BOOM

Trending Searches

    BOOM

    Trending News

      • ফ্যাক্ট চেক
      • বিশ্লেষণ
      • ফাস্ট চেক
      • আইন
      • Home-icon
        Home
      • Authors-icon
        Authors
      • Contact Us-icon
        Contact Us
      • Methodology-icon
        Methodology
      • Correction Policy-icon
        Correction Policy
      • ফ্যাক্ট চেক-icon
        ফ্যাক্ট চেক
      • বিশ্লেষণ-icon
        বিশ্লেষণ
      • ফাস্ট চেক-icon
        ফাস্ট চেক
      • আইন-icon
        আইন
      Trending Tags
      TRENDING
      • #Mamata Banerjee
      • #Narendra Modi
      • #Operation Sindoor
      • #Pahalgam Terrorist Attack
      • #Rahul Gandhi
      • Home
      • ফ্যাক্ট চেক
      • ভুয়ো বার্তা: ফোর্বসের তালিকায়...
      ফ্যাক্ট চেক

      ভুয়ো বার্তা: ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে শিক্ষিত নেতা রাহুল গাঁধী

      বুম দেখে বার্তাটি ভুয়ো এবং ফোর্বস এইরকম কোন তালিকা সম্প্রতি বা অতীতে কখনও প্রকাশ করেনি।

      By - Suhash Bhattacharjee |
      Published -  15 Oct 2020 3:44 PM IST
    • ভুয়ো বার্তা: ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে শিক্ষিত নেতা রাহুল গাঁধী

      ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী ও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কর্ণধার বরজে ব্রেন্ডের পুরনো একটি ছবি ফেসবুকে শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে যে ফোর্বস ম্যাগাজিনের তরফে নাকি বিশ্বের সবথেকে শিক্ষিত রাজনীতিবিদদের তালিকা বের করা হয়েছে যেখানে কংগ্রেসের রাহুল গাঁধী সপ্তম স্থানে রয়েছেন।

      বুম যাচাই করে দেখেছে দাবিটি সম্পূর্ণ ভুয়ো ও কাল্পনিক, কেননা ফোর্বসের তরফে এইরকম কোন তালিকা প্রকাশ করা হয়নি এবং ফোর্বস এইরকম কোনও তালিকা কখনও প্রকাশ করেনি। বুম আরও দেখে যে ফোর্বসের তালিকা অনুযায়ী বর্তমানে বিশ্বের সবথেকে ক্ষমতাবান রাজনীতিবিদ হচ্ছেন চীনের প্রধানমন্ত্রী শি জিংপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন নবম স্থানে।
      ফেসবুকে শেয়ার হওয়া ছবিতে দেখা যাচ্ছে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সভাপতি বরজে ব্রেন্ডে ও কেরালার ওয়েনাডের কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী পাশাপাশি দাড়িয়ে রয়েছেন। ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "#Breaking বিশ্বের সবচাইতে শিক্ষিত নেতার লিস্টে , ফোর্বস ম্যাগাজিনে রাহুল গান্ধীজি আজ সপ্তম স্থান পেল। উনাকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।"
      ফেসবুক পোস্টটি দেখা যাবে এখানে, আর্কাইভ করা আছে এখানে।
      বুম ফেসবুকে একই ক্যাপশনে সার্চ করে দেখে পোস্টটি ফেসবুকে অন্যান্য নেটিজেনরাও শেয়ার করেছেন।
      বুম একই ক্যাপশনে ২০১৯ সালের একটি
      ফেসবুক পোস্ট
      খুঁজে পায়। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
      বুম দেখে একই পোস্ট ইংরেজি ও হিন্দি ক্যাপশনেও ফেসবুকে শেয়ার হচ্ছে।
      পোস্টগুলি দেখা যাবে এখানে, এখানে ও এখানে। আর্কাইভ করা আছে এখানে, এখানে ও এখানে।


