
কঙ্গনা-বিএমসি বিরোধে অমিতাভ বচ্চন-এর বিএমসিকে সমর্থন করা টুইটটি ভুয়ো
বুম দেখে অমিতাভ বচ্চনের নামে একটি বানানো টুইটে মুম্বই মিউনিসিপালিটির কাজকে তাঁর সমর্থন করার ভুয়ো খবর ছড়ানো হয়েছে।

২০২০ সালের ৯ সেপ্টেম্বর বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের (বিএমসি) দ্বারা কঙ্গনা রানাউতের অফিস ঘরের একাংশ ভেঙে দেওয়ার প্রতি সমর্থন জানিয়ে অমিতাভ বচ্চনের করা একটি টুইটের যে স্ক্রিনশট টুইট করা হয়েছে, সেটি ভুয়ো। টুইটে হিন্দিতে যা লেখা আছে, তার অনুবাদ করলে দাঁড়ায়: "যদি কঙ্গনা রানাউতের অফিস-ঘরটি বেআইনিভাবে তৈরি হয়ে থাকে, তবে মুম্বই পুরসভার পূর্ণ অধিকার আছএ সেটি ভেঙে দেওয়ারও"।
বুম দেখেছে, যদিও ভাইরাল হওয়া টুইটটির স্ক্রিনশটের সঙ্গে অমিতাভ বচ্চনের নিজস্ব টুইটার হ্যান্ডেল @SrBachchan-এর অনেক মিল আছে, তবুও ওই অভিনেতার টাইমলাইনের অন্যান্য টুইটের সঙ্গে সেটির পার্থক্যও রয়েছে। টুইটটির তারিখ ৯ সেপ্টেম্বর, যেদিন মুম্বইয়ের পালি হিলস-এ বেআইনি কাঠামো তৈরির দায়ে মুম্বই পুরসভার অফিসাররা কঙ্গনা রানাউতের একটি অফিস-ঘরের বর্ধিত অংশ ভেঙে দেয়।
একটি ফেসবুক পোস্ট ওই টুইটটি শেয়ার করে লিখেছে, "বন্ধুগণ, শাহেনশা অমিতাভ বচ্চনের টুইট সম্পর্কে দু-একটা কথা l আমিার মতে তিনি একজন কাপুরুষ l"
পোস্টের আর্কাইভ বয়ান দেখুন এখানে l
এই পোস্টটির আর্কাইভ দেখুন এখানেl
একই দাবি সহ স্ক্রিনশটটিও টুইটারে ভাইরাল হয়েছেl
একটি টুইটার পোস্ট স্ক্রিনশটটি শেয়ার করে লিখেছেঃ "বন্ধুগণ, অমিতাভ বচ্চন সম্পর্কে দু-চার কথা l আমার মতে উনি একজন কাপুরুষ, ভবিষ্যতে বিএমসি ওঁর বেআইনি বাড়িও ভাঙতে আসবেl এবং কোভিড-১৯ থেকে সেরে ওঠার পর আপনি কিন্তু আজমির শরিফ দরগায় ৭৮৬ নং ব্যাজ লাগানো চাদর চড়াতে যাননি l"
এই পোস্টটির আর্কাইভ বয়ান দেখুন এখানে।
मित्रों दो शब्द सदी की महानायक अमिताभ बच्चन(नाचैया) जी की ट्वीट के लिए
— SSNiranjan Ji टीम RHEM राष्ट्रीय हिन्दू एकता मंच (@SSNiranjan2) September 11, 2020
मेरे नजर में डरपोक है
भविष्य में Bmc तुम्हारे भी अवैध निर्माणों को तोड़ेगी।
अरे कारोना से ठीक होने के बाद अजमेर मजार पर चादर चड़ाने नहीं गये बिल्ला नम्बर 786
😡😡 pic.twitter.com/jbH3oU6x9v
একই ধরনের টুইটের আর্কাইভ বয়ান এখানেও দেখতে পারেন।
বুম-এর হেল্পলাইন নম্বরেও সত্যতা যাচাইয়ের জন্য টুউইটের স্ক্রিনশটটি জমা পড়েছে।
বুমের হেল্পলাইনে আসা ভাইরাল টুইটের স্ক্রিনশট
তথ্য যাচাই
বুম দেখেছে, ভুয়ো টুইটের স্ক্রিনশটের তারিখ ৯ সেপ্টেম্বর, সময় সকাল ১১টা ২৫ মিনিট।
টুইটারে খোঁজখবর চালিয়ে কিন্তু ওই দিন ওই সময়ে অমিতাভ বচ্চনের কোনও টুইট করার হদিশ মেলেনি। অথচ ওই একই তারিখে বচ্চন কিন্তু ভোর ১টা ২২ মিনিট এবং দুপুর ১২টা ২৩ মিনিটে দু'বার টুইট করেছেন।
T 3653 - आदर आदाब अभिनंदन आभार ... 🙏 pic.twitter.com/C1SqCYiezY
— Amitabh Bachchan (@SrBachchan) September 8, 2020
T 3654 - *अयोग्यः पुरुषः नास्ति*
— Amitabh Bachchan (@SrBachchan) September 9, 2020
*योजकस्तत्र दुर्लभः।।*
अर्थात्-कोई भी पुरुष अयोग्य नहीं होता, पर उसे योग्य काम में जोड़ने वाले पुरुष ही दुर्लभ हैं।
सुप्रभातम् श्रीमन्🌷
आदर और सम्मान सहित,
सादर प्रणाम 🌻🙏
তা ছাড়়া, বচ্চনের টুইটার হ্যান্ডেল-এর সঙ্গে ভুয়ো টুইটের তুলনা করলে কিছু পার্থক্যও নজরে পড়ে।
নীচে বচ্চনের আসল টুইটের সঙ্গে ভাইরাল হওয়া বানানো টুইটের তুলনা করা হয়েছে:
অভিনেতার আসল টুইটে টুইটারের প্রতীক চিহ্নটি ডান দিকের উপরের কোণে দেখা যাচ্ছে না, সে আপনি ফোনের অ্যাপ দিয়েই খুলুন বা ওয়েব অ্যাপ দিয়ে।
আর একটি পার্থক্য হল, বচ্চনের আসল টুইটে টুইট নম্বরের আগে সব সময় ইংরেজি T অক্ষরটি বসানো থাকে, ভুয়ো টুইটের স্ক্রিনশটে যা দেখা যাচ্ছে না।
টুইটারে আরো ভালভাবে তল্লাশি চালিয়েও বিএমসি-র সমর্থনে করা অভিনেতার কোনও টুইটের খোঁজ পাওয়া যায়নি।
Updated On: 2020-09-15T12:14:35+05:30
Claim : অমিতাভ বচ্চন টুইট করে বিএমসি দ্বারা কঙ্গনার অফিস ভাঙ্গাকে সমর্থন করেছেন
Claimed By : Social Media Posts
Fact Check : False
Next Story