BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • ১৮০৯ সালের বিশ্বের প্রথম ট্রেনের...
ফ্যাক্ট চেক

১৮০৯ সালের বিশ্বের প্রথম ট্রেনের ভিডিও বলে ছড়াল হলিউড সিনেমার অংশ

বুম যাচাই করে দেখে ভিডিওটি ১৯২৩ সালে মুক্তি পাওয়া 'আওয়ার হসপিটালিটি' নামক হলিউড সিনেমা থেকে নেওয়া হয়েছে।

By -  Shrey Banerjee
Published -  11 Sept 2023 6:29 PM IST
  • ১৮০৯ সালের বিশ্বের প্রথম ট্রেনের ভিডিও বলে ছড়াল হলিউড সিনেমার অংশ
    Listen to this Article

    সম্প্রতি ১৮০৯ সালে বিশ্বের প্রথম বাষ্পীয় রেল (Steam Train) চলার দৃশ্য দাবি করে সাদা-কালো এক ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে।

    পুরনো ওই ভিডিওতে এক ট্রেনকে কিছু ব্যক্তিসমেত দুর্বল মানের লাইনের উপর যেতে গিয়ে মাঝেমধ্যেই বেসামাল হয়ে পড়তে দেখা যায়।

    বুম যাচাই করে দেখে ভিডিওটি আদতে এক পুরনো হলিউড সিনেমার অংশ। ১৯২৩ সালে মুক্তি পায় 'আওয়ার হসপিটালিটি' নামের ওই সিনেমা।

    ভিডিওটি পোস্ট করে তার ক্যাপশন হিসাবে লেখা হয়,"খুব সম্ভবত বিশ্বে প্রথম রেল গাড়ির পত্তন ঘটেছিল আজ থেকে ২১০ বছর আগে ১৮০৯ সালের ২৪শে ডিসেম্বর। নিচের ভিডিওতে দেখুন পৃথিবীতে চলা প্রথম রেলগাড়িটিকে। ওই গাড়ির গঠন, নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি রেল লাইনের বিচিত্র বাহার বিশেষভাবে লক্ষ্যণীয়! এই গাড়িতে ভ্রমণ খুবই উপভোগ্য, তবে যিনি একবার এই গাড়িতে ভ্রমণ করেছেন, তিনি দ্বিতীয়বার এই গাড়িতে চড়বেন কিনা সে বিষয়ে যথেষ্ট বিতর্ক আছে!"


    পোস্টটির আর্কাইভ দেখা যাবে এখানে।

    একই দাবিসমেত এধরণের আরও পোস্ট দেখা যাবে এখানে, এখানে এবং এখানে।

    আরও পড়ুন -ব্রিটেনের ভারতকে দেওয়া স্বাধীনতার প্রকার নিয়ে ফের ভুয়ো দাবি ছড়াল


    তথ্য যাচাই

    বুম প্রথমে ভাইরাল এই ভিডিওর বিষয়ে জানতে তার কয়েকটি ফ্রেমকে রিভার্স সার্চ করে। এর মাধ্যমে আমরা বাস্টার কিটন পরিচালিত পুরনো আমেরিকান ছায়াছবি 'আওয়ার হসপিটালিটি'র বিষয়ে লেখা এক ব্লগ খুঁজে পাই যেখানে ভাইরাল ভিডিওতে দেখতে পাওয়া দৃশ্যের উল্লেখ করা হয়।


    এরপর আমরা সিনেমাটি সংক্রান্ত ইউটিউবে কীওয়ার্ড অনুসন্ধান করে লরেল ও হার্ডি নামক এক চ্যানেলে সিনেমাটিকে খুঁজে পাই। নিচে তা দেখতে পাওয়া যাবে।


