BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • রাস্তায় সিংহদের মাঝে মুসলিম...
ফ্যাক্ট চেক

রাস্তায় সিংহদের মাঝে মুসলিম ব্যক্তির নামাজ পড়ার ছবিটি সম্পাদিত

বুম দেখে আফ্রিকা অ্যাডভেঞ্চার্স-এর মূল ভিডিওতে ক্রুজার পার্কের রাস্তায় শুধু সিংহদের দেখা যায় সেখানে কেউ নামাজ পড়েননি।

By - Sk Badiruddin |
Published -  24 Nov 2020 6:34 PM IST
  • রাস্তায় সিংহদের মাঝে মুসলিম ব্যক্তির নামাজ পড়ার ছবিটি সম্পাদিত

    অরণ্যের ভেতরের রাস্তায় এক ব্যক্তির নামাজ পড়ার সময় গাড়ি থেমে যাওয়া ও সিংহরা তাকে আগলে রেখেছে এমন দাবি সহ একটি ফটোশপ করা ছবি বিভ্রান্তিকর দাবি সহ শেয়ার করা হচ্ছে।

    ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায় জঙ্গলের ভেতর রাস্তার উপর এক ব্যক্তি নামাজ পড়ছেন। অদূরে থেমে গেছে কয়েকটি গাড়ি। রাস্তাজুড়ে চারপাশ আগলে রেখেছে এক ডজন সিংহ।

    কিছু ফেসবুক ব্যবহারকারী ছবিটি শেয়ার করে দাবি করেছেন সিংহের ভীতি উপেক্ষা করেও নামাজের সময় হয়ে যাওয়ায় ওই ব্যক্তি নামাজ পড়ছেন।

    পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।

    আবার কিছু ফেসবুক ব্যবহারকারী দাবি করেছেন, সিংহগুলি চারপাশ থেকে ওই ব্যক্তিকে ঘিরে ধরে রাস্তা বন্ধ করে নামাজ পড়তে সহযোগিতা করছেন।

    ''নামাজের টাইম হওয়ায় রাস্তায় নামাজ পড়ার সময় এই সিংহ গুলি চারপাশ থেকে তাকে ঘিরে রাস্তা বন্ধ করে দেয় আল্লাহু আকবার। বাধ্য হয়ে রাস্তার এই গাড়ি গুলা সেইখানে নামাজ শেষ হওয়া পযন্ত দাড়িয়ে থাকতে বাধ্য হয়..... বনের পশু নামাজ ও নামাজি কে চিনলো আর আমরা কি কোরলাম।" (বানান অপরিবর্তিত)

    পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।


    ছবিটি টুইটারেও শেয়ার করা হয়েছে। ওই টুইটার ব্যবহারকারী তাঁর টুইটে লিখেছেন, "মাশা আল্লাহ কি এক দুর্লব দৃশ্য। আল্লাহর কি কারিশমা। রাস্তা বন্ধ করে দিয়ে নামাজরত একজন নামাজী কে পাহারা দিচ্ছে বনের হিংস্র প্রাণী বাঘের দল। বন্যপ্রাণীও নামাজ কি তা বুঝতে পেরেছে এবং আরও বুঝতে পেরেছে বনের ভিতরে রাস্তার উপরে একজন নামাজী নামাজ পড়ছে। #নামাজ"

    টুইটটি আর্কাইভ করা আছে এখানে।

    মাশা আল্লাহ কি এক দুর্লব দৃশ্য।
    আল্লাহর কি কারিশমা।
    রাস্তা বন্ধ করে দিয়ে নামাজরত একজন নামাজী কে পাহারা দিচ্ছে বনের হিংস্র প্রাণী বাঘের দল। বন্যপ্রাণীও নামাজ কি তা বুঝতে পেরেছে এবং আরও বুঝতে পেরেছে বনের ভিতরে রাস্তার উপরে একজন নামাজী নামাজ পড়ছে।#নামাজ pic.twitter.com/II5kF88Dtx

    — Sadia Sultana Lota (@S_SultanaLotaBD) November 8, 2020

    আরও পড়ুন: থরে থরে বই সাজানো চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মন্ডপের ছবিটি ২০১৯ সালের

    তথ্য যাচাই

    বুম ছবিটিকে রিভার্স সার্চ করে আফ্রিকা অ্যাডভেঞ্চার্স নাম একটি ইউটিউব চ্যানেলে ২৭ নভেম্বর ২০১৬ একটি ১৮ মিনিট ২৯ সেকেন্ডের ভিডিও আপলোড হতে দেখে। ওই ভিডিওটির শিরোনাম লেখা হয়েছিল, ''সিংহদের সবচেয়ে গর্ব ক্রুজার পার্কে রাস্তা আগলে রাখা"

    (মূল ইংরেজিতে: Largest Lion Pride Ever Blocking Road In Kruger Park)

    নিচে মূল (বামে) ও ফটোশপ করা (ডানে) ছবির তুলনা করা হল। ১৫ মনিট ৪১ সেকেন্ড সময়ের ভিডিওর স্ক্রিনশট নিয়ে ছবিটিকে ফটোশপ করা হয়েছে।


    এবছরের এপ্রিল মাসে ক্রুজার পার্ক টুইট করে লকডাউনের সময় রাস্তায় সিংহদের বিচরণের ছবি টুইট করে। বিবিসি গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রুজার ন্যাশনল পার্কের ভেতরের রাস্তায় পর্যটকদের ভিড় না থাকায় সিংহদের রাস্তায় বিচরণের খবরটি।

    Kruger visitors that tourists do not normally see. #SALockdown This lion pride are usually resident on Kempiana Contractual Park, an area Kruger tourists do not see. This afternoon they were lying on the tar road just outside of Orpen Rest Camp.
    📸Section Ranger Richard Sowry pic.twitter.com/jFUBAWvmsA

    — Kruger National Park (@SANParksKNP) April 15, 2020

    আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদীর জয়সালমেরের লোঙ্গেওয়ালা সফরের সম্পাদিত ছবি ভাইরাল

    Tags

    Fake ImageFact CheckViral ImageNamaz on RoadKruger National ParkSouth Affrica#PhotoshoppedFalse ClaimLion Nap
    Read Full Article
    Claim :   ছবির দাবি জঙ্গলের ভেতর নামাজ পড়ার সময় এক ব্যক্তিকে সিংহরা ঘিরে রেখেছে
    Claimed By :  Facebook Posts & Twitter Users
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!