      আরও পড়ুন: রিকশাচালকের হাহাকারের ভাইরাল ভিডিওটি আসলে বাংলাদেশের
      তথ্য যাচাই
      বুম যাচাই করে দেখে ফোর্বস ম্যাগাজিনের বিশ্বের সবথেকে শিক্ষিত রাজনীতিবিদদের তালিকায় রাহুল গাঁধীর সপ্তম স্থানে থাকার বার্তাটি সম্পূর্ণ ভুয়ো। ফোর্বস এইরকম কোনও তালিকা প্রস্তুত করেনি এবং তাদের বিভিন্ন তালিকার ক্যাটেগরিতে 'সবথেকে শিক্ষিত নেতার তালিকা' এইরকম কোন ক্যাটেগরি নেই।
      ভাইরাল ফেসবুক পোটে থাকা ছবির রিভার্স ইমেজ সার্চ করে বুম দেখে রাহুল গাঁধীর সাথে যে ব্যক্তিটি দাড়িয়ে আছেন তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভাপতি বরজে ব্রেন্ডে। এই ছবিটি ব্রেন্ডে ২০১৭ সালের ১ সেপ্টেম্বর টুইট করেন।
      টুইটের ক্যাপশনে লেখা ছিল, "আজ বিকেলে রাহুল গাঁধীর কার্যালয়ে রাহুল গাঁধীর সাথে একটি দারুন নৈশভোজ ছিল। ভারত ও নরওয়ের মধ্যেকার নিবিড় সম্পর্ক ও তা কীভাবে আরও নিবিড় করা যায় সেই নিয়ে আলোচনা হচ্ছিল।"

      Had a great dinner with Rahul Gandhi @OfficeOfRG this evening. Discussing close friendship btw India and Norway and how to further enhance pic.twitter.com/uhGGiIxq8o

      — Børge Brende (@borgebrende) August 31, 2017
      বুম ফোর্বসের ওয়েবসাইট ঘেটে দেখে সেখানে 'বিশ্বের সবথেকে শিক্ষিত নেতা' এইরকম কোনও তালিকা ফোর্বস প্রকাশ করে না। ফোর্বসের বিভিন্ন তালিকার ক্যাটেগরি দেখা যাবে এখানে।

      ২০১৯ সালের লোকসভা নির্বাচনে অমেঠি নির্বাচনী ক্ষেত্রের জন্য জমা করা হলফনামা অনুযায়ী রাহুল গাঁধীর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে রাহুল ১৯৯৫ সালে কেম্ব্রিজে বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজ থেকে 'উন্নয়ন চর্চা' (ডেভেলপমেন্টাল স্টাডিজ) বিষয়ে এম-ফিল (মাস্টার অফ ফিলোজপি- স্নাতকোত্তর গবেষণা) করেছেন।
      বুম দেখে ফোর্বসের ২০২০ সালে বিশ্বের সবথেকে ক্ষমতাবান ব্যক্তিদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন চীনের রাষ্ট্র প্রধান শি জিংপিং, দ্বিতীয় স্থানে রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন নবম তালিকায়।
      আরও পড়ুন: হাথরসে 'নকশাল ভাবি' বলে ছড়াল গোয়া কংগ্রেস নেত্রীর ছবি

      Tags

      Viral PhotoViral ImageFake NewsFact CheckIndian National CongressForbesForbes ListMost Literate World LeaderFake Forbes ListBørge BrendeWorld Economic ForumRahul GandhiNarendra Modi
      Read Full Article
      Claim :   ফোর্বসের বিশ্বের সবচেয়ে শিক্ষিত নেতার তালিকায় রাহুল গাঁধী সপ্তম স্থানে
      Claimed By :  Facebook Users
      Fact Check :  False
      Next Story
      Our website is made possible by displaying online advertisements to our visitors.
      Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
      X
      Or, Subscribe to receive latest news via email
      Subscribed Successfully...
      Copy HTMLHTML is copied!
      There's no data to copy!