ভুয়ো দাবি সহ ছড়াল স্বামী আত্মস্থানন্দের সঙ্গে মোদীর ২০১৫ সালের ছবি
দয়ানন্দ গিরির প্রয়াণ ২০১৫ সালে আর ভাইরাল ছবির ব্যক্তি স্বামী আত্মস্থানন্দ মারা যান ২০১৭ সালে। দুজনেই প্রধানমন্ত্রী গুরু।
২০১৫ সালে মে মাসে অসুস্থ অবস্থায় রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ মহারাজের সঙ্গে কলকাতার একটি হাসপাতালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখা করার ছবি সোশাল মিডিয়ায় মিথ্যে দাবি সহ শেয়ার করা হচ্ছে। ছবিটিকে শেয়ার করে দাবি করা হচ্ছে এটি সম্প্রতি প্রয়াত দয়ানন্দ গিরির ছবি, যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আধ্যত্মিক গুরু ছিলেন।
বুম দেখে দয়ানন্দ গিরি প্রয়াণ হয় ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর। প্রধানমন্ত্রীর সাক্ষাৎ করা ভাইরাল ছবির ব্যক্তি স্বামী আত্মস্থানন্দ মহারাজ মারা যান ২০১৭ সালের ১৮ জুন।
ভাইরাল হওয়া ছবিটিতে হাসপাতালের শয্যায় গৈরিক বসনে এক বৃ্দ্ধ ব্যক্তিকে শুয়ে থাকতে দেখা যায়। তাঁকে ঘিরে ধরে রয়েছেন আরও কয়েকজন গৈরিক পোশাকের ব্যক্তি। পাশের একটি চেয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শয্যায় থাকা ওই ব্যক্তির বাহুতে হাত ছুঁয়ে রয়েছেন।
ফেসবুকে ছবিটি শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, "আমাদের দেশের প্রধানমন্ত্রী মোদিজীর গুরু শ্রী দয়ানন্দ গিরি মহারাজ আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সবাই উনার আত্মার শান্তি কামনা করুন।"(বানান অপরিবর্তিত)
দয়ানন্দ গিরির প্রয়ান
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আধ্যাত্মিক গুরু স্বামী দয়ানন্দ গিরি ওরফে দয়ানন্দ সরস্বতী ৮৭ বছর বয়সে প্রয়াত হন হৃষীকেশের শিসামঝাডিতে ২০১৫ সালের ২৪ সেপ্টেম্বর। টুইট করে তাঁর প্রয়াণে শোকজ্ঞাপণ করেন প্রধানমন্ত্রী। ওই বছর ১১ সেপ্টেম্বর স্বামী দয়ানন্দ গিরির কুশলতা জানতে তিনি দয়ানন্দ আশ্রমে সফরেও যান।
স্বামী দয়ানন্দ গিরির প্রয়াণ নিয়ে ইকোনোমিক টাইমস ও ডেকান ক্রনিক্যালের প্রতিবেদন পড়া যাবে এখানে ও এখানে।
আরও পড়ুন: সোশাল মিডিয়া পোস্টে ছড়াল পুরুলিয়ায় বিরল প্রাণী হদিস পাওয়ার গুজব