কন্টাজিয়ন সিনেমার দৃশ্যকে ইতালিতে করোনাভাইরাসে মৃতদের গণকবর বলা হল
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া গণকবর দেওয়ার ছবিটি ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত কন্টাজিয়ন চলচ্চিত্রের ট্রেলার থেকে নেওয়া হয়েছে।
ফেসবুকে কন্টাজিয়ন সিনেমার দশ্য শেয়ার করে দাবি করা হয়েছে সেটি ইতালিতে করোনাভাইরাস অতিমারির প্রকোপের ভয়াবহ ছবি। ছবিটিতে গণকবর দিতে দেখা যাচ্ছে বেশ কয়েকজন কর্মীকে। তাঁরা প্রত্যেকেই বিশেষ সংক্রমণ প্রতিরোধী পোষাকের বর্মে আচ্ছাদিত। পাশেই দাঁড়িয়ে রয়েছে 'রেড ক্রস' দেওয়া বিশেষ শববাহী মিলিটারি বাহন। মাটি খুঁড়ে সারি সারি শায়িত করা হচ্ছে লাশকে।
ফেসবুক পোস্টটিতে ক্যাপশন লেখা হয়েছে, ''বাড়ি থেকে অকারণে বেরোনোর আগে এটা মাথায় রাখবেন, ছবিটি দেখুন ইতালির বতর্মান অবস্থা। ইতালি যে ভুলটা করেছিল সেটা যেন আমারা না করি... #StayAtHome''
ইতালিতে 'সোশাল ডিস্টান্সিং' বা সামাজিক নৈকট্য রোধের নিয়ম না মানা হওয়ায় সংক্রমন ছড়িয়েছে কার্যত লাফিয়ে লাফিয়ে। কোভিড-১৯ এর জেরে মৃতের সংখ্যা চিনকে টোপকেছে। আর এই প্রক্ষিতেই অনেকে এই ছবিটিকে সত্য বলে মনে করছেন।
আরেকটি ফেসবুক পেস্টে লেখা হয়েছে, ''বাড়ি থেকে উড়তে (অকারণ বেরোনো টা) বেরোনোর আগে এটা মাথায় রাখবেন।''
এই ছবি দেখে কেউ রীতিমত যেমন বিভ্রান্ত হয়েছেন। কেউ আবার এটিকে 'কন্টাজিয়ন' বলেছেন।
তথ্য যাচাই
ছবিটিকে রিভার্স সার্চ করলে ইউটিউবে কন্টাজিয়ন সিনেমার ট্রেলারের হদিস পাওয়া যায়। ২০১১ সালের সেপ্টেম্বরে কল্পবিজ্ঞানের গল্প নিয়ে মুক্তি পেয়েছিল কন্টাজিয়ন মুভিটি।
কন্টাজিয়নের কাহিনীর পটভূমিকায় এক মহামারি ভাইরাসের প্রসঙ্গ ছিল যার সংক্রমণ থামাতে আমেরিকা ব্যার্থ হলে সারা বিশ্বে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। স্কট জে বার্ণসের লেখা এই কাহিনী পরিচালনা করেছিলেন স্টিফেন সোডারবার্জ।
নীচে ইউটিউব ভিডিও ও ভাইরাল ভিডিওটির তুলনা দেওয়া হল। ট্রেলারের ১ মিনিট ২৩ সেকেন্ড সময়ে ভাইরাল ছবির ওই গণকবর দেওয়ার দৃশ্যটি দেখা যায়।
একই ছবি ভুয়ো মন্তব্য সহ আগে ভাইরাল হয়েছিল। সেসময় এএফপি ফ্যাক্টচেক ছবিটিকে খণ্ডন করেছিল।