    সিনেমা সংক্রান্ত ওয়েবসাইট রটেন টমাটোসে থাকা তথ্য অনুযায়ী যাওয়ার আওয়ার হসপিটালিটি হল কৌতুকধর্মী ছায়াছবি। সিনেমার প্রেক্ষাপট হিসেবে সেখানে লেখা হয়, "ক্যানফিল্ড পরিবারের সাথে এক দশকের পুরনো বিবাদের মধ্যেই একমাত্র উত্তরাধিকারী উইলি ম্যাককে (বাস্টার কিটন) তার সম্পত্তির দাবি করতে নিউ ইয়র্ক সিটি থেকে কেনটাকি পর্যন্ত ট্রেনে যাত্রা করেন। যাত্রাপথে তার সুন্দরী তরুণী ভার্জিনিয়ার (নাটালি তালমাজ) সাথে দেখা হলে তিনি মুগ্ধ হন ও ডিনারের আমন্ত্রণ পান। কিন্তু তিনি অনেক দেরিতে বুঝতে পারেন মেয়েটি জোসেফ ক্যানফিল্ডের (জো রবার্টস) একমাত্র কন্যা। আতিথেয়তার নিয়মের কারণে ম্যাককে-কে তাদের বাড়িতে ক্ষতির হাত থেকে রক্ষা পান, তবে তাকে অবশ্যই মেয়েটির ভাইদের উপর বুদ্ধি খাটিয়ে বিবাদের সমাধান করতে হবে।"

    বুম দেখে ভাইরাল ভিডিওতে থাকা দৃশ্যগুলি সিনেমার ১৭ মিনিট ০২ সেকেন্ড, ১৯ মিনিট ২২ সেকেন্ড ও ২৩ মিনিট ০৩ সেকেন্ড অংশে দেখা যাবে।

    এছাড়াও আমরা দেখতে পাই ব্রিটিশ সরকারের তথ্য অনুযায়ী, ১৮০৪ সালের ২১ ফেব্রুয়ারী সাউথ ওয়েলসে বিশ্বের প্রথম বাষ্পীয় ইঞ্জিনসহ ট্রেন চলে। ২০১৯ সালের ২১ ফেব্রুয়ারী ন্যাশনাল রেলওয়ে মিউজিয়ামের এক টুইটেও ঘটনাটি সম্বন্ধে লেখা হয়,"আজকের দিনে ১৮০৪ সালে সাউথ ওয়েলসের মর্থ্যর ট্যাডফিলে বিশ্বের প্রথম বাষ্পীয় ইঞ্জিনের ট্রেনের সফর হয়। এই মানুষটি ছিলেন তার নেপথ্যে- রিচার্ড ট্রেভিথিক।"

    On this day in 1804 the world's first steam-powered railway journey took place near Merthyr Tydfil in South Wales. This striking fellow was the man behind it - Richard Trevithick.#TBT #OTD pic.twitter.com/AZTc6XEH7y

    — National Railway Museum (@RailwayMuseum) February 21, 2019

    টুইটটি দেখতে ক্লিক করুন এখানে।

    অন্যদিকে, ব্রিটিশ সরকারের অন্য এক ওয়েবসাইটে থাকা তথ্য অনুযায়ী, ১৮২৫ সালের ২৭ সেপ্টেম্বর স্টকটন ও ডার্লিংটন রেলওয়ে খোলা হলে জর্জ স্টিফেনসন প্রথম যাত্রীবাহী ট্রেনের যাত্রার সূচনা করেন। রেলওয়ের জনক হিসেবে পরিচিত জর্জ স্টিফেনসনের জীবন সম্পর্কে এখানে পড়া যাবে।

    আরও পড়ুন -যুবকের কপালে 'জয় ভোলেনাথ' লেখা ভিডিও সাম্প্রদায়িক দাবিতে ছড়াল







    Tags

    TrainLocomotiveUNITED KINGDOM
    Read Full Article
    Claim :   ভিডিওতে ১৮০৯ সালের ২৪ ডিসেম্বর চালু হওয়া বিশ্বের প্রথম ট্রেনকে যাত্রা করতে দেখা যায়
    Claimed By :  Social Media
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!