রাজনাথ সিংহের সম্পাদিত ছবি বিভ্রান্তিকর দাবি সহ ভাইরাল
বুম দেখে মূল ছবিটি ২০১৯ সালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের ফ্রান্সে রাফাল বিমান নেওয়ার সময় 'শস্ত্র পূজা' করার।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ একটি টুলের উপরে দাড়িয়ে কাঁটাতারের বেড়াতে লেবু-লঙ্কা ঝুলিয়ে দিচ্ছেন, এরকম একটি সম্পাদনা করা ছবিকে সাম্প্রতিক গালওয়ানে চিন-ভারত সংঘর্ষের সাথে জুড়ে দিয়ে সোশাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে। পোস্টে ভুয়ো দাবি করা হচ্ছে কুসংস্কারে বিশ্বাসী ভারতের প্রতিরক্ষামন্ত্রী নাকি দেশের উপর চিনের আক্রমণ এবং ভারতের মঙ্গলের জন্য সীমান্তে লেবু ও লঙ্কা বাঁধছেন।
তথ্য যাচাই
(ইংরেজিতে মূল ক্যাপশন: In this Oct. 8, 2019, file photo, Indian Defense Minister Rajnath Singh writes onto a Rafale jet fighter as a ritual gesture during an handover ceremony at the Dassault Aviation plant in Merignac, near Bordeaux, southwestern France. In India, the relationship between faith and science is complicated. Seeking comfort in the certainty of the past, Indians are tuning into re-runs of popular Hindu religious dramas, drawing on shared experiences of old times when most questions had answers. (AP Photo/Bob Edme, File)
২০১৯ সালের ৮ অক্টোবর সংবাদ সংস্থা এএনআই তাদের ইউটিউব চ্যনেলে এই শস্ত্র পুজোর ভিডিওটি আপলোড করে। ভিডিওটি নীচে সংযোজন করা হল।