।
এছাড়াও, কিওয়ার্ড সার্চ করে একুশে ইটিভির ২০১৯ সালের ১৩ অগাস্টের একটি প্রতিবেদন পাই যেখানে ভাইরাল ভিডিওর স্ক্রিনশট রয়েছে । প্রতিবেদন অনুসারে ফেসবুকে এই ভিডিওর বক্তা শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র ঘোষ দাবি করে ভাইরাল হলে, তিনি ঢাকার মহম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। প্রতিবেদনটি দেখুন এখানে।
ভাইরাল ক্লিপের বক্তার নাম জীবন গোস্বামী
এরপর, বুম ভাইরাল ভিডিওটির কিফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করে দেখে ক্লিপটি এইচটিভি নিউজ২৪-এ আপলোড করা ২০১৭ সালের জাতীয় হিন্দু প্রতিনিধি সম্মেলনের ভিডিওর একটি অংশ।
আমরা জাতীয় হিন্দু প্রতিনিধি সম্মেলন ২০১৭ পর্ব-৩ ভিডিওটির শেষ অংশে ভাইরাল ক্লিপের বক্তাকে দেখতে পাই। আমরা লক্ষ্য করি ২৯:৪৫ মিনিটে ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাতে অনুষ্ঠানের সঞ্চালক বলছেন, "আমাদের হিন্দু মহাজোটের একজন পৃষ্ঠপোষক শ্রী জীবন গোস্বামী বাবুলাল মহোদয়, উনি সবসময় আমাদের মহাজোটের পাশে থাকেন, সহযোগিতা করেন.."।
দেখুন এখানে।
এরপর আমরা দেখি এই সম্মেলনের পর্ব-৪ ভিডিওর ১৮ সেকেন্ড থেকে ভাইরাল ক্লিপটির বক্তব্য শোনা যায়।
দেখুন এখানে।
পর্ব-৪ ভিডিওটি পুরো দেখলে লক্ষ্য করা যায় জীবন গোস্বামীর ভাষণের পরই শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র ঘোষ বক্তৃতা দেন। ভুয়ো দাবিটি করতে ভাইরাল ভিডিওয় বক্তার পরিচয় এবং তারপরই রমেশ চন্দ্র ঘোষের বক্তৃতা দেওয়ার অংশটি বাদ দেওয়া হয়েছে।
বুমের তরফে শ্যামলী কলকাতার সাথে যোগাযোগ করা হয়েছে। তাদের প্রতিক্রিয়া পেলে এই প্রতিবেদনে তা অন্তর্ভুক্ত করা হবে।