২০১৮ সালে বিহারে যুবকের জাতীয় পতাকা অবমাননার ঘটনাকে কলকাতার বলা হল
বুম দেখে জাতীয় পতাকা অবমাননার দায়ে ২০১৮ সালে বিহারের পাঁচরুখি থানার পুলিশ মহম্মদ সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করেছিল।
২০১৮ সালে বিহারে এক যুবকের ভারতের পতাকা অবমাননার একটি পুরনো ছবি মিথ্যে দাবি সহ আবার জিইয়ে তোলা হয়েছে। সোশাল মিডিয়া পোস্টে ভুয়ো দাবি করা হয়েছে কলকাতার মহেশতলায় নাকি এই জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটেছে।
ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায়, এক ব্যক্তি জুতো পরে ভারতের পতাকার উপর দাঁড়িয়ে রয়েছে ডান হাতে বন্দুক তাক করে। আর গায়ে জড়ানো রয়েছে পাকিস্তানের পতাকা।
ছবিটি ফেসবুকে শেয়ার করে হিন্দিতে ক্যাপশন লেখা হয়েছে, ''এ কলকাতার মহেশতলার সন্তোষপুরীতে থাকে। এটাকে এত ভাইরাল করুন যাতে একে গ্রেফতার করা যায়। জয় শ্রীরাম। জয় হিন্দ জয় ভারত।''
(মূল হিন্দিতে পোস্ট: यह #कोलकाता के #महेशतला में संतोषपूरी का रहने वाला है। इसे इतना वायरल करें की इसकी गिरफ्तारी हो सके...!! जय श्री राम🙏जय हिंद जय भारत)
একই বয়ানে ফেসবুকে ভাইরাল হয়েছে ছবিটি।
বুম দেখে ছবিটি ২০১৮ সালের অগস্ট মাসেও ভাইরাল হয়েছিল।
Today I found this picture on Facebook, this guy is insulting the INDIAN FLAG , not sure he is Indian or Pakistan. @SushmaSwaraj @DelhiPolice @rajnathsingh @RajasthanPolic1 @Uppolice @aajtak @ZeeNews could you please investigate this and take some strictly action . pic.twitter.com/IDXC03ZYWY
— abhishek pal (@abhipal0491) August 24, 2018
আরও পড়ুন: ২০১৯ সালের এক মর্মান্তিক ছবিকে জুড়ে দেওয়া হল লাদাখে বর্তমান ভারত-চিন সংঘর্ষের সঙ্গে
তথ্য যাচাই
বুম ছবিটিকে রিভার্স সার্চ করে দেখে ছবিটি পুরনো এবং কলকাতার সঙ্গে ছবিটির কোনও যোগ নেই।
২০১৮ সালে বিহারের শিয়ান জেলায় পাঁচরুখি থানার অন্তর্গত শেখপট্টী গ্রামে ওই জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটে। তোয়েব হোসেনের ছেলে মহম্মদ সাজ্জাদ হোসেনকে পুলিশ তার দাদুর বাড়ি থেকে গ্রেফতার করে।
বিষয়টি নিয়ে সে সময় প্রভাত খবর, নিউজনেশন সহ একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
২০১৮ সালের ৩১ অগস্ট পাঞ্জাব কেশরীর রিপোর্ট নিচে দেখা যাবে।
২০১৮ সালের ৩০ অগস্ট সিয়ান অনলাইন নামে একটি ওয়েবপোর্টালে ছবি সহ বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল। প্রতিবেদনটির শিরোনাম লেখা হয়েছিল, ''পাকিস্তানি পতাকা পরা দেশের পতাকা অবমাননাকারী গ্রেফতার।'' (মূল হিন্দিতে শিরোনাম: ''पाकिस्तानी झंडा पहन राष्ट्रीय ध्वज का अपमान करने वाला गिरफ्तार'')
বুম আগে পাঞ্জাবের জলন্ধর, পশ্চিমবঙ্গের বারাসতে সবুজ পতাকা এবং কেরলের একটি কলেজে ছাত্র সংগঠনের নিজস্ব সবুজ পতাকা টাঙানো নিয়ে ভুয়ো খবরের তথ্য-যাচাই করেছে।