
অভিনেত্রী রাখি সবন্তের পাকিস্তানের পতাকা সহ ছবি মিথ্যে দাবি সহ ভাইরাল
বুমকে রাখি সবন্ত জানালেন—"ভাইরাল ছবিটি 'মুদ্দা ৩৭০ জে অ্যান্ড কে' মুভির পোস্টারের দৃশ্য, যা পাকিস্তানে শ্যুট করা হয়নি।"

২০১৯ সালে প্রকাশিত একটি মুভির পোস্টারে বলিউড অভিনেত্রী রাখি সবন্তের পাকিস্তানের পতাকা জড়ানো ছবি সোশাল মিডিয়ায় বিভ্রান্তিকর দাবি সহ শেয়ার করা হচ্ছে। এরকম একটি ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে পাকিস্তানের একটি ক্যাম্পে পতাকা হাতে ছবি তুলেছেন তিনি।
বুম রাখি সবন্তের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, '''মুদ্দা ৩৭০ জে অ্যান্ড কে' মুভির পোস্টারের জন্য ছবিটি তোলা হয়। আমি সেখানে এক পাকিস্তানি মেয়ের চরিত্রে অভিনয় করি। কুলু মানালি, দেহরাদূন, কাশ্মীরের বিভিন্ন জায়গায় শ্যুটিং করা হয়েছিল মুভিটি।''
তিনি বলেন, এই ধরণের বিতর্ক সম্পর্কে তাঁর গা-সওয়া। ''লোকজন আমার সম্পর্কে ভুল ধারণা করছে। লোকজন সত্যিই এমন বোকা! আমি জানি না।''
ফেসবুকে ছবিগুলি শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, ''এই মহিলা রাখি সবন্ত, ভারতীয়দের কলঙ্ক, পাকিস্তানের একটি ক্যাম্পে পাকিস্তানের পতাকা হাতে ছবি তুলছে! সরাসরি ভারতীয় দের চ্যালেঞ্জ করছে, এই মানসিকতার মানুষই বলিউডের সম্পদ! কঠিন শাস্তির দাবিতে সরব হোন, তোলো আওয়াজ !!''
ভাইরাল হওয়া ফেসবুক পোস্ট।
একই বয়ানে ফেসবুকে ভাইরাল হয়েছে ছবিগুলি।
টুইটারেরও হিন্দি বয়ানে ভাইরাল হয়েছে ছবিটি। সবন্ত নাকি পাকিস্তানি হয়ে গেছে এমনটা দাবি করা হয়েছে একটি টুইটে।
আরও পড়ুন: ইতালির শিল্পীর সিলিকন ভাস্কর্যকে অযোধ্যা পাহাড়ের বিরল প্রাণী বলা হল
তথ্য যাচাই
বুম ছবিটিকে রিভার্স সার্চ করে ২০১৯ সালের মে মাসে প্রকাশিত একাধিক প্রতিবেদন খুঁজে পায়। ছবিটি সবন্ত ৮ মে ২০১৯ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেন।
ওই দিনই সবন্ত ওই শুটিং স্পট থেকে একটি ভিডিও পোস্ট করেন। 'ধারা ৩৭০'-এর শ্যুটিং দৃশ্য বলে দর্শকদের জানান তিনি। নেটিজেনরা এই ছবি পোস্ট করার সাথে সাথেই ট্রোলের শিকার হন তিনি। সে সময় বিষয়টি ইন্ডিয়ান এক্সপ্রেস ও ইন্ডিয়াটুডেতে প্রকাশিত হয়েছিল।
সোমবার আরেকটি নতুন ভিডিও পোস্ট করে নেটিজেনদের তিনি এক হাত নেন। এতে তাঁর প্রচার বড়ছে এমনটাই মনে করছেন তিনি।
কঙ্গনা রানাউত মুম্বইকে পাকিস্তানের সঙ্গে তুলনা করলে তীব্র ভাবে ভৎসর্না করেন রাখি সবন্ত। এতেই চটেছে কঙ্গনা অনুগামীরা।
আরও পড়ুন: "শিবসেনাকে ভোট দিতে বাধ্য হয়েছিলাম": কঙ্গনা রানাউতের এই দাবি মিথ্যে
Updated On: 2020-09-22T20:11:25+05:30
Claim : ছবির দাবি পাকিস্তানের একটি ক্যাম্পে পাকিস্তানের পতাকা হাতে ছবি তুলছে রাখি সবন্ত
Claimed By : Facebook & Twitter users
Fact Check : False
Next Story