সম্পর্কহীন ছবি ছড়িয়ে দাবি অস্ত্র সহ অসমে ধৃত এক মুসলিম কংগ্রেস নেতা
বাংলাদেশ ও কাশ্মীরের সম্পর্কহীন ছবি ছড়িয়ে ভুয়ো দাবি করা হচ্ছে নাশকতার ষড়যন্ত্র করায় অসমে ধৃত এক মুসলমান কংগ্রেস নেতা।
বাংলাদেশে গ্রেফতার হওয়া এক অপরাধী এবং কাশ্মীরে উগ্রপন্থীদের কাছ থেকে উদ্ধার হওয়া আপেলের ঝুড়িতে লুকনো কার্তুজ-গ্রেনেডের সম্পর্কহীন দুটি ছবিকে কোলাজ করে ফেসবুকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে। ভুয়ো পোস্টে দাবি করা হচ্ছে, গ্রেফতার হওয়া এই মুসলমান ব্যক্তিটি অসমের এক কংগ্রেস নেতা যিনি অসমে হিন্দুদের উপর আক্রমনের পরিকল্পনা করছিলেন।
ফেসবুক পোস্টে ক্যাপশন লেখা হয়েছে, অসমের কংগ্রেস নেতা আমজাত আলি মসজিদ থেকে গ্রেফতার হলেন, তিনি মসজিদে আপেলের পেটিতে কার্তুজ আর অস্ত্র মজুত করে রেখেছিলেন অসমে হিন্দুদের উপর আক্রমণ করার জন্য, পুলিশ তাকে গ্রেফতার করেছে।
হিন্দিতে প্রায় একই বয়ানে ফেসবুকে শেয়ার করা হয়েছে ছবিগুলি।
ফেসবুক পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
তথ্য যাচাই
আরও পড়ুন: মুম্বই পুলিশের অর্ণব গোস্বামীকে নির্যাতন করার ছবি? না, দাবিটি ঠিক নয়
বুম ভাইরাল ছবি দুটি নিয়ে আরও সার্চ করে, এবং দেখে, ছবিতে থাকা পুলিশদের পোষাকেটি গাঢ় নীল রঙের, যা ভারতীয় পুলিশের খাকি পোষাকের রঙের সাথে মেলে না। বুম তারপর নিশ্চিত হতে পারে যে এই ছবিটি বাংলাদেশের।