BOOM

Trending Searches

    BOOM

    Trending News

      • ফ্যাক্ট চেক
      • বিশ্লেষণ
      • ফাস্ট চেক
      • আইন
      • Home-icon
        Home
      • Authors-icon
        Authors
      • Contact Us-icon
        Contact Us
      • Methodology-icon
        Methodology
      • Correction Policy-icon
        Correction Policy
      • ফ্যাক্ট চেক-icon
        ফ্যাক্ট চেক
      • বিশ্লেষণ-icon
        বিশ্লেষণ
      • ফাস্ট চেক-icon
        ফাস্ট চেক
      • আইন-icon
        আইন
      Trending Tags
      TRENDING
      • #Mamata Banerjee
      • #Narendra Modi
      • #Operation Sindoor
      • #Pahalgam Terrorist Attack
      • #Rahul Gandhi
      • Home
      • ফ্যাক্ট চেক
      • বিক্ষোভের সময় টহল দেওয়া পুলিশটি কি...
      ফ্যাক্ট চেক

      বিক্ষোভের সময় টহল দেওয়া পুলিশটি কি একজন আরএসএস কর্মী? একটি তথ্য যাচাই

      বুম নিশ্চিত হয়েছে যে, এই ব্যক্তিটি দিল্লি পুলিশের একজন অফিসার বিনোদ নারাং।

      By - Swasti Chatterjee |
      Published -  27 Dec 2019 9:22 PM IST
    • বিক্ষোভের সময় টহল দেওয়া পুলিশটি কি একজন আরএসএস কর্মী? একটি তথ্য যাচাই

      নাগরিকত্ব আইন-বিরোধী সাম্প্রতিক আন্দোলনের সময় টহল দেওয়া এক পুলিশ অফিসারের ছবির সঙ্গে আরএসএসের এক কর্মীর ছবি কোলাজ করে ভাইরাল করা হয়েছে এই ভুয়ো ব্যাখ্যা সহ যে, উভয়ে একই ব্যক্তি। বুম এ ব্যাপারে নিশ্চিত হতে পেরেছে যে, উক্ত পুলিশ অফিসারটি হলেন দিল্লি পুলিশের কনট প্লেস থানার পদস্থ ইনস্পেক্টর বিনোদ নারাং আর আরএসএসের কর্মী বলে বিবৃত ব্যক্তিটি আরএসএস কর্মী অশোক ডোগরা, যিনি ভারতীয় জনতা পার্টির রাজস্থানের এক নেতা।

      রাজধানীতে বর্তমানে নাগরিকত্ব সংশোধনী আইন এবং জাতীয় নাগরিকপঞ্জির প্রতিবাদে ব্যাপক আন্দোলন চলছে। দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী ছাত্রদের উপর পুলিশি দমননীতির প্রতিবাদে এই আন্দোলন আরও জোরদার হয়েছে।

      আরও পড়ুন: "নিরীহ লোকদের ওপর লাঠি চালাতে পারি না": পুলিশও কি প্রতিবাদে সামিল?

      পুলিশ অফিসারটিকে যখন আন্দোলনকারীদের আশেপাশে টহল দিতে দেখা যায় এবং তার উর্দিতে সাঁটা ব্যাচে কোনও নাম-পরিচয় না থাকায় তার পরিচয় নিয়ে প্রশ্ন করলে তিনি যখন উত্তর এড়িয়ে যান, তার পরই ভিডিওটি ভাইরাল হয়।

      আরএসএস কর্মীর ছবির সঙ্গে কোলাজ করে পোস্ট করা ফেসবুকের এই ছবিটির ভিডিও-র ক্যাপশন হলো: "নির্মম সত্য: আরএসএস-বিজেপির গুণ্ডারা পুলিশের উর্দি পরে উত্তরপ্রদেশে বর্বরতা চালাচ্ছে।" ফেসবুক পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।

      আরও পড়ুন: এনআরসি-তে যাদের নাম ওঠেনি, অসম পুলিশ কি তাদের পেটাচ্ছে?

