পৃথিবীর সবচেয়ে লম্বা ব্যক্তি পাকিস্তানের দাবি করা ভিডিও কারসাজি করা
বুম দেখে ভাইরাল ভিডিও কারসাজি করা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস্ অনুযায়ী তুরস্কের সুলতান কোসেন বিশ্বের দীর্ঘকায় জীবিত ব্যক্তি।
সোশাল মিডিয়ায় একটি সম্পাদিত ভিডিও শেয়ার করে মিথ্যে দাবি করা হচ্ছে পাকিস্তানের (Pakistan) এক ব্যক্তি পৃথিবীর সবচেয়ে লম্বা (Tallest Man) মানুষ।
বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি কারসাজি করা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস্ অনুযায়ী তুরস্কের সুলতান কোসেন পৃথিবীর সর্বোচ্চ উচ্চতার জীবিত ব্যক্তি।
ফেসবুকে ভাইরাল হওয়া ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় পাঞ্জাবি পাজামা, টুপি ও গলায় স্কার্ফ জড়ানো এক অতিকায় লম্বা ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন।
ফেসবুকে ভিডিওটি শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, "পৃথিবীর সবচাইতে লম্বা মানুষ পাকিস্তানের এক মুসলিম ভাই।"
বুম দেখে একই দাবি সহ ফেসবুকে ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এরকম দুটি ফেসবুক পোস্ট দেখুন এখানে ও এখানে।
আরও পড়ুন: না, টাটা স্টিলের সিইও বলেননি ন্যানোর বাংলা ছাড়ার জন্য দায়ী বুদ্ধদেব
তথ্য যাচাই
কারসাজি করা ভিডিও
বুম ভাইরাল ভিডিওটি ভালোভাবে পর্যবেক্ষণ করে ভিডিওটির ১২ সেকেন্ড সময়ে ব্যক্তিটির স্বাভাবিক উচ্চতা দেখতে পায়, যা ভিডিওর অন্যান্য সময়ের দৃশ্যে দেখানো ব্যক্তিটির উচ্চতা থেকে অনেক কম।
নিচে ভাইরাল ভিডিওটিতে কারসাজি করা দৃশ্য ও বাস্তব দৃশ্যের তুলনা করা হল।
পৃথিবীর সবচেয়ে দীর্ঘকায় ব্যক্তি
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস্ অনুযায়ী, গত ১০০ বছরের ইতিহাসে সবচেয়ে দীর্ঘকায় ব্যক্তি ছিলেন রবার্ট পেরশিং ওয়ার্ডলো। ২৭২ সেন্টিমিটার লম্বা ছিলেন তিনি। রবার্ট মারা যান ১৯৪০ সালে।
এই তালিকায় রয়েছেন পাকিস্তানের নাগরিক আলম চান্নার (Alam Channa) নাম। বিবিসি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মহম্মদ আলম চানা মারা যান ১৯৯৮ সালে। আলম চান্নার ১৯৮১ সালে পরিমাপিত উচ্চতা ছিল ২৩২ সেমি। ভাইরাল হওয়া ভিডিওর ব্যক্তির সঙ্গে আলম চান্নার মুখের কোনও মিল নেই।
গিনেস গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস্ অনুযায়ী, পৃথিবীর জীবিত দীর্ঘকায় ব্যক্তি হলেন তুরস্কের সুলতান কোসেন। কোসেনের উচ্চতা ২৪৬.৫ সেন্টিমিটার। দুবছর পরে কোসেনের আবার উচ্চচা মাপা হয় তখন তাঁর ২৬ বছর বয়সে উচ্চতা দাঁড়ায় ২৫১ সেন্টিমিটার।
আরও পড়ুন: নির্মলা সীতারামন সম্পর্কে রঘুরাম রাজনের মন্তব্যের ভাইরাল গ্রাফিক ভুয়ো