হরিয়ানার জাঠ আন্দোলনের পুরনো ছবি দিল্লিতে কৃষক বিক্ষোভ বলে ভাইরাল
বুম দেখে ২০১৭ সালের ফেব্রুয়ারিতে হরিয়ানার রোহতকে জাঠ সংরক্ষণ নিয়ে প্রতিবাদের সময় যুবতীর ট্রাক্টর চালানোর ছবিটি তোলা হয়।
২০১৭ সালে হরিয়ানার রোহতকে শিক্ষা ও সরকারি চাকরির ক্ষেত্রে সংরক্ষণের দাবিতে জাঠ সম্প্রদায়ের ট্রাক্টর চেপে আন্দোলনের ছবিকে মিথ্যে করে সোশাল মিডিয়ায় কৃষকদের "দিল্লি চলো" আন্দোলন বলে চালানো হচ্ছে।
সংসদে পাশ করা তিনটি কৃষি বিল প্রত্যাহার, ও ফসল পিছু নূন্যতম সহায়ক মূল্য প্রদানের দাবিতে পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানের চাষীরা লাগাতার আন্দোলন চালাচ্ছেন গত সপ্তাহ থেকে। মঙ্গলবার কৃষক সংগঠন ও সরকারের বৈঠকে সমাধান সূত্র না মেলায় পুনরায় বৃহঃস্পতিবার বৈঠক হওয়ার কথা। দাবি মানা না হলে সীমান্তবর্তী জাতীয় সড়ক আবরুদ্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে আন্দোলনকারী কৃষকরা। "দিল্লি চলো" নামে এই প্রতিবাদে ট্রাকে চড়ে দিল্লিতে হাজির হওয়ার চেষ্টা করছিলেন কৃষকরা। রাজধানীতে ঢুকতে বাধা দেওয়া হয় তাদের। বুরারী ময়দানে যেতে অস্বীকার করেছেন কৃষকরা।
ফেসবুকে ভাইরাল হওয়া ছবিটিতে এক মহিলা ট্রাকচালককে ট্রাক্টরের পিছনে লোকভর্তি চারটি ট্রলি নিয়ে আসতে দেখা যায়