কৃষক বিক্ষোভে জুড়ল পুরনো পাতিদার মিছিল ও মোদীর অযোধ্যা ভূমি পূজার ছবি
বুম দেখে গুজরাতের পাতিদার সম্প্রদায়ের মিছিল ও নরেন্দ্র মোদীর অযোধ্যতে ভূমি পূজার ছবি ব্যবহার করা হয়েছে ওই ফেসবুক পোস্টে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরপ্রদেশের অযোধ্যতে রাম মন্দির নির্মানের জন্য ভূমি পূজা করার ছবি ও ২০১৫ সালে গুজরাতে পটেল বা পাতিদার সম্প্রদায়ের প্রতিবাদের ছবি বিভ্রান্তিকরভাবে সোশাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। সম্প্রতি বিশ হাজার কোটি টাকা ব্যায় বরাদ্দ করা সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের জন্য ভূমি পূজা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশ নেওয়া এবং লাগাতার চলা কৃষক অন্দোলনের সমাধান সূত্র না মেলায় ছবি দু'টি শেয়ার করে প্রধানমন্ত্রীর সমালোচনা করা হয়েছে।
১০ ডিসেম্বর ২০২০ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভূমি পূজার মাধ্যমে নব সংসদ বিল্ডিং নির্মান ও তৎসংল্গ নগরায়ণের জন্য সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের শুভসূচনা করেছেন। ভূমি পূজা অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের পাশাপাশা হাজির ছিলেন রতন টাটা। তাঁর সংস্থা রয়েছে এই প্রকল্প নির্মানের দায়িত্বে। ২০২২ সালে ৭৫ তম স্বাধীনতা দিবসের মধ্যে শেষ হতে পারে এই প্রকল্প। বিস্তারিত পড়ুন এখানে।
অন্যদিকে কৃষি আইনের বিরুদ্ধে পাঞ্জাব ও হরিয়ানার কৃষকদের লাগাতার চলা আন্দোলনে কৃষক সংগঠনগুলির সঙ্গে সরকারের কয়েক দফা বৈঠক হওয়ার পরও কোনও সমাধান মেলেনি। তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় রয়েছেন কৃষকেরা। এরই প্রেক্ষিতে ফেসবুকে দুটি ছবি সহ গ্রাফিক পোস্ট ভাইরাল করা হয়েছে।
তথ্য যাচাই