কর্নাটকে বামেদের মিছিলের পুরনো ছবিকে বলা হল পূর্ব মেদিনীপুরে জনসমর্থন
বুম দেখে ছবিটি ২০ এপ্রিল, ২০১৮ কর্নাটক বিধানসভা নির্বাচনের আগে বাম প্রার্থীর বাঘীপল্লিতে মনোনয়ন জমা দেওয়ার সময় র্যালির।
২০১৮ সালে কর্নাটকে বিধানসভা নির্বাচনের সময়ে বাম প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার সময় মিছিলের একটি ছবি এবং সম্পর্কহীন আরেকটি অন্য জনসমাবেশের ছবিকে ইনসেটে জুড়ে ফেসবুকে গ্রাফিক পোস্টে ভুয়ো দাবি করা হচ্ছে এটি পশ্চিমবঙ্গের মেদিনীপুরে বামপন্থীদের সাম্প্রতিক মিছিল।
ছবিটি শেয়ার করে পশ্চিমবঙ্গের পরিবহন, সেচ ও জলসম্পদ মন্ত্রী ও পূর্ব মেদিনীপুর জেলার প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করা হয়েছে। করোনা পরিস্থিতিতেও ২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্য়জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি অব্যাহত। এর প্রেক্ষিতে সব রাজনৈতিক দলই তাদের সাংগঠনিক অবস্থান প্রকাশ করতে তৎপর। ছবিটি শেয়ার করে দাবি করা হয়েছে এটি পূর্ব মেদিনীপুরে সিপিএম-এর প্রতি জনসমর্থন।
ফেসবুকে শেয়ার করা গ্রাফিক পোস্টটিতে লেখা হয়েছে, "মেদিনীপুরে লাল ঝাণ্ডা ধরার কেউ থাকবে না! আয় শুভেন্দু দেখে যা, লাল ফিনিক্সের ক্ষমতা!" পোস্টে ব্যবহার করা ছবিতে দেখা যায় জনতা বাম দলের লাল পতাকা হাতে রাস্তায় মিছিলে অংশ নিয়েছে। আরেকটি ছবিতে গৈরিক পতাকা হাতে শতাধিক ব্যক্তি সমাবেশে দাঁড়িয়ে রয়েছে।
ছবিটি শেয়ার করে ফেসবুকে রাজনৈতিক মতামত সহ ক্যাপশন লেখা হয়েছে।