না, এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বিমানের ভিতরের সজ্জা নয়
এ ক্ষেত্রে ব্যবহৃত ছবিটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানের, মোদীর জন্য ভারত সরকারের কেনা বোয়িং ৭৭৭ নয়।
একটি বিমানের ভিতরকার ছবি শেয়ার করে ভুয়ো দাবি করা হচ্ছে যে, এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যবহারের জন্য ভারত সরকারের কেনা বোয়িং ৭৭৭-৩০০-ইআর-এর অভ্যন্তর।
শেয়ার করা ছবিটি টাইমস নাও ওয়েবসাইটে ২০২০ সালের ৮ জুন প্রকাশিত একটি প্রতিবেদনের স্ক্রিনশট, যার শিরোনাম ছিলঃ "ভারতীয় বায়ুসেনার পাইলটদের দ্বারা চালিত এবং আধুনিক ক্ষেপণাস্ত্রে সজ্জিতঃ সেপ্টেম্বর মাসেই পৌঁছে যাচ্ছে প্রধানমন্ত্রীর জন্য কেনা ভিআইপি ৭৭৭ বোয়িং বিমান"। ছবির সঙ্গেই এ ধরনের দুটি বিমান কিনতে কত খরচ পড়বে, সে কথাও বিজনেস টুডে পত্রিকার একটি প্রতিবেদনের সূত্রে জানানো হয়েছিল।
হিন্দি ক্যাপশনে শেয়ার হওয়া এই পোস্টটিতে লেখা হয়েছে, এই ভিআইপি বোয়িং ৭৭৭ বিমানটির অন্তঃসজ্জা এবং আসবাবপত্র অত্যন্ত বিলাসবহুলl "এর সৌম্দর্য, আরাম-আয়েশের বন্দোবস্ত থেকে জনসাধারণ একটা ধারণা করতে পারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কী ধরনের বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠেছেন।"
ফেসবুক এবং টুইটার, উভয় মিডিয়াতেই এই পোস্ট শেয়ার হচ্ছে। ফেসবুকের পোস্টগুলির আর্কাইভ বয়ান দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে আর টুইটারে শেয়ার হওয়া পোস্টগুলির আর্কাইভ বয়ান দেখতে পারেন এখানে এবং এখানে।
আরও পড়ুন: ২ হাজার টাকার জাল নোট তৈরি চক্রের এই ভাইরাল ভিডিওটি ভারতের নয়
তথ্য যাচাই