BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • ২০১৮'র ঢোল-তাসা বাজানোর ভিডিওকে বলা...
ফ্যাক্ট চেক

২০১৮'র ঢোল-তাসা বাজানোর ভিডিওকে বলা হলো রাম মন্দির স্থাপনের উদযাপন

বুম দেখে ভাইরাল ভিডিওটি স্বরগান্ধার ঢোল তাসা গ্রুপের—২০১৮ সালের জুন মাসের স্পেনের একটি অনুষ্ঠানের।

By - Anmol Alphonso |
Published -  1 Aug 2020 4:34 PM IST
  • ২০১৮র ঢোল-তাসা বাজানোর ভিডিওকে বলা হলো রাম মন্দির স্থাপনের উদযাপন

    উত্তরপ্রদেশের আযোধ্যায় রাম মন্দির নির্মাণ শুরু হওয়ায় বিদেশে ভারতীয়রা উদযাপন করছেন বলে মিথ্যে দাবি করে স্পেনের রাস্তায় এক ঢোল তাশা দলের একটি অনুষ্ঠানের দু'বছর আগের ভিডিও শেয়ার করা হল।

    ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একদল ঢোলবাদক রাস্তায় অনুষ্ঠান করছেন আর কিছু বিদেশি তাঁদের পরিবেশনা উপভোগ করছেন। ২০২০ সালের ৫ অগস্ট রাম মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানের দিন স্থির হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে এই ক্লিপটি শেয়ার করা হয়েছে।
    ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার (বিজেওয়াইএম) তেলঙ্গানা রাজ্যের মুখপাত্র রূপ দারক ২ মিনিট ২০ সেকেন্ডের এই ক্লিপটি টুইট করেছেন। সঙ্গে ক্যাপশন দিয়েছেন, "অযোধ্যায় রামভূমিতে রাম মন্দির স্থাপন উপলক্ষে স্পেনে ভারতীয়রা ইতিমধ্যেই উদযাপন শুরু করে দিয়েছেন।"
    টুইটটি দেখার জন্য এখানে এবং আর্কাইভ দেখার জন্য এখানে ক্লিক করুন।

    Indians have already started * celebrations * in Spain on this occasion of building Rama's temple in ram land in Ayodhya. pic.twitter.com/5RBfM238f3

    — Roop Darak BHARTIYA (@iRupND) July 28, 2020
    টুইটটি দেখার জন্য এখানে এবং আর্কাইভ দেখার জন্য এখানে ক্লিক করুন।

    राम मंदिर का हर्ष सिर्फ़ भारतीयों के ही मन में नहीं बल्कि हर हिंदुस्तानी के मन में है चाहे वह देश में है या फिर विदेश में...#राममंदिर के निमार्ण के समर्थन पर हिन्दुस्तानी लोगों द्वारा निकाला गया ढोल - नगाड़े के साथ एक छोटा सा जुलूस #Spain में..

    हृदय गदगद हो गया 🌹

    जयश्रीराम🚩 pic.twitter.com/jktlTwBkMu

    — Ridhima Tripathi (BJP) 🇮🇳 (@RidhimaTripath4) July 28, 2020
    ফেসবুকে ভাইরাল হয়েছে
    একই মিথ্যে দাবির সঙ্গে ভিডিওটি ফেসবুকেও শেয়ার করা হয়েছে।
    পোস্টটি দেখার জন্য এখানে এবং আর্কাইভ দেখার জন্য এখানে ক্লিক করুন।

    আরও পড়ুন: রামায়ণের গল্পের ওপর ২০১৭ সালে প্রকাশিত ডাক টিকিট সাস্প্রতিক বলে ভাইরাল

    তথ্য যাচাই

    বুম ভিডিওটিকে কিছু গুরুত্বপুর্ণ ফ্রেমে ভাগ করে নিই এবং তারপর ইয়ান্ডেক্স ব্যবহার করে রিভার্স ইমেজ সার্চ চালাই। এই সার্চের ফলে আমরা দেখতে পাই ২০১৮ সালের ১৬ অক্টোবর স্বরগান্ধার ঢোল তাসা গ্রুপ নামক দলটি আসল ভিডিওটি তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে।
    ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছিল, "স্পেনের (২) রাস্তায় ঢোল তাশা – স্বরগান্ধার ঢোল তাসা পাঠক।"

    ইউটিউব ভিডিও এবং ভাইরাল হওয়া ভিডিওর তুলনা করে আমরা দেখতে পাই দুটি আসলে একই ভিডিও।

    'স্বরগান্ধার ঢোল তাসা পাঠক' সার্চ করে আমরা ২০১৮ সালের জুন মাসের মিডডে'র একটি প্রতিবেদন দেখতে পাই। এই প্রতিবেদন থেকে জানা যায় যে পুনেরি ঢোল তাশা মুম্বইয়ের একটি দল।এই দলটি লরে ডি মারে নবম ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ফোকলোর-এ অংশগ্রহণ করতে যায়। ইউনেসকোর সহযোগিতায় স্পেনে এই ফোক মিউজিকের ফেস্টিভ্যাল হয়।

    এই দলটির বিষয়ে মিডডে'র প্রতিবেদন

    বুম স্বরগান্ধার ঢোল তাশা দলের প্রতিষ্ঠাতা প্রসাদ পিমপালের সঙ্গে যোগাযোগ করে। তিনি আমাদের বলেন যে ভিডিওটি ২০১৮ সালের জুন মাসের। সেই সময় দলটি স্পেনে যায় এবং সেখানে একটি স্ট্রিট র্যা লি অনুষ্ঠানে যোগ দেয়।

    পিমপালে বলেন, "ভিডিওটি ২০১৮ সালের জুন মাসের, সেই সময় আমরা একটি আন্তর্জাতিক উৎসবে যোগ দিতে স্পেনে যাই। সেখানে আমাদের একটি স্ট্রিট র্যাউলিতে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়। এই র্যাালিতে অন্যান্য দেশের দলগুলিও অংশ নিয়েছিল। রাস্তা্য় ওই অনুষ্ঠান চলার সময় এই ভিডিওটি তোলা হয়।"
    আগামী ৫ অগস্ট রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানের দিন ঘিরে বহু ভুল তথ্য ছড়িয়ে পড়েছে। এর আগে একটি জৈন মন্দিরের ছ'বছর আগের থ্রি ডি অ্যানিমেশন ভিডিও আসন্ন নির্মাণের নক্সা বলে শেয়ার করা হয়েছিল এবং বুম সেই ভিডিওর সত্যতা যাচাই করে সেটিকে মিথ্যে বলে প্রমাণ করে। এ ছাড়া বিতর্কিত জায়গায় ১৯৮৯ সালে ভিত্তি প্রস্তর স্থাপনের ছবি বলে কিছু কৃষ্ণ ভক্তের সঙ্গে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ছবি শেয়ার করা হয়।
    আরও পড়ুন: অযোধ্যার রাম মন্দিরের মডেল বলে দিল্লির অক্ষরধাম মন্দিরের ছবি ভাইরাল

    Tags

    Viral VideoFact CheckFake NewsSpainRam MandirRam Mandir Bhumi PoojanRam Mandir Foundation StoneAyodhyaBarcelonaIndians CelebratingSwargandhar Dhol TashaDhol Tasha
    Read Full Article
    Claim :   ভিডিওতে দেখা যায় স্পেনে বসবাসকারী ভারতীয়রা রাম মন্দির স্থাপন উদযাপন করছে
    Claimed By :  Facebook Pages
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!