জেমস বন্ড চলচ্চিত্রের ছবিকে গাঁধী পরিবারের ছবি বলে আবার জিইয়ে তোলা হল
বুম দেখে ছবিটি আসলে ‘ডঃ নো’-এর সেটে অভিনেত্রী উরসুলা অ্যান্ড্রেস ও অভিনেতা শন কনোনেরি।
Claim
বিকিনি পরিহিতা এক মহিলার ছবি ফেসবুকে শেয়ার করে দাবি করা হচ্ছে সেটি কংগ্রেস সভাপতি সোনিয়া গাঁধীর ছবি। পোস্টটির ক্যাপশন কুরুচিপূর্ণ হওয়ায় ক্যাপশনটির সম্পাদিত অংশ ব্যবহার করা হল। পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘...যদি না পারেন তাহলে সংক্ষেপে পরিচয় করিয়ে দিই-এই দুজন হলেন আমাদের… আর্থাৎ রাহুল গাঁধীর মা সোনিয়া গাঁধী এবং বাবা রাজীব গাঁধী।’’
FactCheck
ফেসবুক পোস্টের দাবিটি সম্পূর্ণ মিথ্যে। ছবিটিতে রাহুল গাঁধীর বাবা রাজীব গাঁধী ও মা সোনিয়া গাঁধীর নয়। ছবিটি আসলে জেমস বন্ড সিরেজের নায়িকা কানাডীয় উরসুলা অ্যান্ড্রেস-এর। পাশের ব্যক্তিটি জেমস বন্ড, শন কনোনেরি। বিকিনি পরিহিত উরসুলা অ্যান্ড্রেস-এর ছবিগুলি ১৯৬২ সালে বেশ জনপ্রিয় হয়। “ডঃ নো” চলচ্চিত্রের সেটে ছবিটি তোলা হয়েছিল। মুভি ডেটাবেস আইএমডিবিতে ছবিটি দেখা যাবে এখানে। ছবিটি কুরুচিপূর্ণ ইঙ্গিত সহ ২০১৯ সালের ডিসেম্বর মাসে সোশাল মিডিয়ায় ভাইরাল হলে বুম সেসময় ছবিটিকে খণ্ডন করে।