মুর্শিদাবাদে এক পরিবারের তিন সদস্য খুনের পুরনো ঘটনা ভুয়ো দাবিতে ভাইরাল
বুম দেখে ২০১৯ সালের অক্টোবর মাসে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে খুনের ঘটনা এটি। পুলিশ মূল খুনিকে সত্ত্বর গ্রেফতার করে।
২০১৯ সালে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিবাদের ফলে আক্রোশের জেরে বন্ধুপ্রকাশ পাল, তাঁর স্ত্রী ও পুত্রের খুনের ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদপত্রের খবরের ক্লিপিংকে ভুয়ো দাবি সহ ফেসবুকে জিইয়ে তুলে শেয়ার করা হচ্ছে। ফেসবুক পোস্টে ওই সংবাদপত্রের ক্লিপিং শেয়ার করে দাবি করা হচ্ছে, ওই খুনের ঘটনায় দুস্কৃতীরা এখনও গ্রেফতার হয়নি আর ২৪ ঘন্টার মধ্যে খুনিদের না ধরা গেলে পুলিশ মন্ত্রী যেন পদত্যাগ করেন।
বুম সে সময় পুলিশ সুপার ও পশ্চিমবঙ্গের আরএসএস নেতাদের সঙ্গে কথা বললে তাঁদের তরফে এই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ অস্বীকার করেন তাঁরা। রাজনৈতিক মোড় নেওয়া এই খুনের ঘটনা ঘটনার পর সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভুয়ো দাবি বুম খণ্ডন করে। বন্ধুপ্রকাশের ভগ্নিপতির ছবি শেয়ার করে দাবি করা হয় তিনি নাকি মূল খুনি। বাংলাদেশে বুয়েট শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত মেহেদি হাসান রাসেলের ছবি শেয়ার করে দাবি করা হয়, সে খুন করেছে বন্ধুপ্রকাশকে।