      ফেসবুকে ভাইরাল


      একই দাবি সহ টুইটারেও ভাইরাল হয়েছে ভিডিওটি।

      RSS POLICE WITHOUT NAME BATCH. Sare police waale ke name batch gir gaye..that's how RSS people also entered police team n rest all knows.@stoppression @imMAK02 @AdityaMenon22 pic.twitter.com/Js4tUq3OV2

      — Hyderabad Against CAA/NRC (@HydAganstNrcCAA) December 21, 2019

      টুইটটি আর্কাইভ করা আছে এখানে।

      পোস্টটির সত্যতা যাচাই করার অনুরোধ নিয়ে বুম-এর হেল্পলাইন নম্বরেও (৭৭০০৯০৬১১১) বার্তা আসে।

      আরও পড়ুন: নাগরিকত্ব আইন বিক্ষোভ: মহিলা নিগ্রহের ছবিকে অসম পুলিশের নির্যাতন বলা হচ্ছে

      তথ্য যাচাই

      আরএসএস কর্মী এবং পুলিশ অফিসারটির মুখের আদল তুলনা করলে বেশ কিছু তফাত নজরে পড়ে। আমরা দেখেছি, পুলিশ অফিসারটি দিল্লি পুলিশের ইনস্পেক্টর পদমর্যাদার আর আরএসএস কর্মীটি রাজস্থানের এক বিজেপি নেতা।

      পুলিশের উর্দি পরা লোকটি কে?

      দক্ষিণ দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার চিন্ময় বিশোয়াল আমাদের কাছে লোকটিকে শনাক্ত করেন কনট প্লেস থানার স্টেশন অফিসার বিনোদ নারাং নামে। আমরা পুরনো সংবাদ-প্রতিবেদন থেকেও বিষয়টির সমর্থন পাই এবং নারাং-এর ছবির সঙ্গে তাঁর ফেসবুক প্রোফাইলে দেওয়া ছবিও মিলে যায়।

      এরপর আমরা খোদ নারাং-এর সঙ্গেও যোগাযোগ করি এবং তিনি জানান, ভাইরাল হওয়া ভিডিওটিতে তাকে দেখানো হয়েছে যখন তিনি মন্ডি এলাকায় টহল দিচ্ছিলেন। তিনি অভিযোগ করেন, বিক্ষোভকারীদের মোকাবিলা করার সময়েই তার নামের ব্যাজটি উর্দি থেকে স্থানচ্যুত হয়। আর এর ঠিক পরেই ভিডিওটি তোলা হয়। নারাং-এর কোনও রাজনৈতিক আনুগত্য আছে কিনা কিংবা তিনি আরএসএস করেন কিনা জানতে চাইলে তিনি তা অস্বীকার করে বলেন—"আমি রাজনীতি করিনা, আরএসএস করার তো প্রশ্নই নেই।"

      আরও পড়ুন: নাগরিকত্ব আইন বিক্ষোভ: ২০১৪ সালের দিল্লি পুলিশের এক ব্যক্তিকে পেটানোর ভিডিও ফিরে এল

      আরএসএস কর্মীর ছবির ব্যক্তিটি রাজস্থানের বিজেপি নেতা

      ভাইরাল হওয়া ছবিতে আরএসএসের তিন জনকে উর্দি পরে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এদের একজন হলেন লোকসভার বর্তমান স্পিকার ওম বিড়লা, আর তার পাশেই যিনি গোল বৃত্ত দিয়ে চিহ্নিত, তিনিও এক আরএসএস কর্মীই, যাকে ভুল করে ভাইরাল ছবিতে দিল্লি পুলিশের ইনস্পেক্টর বলে চালানো হচ্ছে। বুম ওম বিড়লার একাধিক সরকারি পোস্ট খতিয়ে দেখেছে, তাতে এই ব্যক্তিটি রয়েছেন। তার পর রাজস্থানের আরএসএস কর্মী-নেতাদের তালিকা খুঁজে বুম দেখেছে, এই ব্যক্তিটি হলেন রাজস্থানের বুন্দি থেকে নির্বাচিত বিজেপি বিধায়ক অশোক ডোগরা।


      অশোক ডেগরার ফেসবুক প্রোফাইল দেখতে ক্লিক করুন এখানে।

      আরও পড়ুন: এবিভিপি'র ভরত শর্মা কি দিল্লিতে পুলিশ সেজেছিলেন? একটি তথ্য যাচাই

      Tags

      Delhi PoliceAnti CAA ProtestRSSCitizenship Amendment Act
      Read Full Article
      Claim :   আরএসএস কর্মী দিল্লি পুলিশের ভেক ধরে
      Claimed By :  Facebook Posts
      Fact Check :  False
      Next Story
      Our website is made possible by displaying online advertisements to our visitors.
      Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
      X
      Or, Subscribe to receive latest news via email
      Subscribed Successfully...
      Copy HTMLHTML is copied!
      There's no data to copy!