ভারত-মার্কিন সেনার যৌথ মহড়ার পুরনো ছবি বিভ্রান্তিকর দাবি সহ ছড়াচ্ছে
বুম দেখে ভাইরাল হওয়া সৈনিকদের ছবিগুলি লাদাখের গালওয়ানে সংঘর্ষের আগে থেকে অনলাইনে আছে। আমেরিকা কোনও সেনা পাঠায়নি ভারতকে।
ভারতীয় এবং মার্কিন সেনাবাহিনীর যৌথ সামরিক সশস্ত্র মহড়ার কিছু পুরনো ছবিকে সাম্প্রতিক ভারত-চিন সীমান্ত সমস্যার প্রেক্ষিতে সোশাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। সোশাল মিডিয়া পোস্টে ভুয়ো দাবি করা হচ্ছে যে মার্কিন সেনাবাহিনী ভারতে এসেছে, পাক-অধিকৃত কাশ্মীর এবং আকসাই চিন অঞ্চলকে পুনরায় ভারতের দখলে আনতে সাহায্য করার জন্য। ১৫ জুন গালওয়ানে সীমান্ত সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর ভারত ও চিনের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়।
বুম দেখেছে দাবিগুলি ভুয়ো এবং ভাইরাল হওয়া অধিকাংশ ছবিগুলি ভারত-আমেরিকার মধ্যে যৌথ সামরিক মহড়ার পুরনো ছবি। আর বাকি কিছু ছবি মার্কিন সেনা বাহিনীর, ওই ছবিগুলির সঙ্গে ভারতের প্রতিরক্ষার সঙ্গে কোনও সম্পর্ক নেই।
এরকমই ৪ টি ছবি সহ একটি ভাইরাল ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, "ভারতে প্রবেশ করল প্রচুর আমেরিকা সেনা চিনের ও পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে, কারা যেন বলেছিল আমেরিকাকে ওষুধ দিয়ে ঠিক করেনি মোদী এবার বুঝলে তো মোদী কি জিনিস"
তথ্য যাচাই
পিছনে সেনাবাহিনীর গাড়ি থামিয়ে দুইজন সেনাকে শুভেচ্ছা বিনিময়ের এই ছবিটি ভারত-মার্কিন সপ্তম যৌথ মহড়ার সময়ে তোলা হয়েছিল ২০১৩ সালের ৪ মে। মহড়াটি হয়েছিল যুক্তরাষ্ট্রের ফরট ব্রাগে। এই ছবিতে ভারতীয় সেনার মেজর প্রশান্ত মিশ্রা এবং মার্কিন সেনার ক্যপ্টিন কুলেন লিঙ্কে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা ওয়েবসাইটে ছবিটি দেখা যাবে এখানে।
ছবি নং- ৪
ছবি নং- ৯
.@GENMarkMilley-The battlefield will no longer be the battlefield that #USArmy Soldiers & leadership train for today https://t.co/CFSRoRrqCt pic.twitter.com/G8SHRb68E1
— U.S. Army (@USArmy) October 7, 2016