পাবজি বন্ধ করল ভারত সরকার? জি ২৪ ঘন্টার খবরটি বিভ্রান্তিকর
বুম দেখে ভারত সরকারের চিনা অ্যাপ নিষেধাজ্ঞার তালিকায় পাবজির নাম নেই। কিন্তু জি ২৪ ঘন্টা ২৯ জুন বুলেটিনে বলে পাবজিও বন্ধ।
ভারত সরকারের চিনা অ্যাপ বন্ধ করার খবর পরিবেশন করতে গিয়ে বাংলা গণমাধ্যম জি ২৪ ঘন্টা ২৯ জুন "পেজ ওয়ান" অনুষ্ঠানে পাবজি অ্যাপ বন্ধ করার ভুল খবর সম্প্রচার করেছে। চিনের সাথে গালওয়ানে ভারতের সেনা সংঘর্ষের পর কূটনৈতিক কৌশল হিসেবে এমন অমনীয় অবস্থান নিয়েছে ভারত সরকার। তথ্য সম্প্রচার মন্ত্রকের তরফে ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার কথা মাথায় রেখে ২৯ জুন ৫৯ টি অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
#Update | Government of India Bans 59 mobile apps which are prejudicial to sovereignty and integrity of India, defence of India, security of state and public order. Read the press release by @PIB_India for more details - https://t.co/LcIuXOnlfK
— Ministry of Electronics & IT (@GoI_MeitY) June 29, 2020
ওই সরকারী নির্দেশে যে ৫৯ টি অ্যাপ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে সেই তালিকায় "প্লেয়ারআননোন্স ব্যাটেলগ্রাউন্ডস" বা পাবজির নাম নেই।
জি ২৪ ঘন্টা পাবজি বন্ধ করার খবর সম্প্রচার করলে নেটিজেনদের অনেকেই খবরটি নিয়ে বিভ্রান্ত হয়। ফেসবুকে জি ২৬ ঘন্টার বুলেটিনের দৃশ্যের ছবি শেয়ার করে অনেকে। এরকম একটি ফেসবুক পোস্টে ক্যাপশন লেখা হয়, " দেখে নাও এবারো যদি ফেক নিউজ বলে মনে হয় এখুনি রাত ১২:১৯ এ ছবি তুলে দেখিয়ে দিলাম পারলে নিউজে দেখে নিন।"
পোস্টটি দেখা যাবে এখানে। আর্কাইভ করা আছে এখানে।
ওই বুলেটিনে লেখা হয়েছিল, "বন্ধ করে দেওয়া হল টিকটক, বন্ধ করে দেওয়া হল পাবজি।"
৫ মিনিট ৫৩ সেকেন্ড সময়ে ভিডিওটিতে পাবজি বন্ধ করার খবরটি দেখা যাবে। ভিডিওটি ইউটিউবে দেখা যাবে এখানে।
জি ২৪ ঘন্টার ওই ভিডিওটি নীচে দেওয়া হল।
তথ্য যাচাই
- স্টিম (কম্পিউটারের জন্য বানানো)
- অ্যনড্রয়েড প্লে স্টোর (দক্ষিণ কোরিয়ার জন্য)
- এক্সবক্স ওয়ান
- প্লেস্টেশন ফোর
ভারতীয় প্লে স্টোরে এই গেমটির প্রকাশক হিসাবে চিনা টেনসেন্ট গেমস-এর নাম দেওয়া আছে। কিন্তু তাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাটি চিনের নয়, সিঙ্গাপুরের। গুগল প্লে স্টোরে টেনসেন্ট গেমস নথিভুক্ত হয়েছে যে ঠিকানায়, সেটি সিঙ্গাপুরের ইন্টারন্যাশনাল প্লাজা। ভারতীয় প্লে-স্টোরের লিংকটি দেওয়া হল এখানে।