অমিত শাহের কোভিড সংক্রমণের খবরে জুড়ল পুরনো নকল শেষকৃত্যের ভিডিও
বুম দেখে ভাইরাল হওয়া ভিডিওটি মোটেই সাম্প্রতিক নয়, ২০১৯ সালের ডিসেম্বরে দেশজুড়ে নাগরিকত্ব বিরোধী আন্দোলন চলার সময়ের।
একটি পুরানো তারিখহীন ভিডিওতে প্রতিবাদীদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নকল শেষকৃত্য করতে দেখা গেছে। ভিডিওটি গত বছরের নাগরিকত্ব (সংশোধনী) আইন বিরোধী প্রতিবাদ চলাকালীন সময়ের। সম্প্রতি অমিত শাহ কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পর ভিডিওটি অনলাইনে আবার নতুন করে শেয়ার করা হয়েছে মিথ্যে দাবির সঙ্গে।
২৬ সেকেন্ডের ভিডিওটিতে রাস্তা দিয়ে একটি নকল শেষযাত্রার মিছিল যেতে দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মাথায় ফেজ টুপি পরা এক ব্যক্তি ভিড়ের সামনে চলেছেন এবং তিনি অমিত শাহ ও নরেন্দ্র মোদী মারা গেছেন বলে বিলাপ করছেন।
ভাইরাল হওয়া ক্লিপটি যে ক্যাপশনের সঙ্গে শেয়ার করা হয়েছে তার অনুবাদ: "এদের মানসিকতা দেখুন। অমিত শাহ কোভিড-১৯ পজিটিভ হওয়াতে এরা তাঁর শবযাত্রা বার করে আনন্দ উপভোগ করছে।"
(হিন্দিতে লেখা মূল লেখা: इनकी मानसिकता देखिए अमित शाह जी के कोरोना संक्रमित होने पर उनकी शवयात्रा निकाल के खुशी मना रहे है..)
इनकी मानसिकता देखिए अमित शाह जी के कोरोना संक्रमित होने पर उनकी शवयात्रा निकाल के खुशी मना रहे है...
— 𝘼𝙨𝙝𝙞𝙨𝙝 𝙏𝙞𝙬𝙖𝙧𝙞 (@tiwari_ashis101) August 7, 2020
कोई बताओ इनको शेर ठीक हो गया है अब कागज तो इनके अब्बाभी दिखाएंगे pic.twitter.com/xJWZVNBa7v
इनकी मानसिकता देखिए अमित शाह जी के कोरोना संक्रमित होने पर उनकी शवयात्रा निकाल के खुशी मना रहे है...
— ArnabGoswami (@ArnabRepublicc) August 8, 2020
कोई बताओ इनको शेर ठीक हो गया है अब कागज तो इनके अब्बाभी दिखाएंगे pic.twitter.com/WrbpxQ68jQ
পোস্ট দেখতে এখানে এবং পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
ফেসবুকেও ভাইরাল হয়েছে
আমরা একই ক্যাপশন দিয়ে ফেসবুকে সার্চ করি এবং দেখতে পাই ভিডিওটি বিভ্রান্তিকর দাবির সঙ্গে ভাইরাল হয়েছে।
পোস্ট দেখতে এখানে এবং পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
আরও পড়ুন: এই ছবিগুলি করোনাকালে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সস্ত্রীক মন্দির দর্শনের নয়
তথ্য যাচাই
আমরা দেখি যে ভাইরাল হওয়া ক্লিপটি ২০১৯ সালের ডিসেম্বর মাসের। মোটেই সাম্প্রতিক নয়। অমিত শাহ নিজে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন বলে ঘোষণা করার পরের ঘটনা এটি নয়।
'অমিত শাহ মর গয়ে' (অমিত শাহ মারা গেছেন) এই শব্দগুলি দিয়ে সার্চ করে আমরা দেখতে পাই এই একই ভিডিও ২০১৯ সালের ২১ ডিসেম্বর পোস্ট করা হয়েছিল।
এই ভিডিও ও ভাইরাল হওয়া ক্লিপের ঘটনাক্রম মিলিয়ে আমরা দেখতে পাই ভিডিও দুটি একই।
এ ছাড়া ভিডিওটির ১৪ সেকেন্ডের মাথায় আমরা একটা ব্যারিকেডে 'কলকাতা ট্রাফিক পুলিশ' কথাটি লেখা দেখতে পাই। এ থেকে বোঝা যায় ভিডিওটি কলকাতার তথা পশ্চিমবঙ্গের।
প্রতিবাদীদের 'আজাদি' (স্বাধীনতা) স্লোগান দিতেও শোনা যাচ্ছে। এ থেকে মনে হয় ভিডিওটি ২০১৯ সালের নাগরিকত্ব আইন-বিরোধী প্রতিবাদের ভিডিও হতে পারে। ২০১৯ সালের ডিসেম্বরে সারা দেশে বিভিন্ন জায়গায় নাগরিকত্ব আইন বিরোধী প্রতিবাদ সংঘটিত হয়।
২ অগস্ট ২০২০ অমিত শাহ টুইটারের মাধ্যমে ঘোষণা করেন যে কিছু প্রারম্ভিক উপসর্গ দেখে তাঁর কোভিড-১৯ টেস্ট করা হয় এবং তাঁর রিপোর্ট পজিটিভ আসে।
कोरोना के शुरूआती लक्षण दिखने पर मैंने टेस्ट करवाया और रिपोर्ट पॉजिटिव आई है। मेरी तबीयत ठीक है परन्तु डॉक्टर्स की सलाह पर अस्पताल में भर्ती हो रहा हूँ। मेरा अनुरोध है कि आप में से जो भी लोग गत कुछ दिनों में मेरे संपर्क में आयें हैं, कृपया स्वयं को आइसोलेट कर अपनी जाँच करवाएं।
— Amit Shah (@AmitShah) August 2, 2020
অমিত শাহ ১৪ অগস্ট টুইট করে জানান তিনি করোনা নেগেটিভ হয়েছেন।
आज मेरी कोरोना टेस्ट रिपोर्ट नेगेटिव आई है।
— Amit Shah (@AmitShah) August 14, 2020
मैं ईश्वर का धन्यवाद करता हूँ और इस समय जिन लोगों ने मेरे स्वास्थ्यलाभ के लिए शुभकामनाएं देकर मेरा और मेरे परिजनों को ढाढस बंधाया उन सभी का ह्रदय से आभार व्यक्त करता हूँ।
डॉक्टर्स की सलाह पर अभी कुछ और दिनों तक होम आइसोलेशन में रहूँगा।
বুম অবশ্য নিজে এই ঘটনার সত্যতা যাচাই করতে পারেনি কিন্তু আমরা নিশ্চিত ভাবে বলতে পারি ভাইরাল হওয়া ভিডিওটি পুরানো এবং মোটেই সাম্প্রতিক নয় যেমনটা দাবি করা হয়েছে।
নীচে পুরো ভিডিওটি দেখতে পাবেন।