আবার ভুয়ো খবরের শিকার হলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়
ইসলাম ধর্মের পায়গম্বর হজরত মহাম্মদ সম্পর্কে রানি মুখোপাধ্যায়ের ভুয়ো মন্তব্য শেয়ার করা হয়েছে।
সোশাল মিডিয়ায় রানি মুখোপাধ্যায়ের ভুয়ো মন্তব্য শেয়ার করে দাবি করা হয়েছে, তিনি নাকি বলেছেন হজরত মহাম্মদ সর্বকালের সেরা মানব। ফেসবুক পোস্টে শেয়ার করা সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশট হিসেবে পোস্টগুলিতে রানি মুখোপাধ্যায় বক্তব্য হিসেবে লেখা হয়েছে, ‘‘হজরত মুহাম্মদ (সাঃ) পৃথিবীর সর্বকালের সেরা মানব: রাণী মুখার্জি’’
এরকম একটি ফেসবুক পোস্ট আর্কাইভ করা আছে এখানে।
আমরা ওই প্রতিবেদনটির শিরোনাম গুগুলে সার্চ করে দেখি রানি মুখোপাধ্যায়ের ওই ভুয়ো মন্তব্য ২০১৭ সাল থেকে ইন্টারনেটে রয়েছে। এবং তা বার বারই নানা ভুয়ো প্রতিবেদন হয়ে ফিরে আসছে।
আরও পড়ুন: “পৃথিবীতে ইসলাম ছাড়া কোনও ধর্ম থাকা উচিত নয়” প্রয়াত বলিউড অভিনেতা ওম পুরী একথা বলেননি
আমরা এবছরের জুলাই ও অক্টোবর মাসে রানি মুখোপাধ্যায়ের ওই ভুয়ো মন্তব্য নিয়ে লেখা এরকম দুটি প্রতিবেদনের বিষয়বস্তু খঁজে দেখি।
প্রতিবেদন দুটিতে শিরোনাম লেখা হয়েছে,‘‘ হজরত মুহাম্মদ (সাঃ) পৃথিবীর সর্বকালের সেরা মানব: রাণী মুখার্জি’’
প্রতিবেদনদুটিতে সারমর্ম হিসেবে লেখা হয়েছে, ‘‘তিনি হিন্দু ধর্মাবলম্বী হলেও হযরত মুহাম্মদ (সাঃ) কে দুনিয়ার সর্বকালের সেরা মানব বলে টুইট করলেন যা নিয়ে অনলাইন মাধ্যমে শেয়ারিং এর ধুম পড়েছে! টুইটটির জন্য ইসলাম ধর্ম অনুসারীরা অবশ্য রানীকে ধন্যবাদ জানাচ্ছেন।’’
প্রতিবেদন দুটি আর্কাইভ করা আছে এখানে ও এখানে।
বস্তুত রানি মুখোপাধ্যেয়ের কোনও সোশাল মিডিয়া অ্যাকাউন্ট নেই। আগেও তার কোনও টুইটার বা ফেসবুক অ্যাকাউন্ট ছিল না।
সিনে দুনিয়ায় রানি মুখোপাধ্যায়ের মত ভুয়ো খবরের শিকার হওয়ার সাম্প্রতিক নজির খুব কমই আছে বলা চলে। এবছরের অগস্ট মাসে তার নামের ভুয়ো টুইটার অ্যাকাউন্ট থেকে রানি মুখোপাধ্যায়ের ভুয়ো মন্তব্য ভাইরাল হয়েছিল।
সেই টুইটে দাবি করা হয় রানি মুখোপাধ্যায় বলেছেন, ‘‘আমার দেশ মনে করে যে আমি স্বাধীনতা দিবস পালন করব যে সময় ১৪ মিলিয়ন কাশ্মীরি আবরুদ্ধ হয়ে রয়েছেন। কী ভাবে তোমার স্বাধীনতা পালন করবে যখন কয়েক মিলিয়ন লোকের স্বায়ত্বশাসন কেড়ে নেওয়া হয়েছে।’’
রানি মুখোপাধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা বলেছেন এবং কংগ্রেস দল সম্পর্কে তার ভুয়ো মন্তব্য বুম বাংলা সম্প্রতি খণ্ডন করেছে।
আরও পড়ুন: রানি মুখোপাধ্যায়ের ভুয়ো ফেসবুক অ্যাকাউন্টের পোস্ট নিয়ে বাংলাদেশের নিউজ পোর্টালগুলি ছড়াল খবর
আরও পড়ুন: অভিনেত্রী রানি মুখোপাধ্যায় কী সোশাল মিডিয়ায় কংগ্রেসের পক্ষে কোনও মন্তব্য করেছেন? না, তা ঠিক নয়