কুম্বলে ও দ্রাবিড়ের রাজনীতিতে যোগ না দেওয়ার খবরটি সাম্প্রতিক নয়
বুম দেখে কুম্বলে ও দ্রাবিড়কে বিজেপি'র তরফে রাজনীতিতে আমন্ত্রণ জানানো হলেও সাড়া না মেলার খবরটি ২০১৮ সালের।
ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন দুই অধিনায়ক অনিল কুম্বলে ও রাহুল দ্রাবিড় ভারতীয় জনতা দল (বিজেপি)-এর হয়ে কর্নাটকে ভোটে লড়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে একটি পুরনো খবর জিইয়ে তুলে ফেসবুকে বিভ্রান্তিকর ভাবে শেয়ার করা হচ্ছে।
নির্বাচন কমিশন সেপ্টেম্বর মাসে ঘোষণা করে সিরা (তুমকুর) ও রাজরাজ্যশ্রী নগর (বেঙ্গালুরু) বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে ৩ নভেম্বর। এই প্রেক্ষিতেই গ্রাফিক পোস্টটি শেয়ার করা হচ্ছে। নির্বাচন কমিশন ভোটের ফলাফল প্রকাশের দিন ধার্য করেছে ১০ নভেম্বর। এব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ৯ অক্টোবর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ১৬ অক্টোবর।
বুম যাচাই করে দেখে যে, এটি সাম্প্রতিক ঘটনা নয়। ২০১৮ সালের কর্নাটক বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তরফে কুম্বলে ও দ্রাবিড়কে তাদের হয়ে ভোটের প্রচারের জন্য অনুরোধ করা হলে সেই প্রস্তাব ফিরিয়ে দেন ওই দুই প্রাক্তন ক্রিকেটার।