ব্ল্যাক লাইভস ম্যাটার প্রতিবাদীদের হাতে আরব সংক্রান্ত পোস্টারটি ভুয়ো
বুম দেখে ভাইরাল হওয়া ছবিটি সম্পদিত। মূল পোস্টারটি ২০১৬ সালে ওয়াশিংটন ডিসির একটি প্রতিবাদে ব্যবহৃত হয়েছিল।
একটি ছবিতে দাবি করা হয়েছে যে আমেরিকায় চলা ব্ল্যাক লাইভস ম্যাটার প্রতিবাদে একটি পোস্টার দেখানো হয়েছে, যাতে লেখা ছিল 'আমরা আরববাসী নই যে আমাদের মারবে আর আমরা চুপ করে থাকব।' এই ছবিটি ভুয়ো এবং ফোটোশপ করে তৈরি করা হয়েছে।
"We are not Arabs to kill us and be silent"
— Sajid Khan Afridi ساجد خان آفریدی (@Afwqy) May 31, 2020
This is how the protesters raise their slogans
Arabs??????#Chicago#IndependenceMovements#ChicagoProtests#GeorgeFloydMurder #USAProtest #BLACK_LIVES_MATTER #BlackLivesMatter pic.twitter.com/PLpNYGeliF
من الشعارات التي رفعها المحتجون في امريكا وأثارت الأوجاع:-
— سعدون الدليمي (@SaadonAldlimi) May 30, 2020
"نحن لسنا عرب لكي تقتلونا ونصمت"
We are not ARABS to kill us and keep silent
يالله...
لقد بات العرب مضرب مثل للمذلة والهوان والدماء الرخيصة. pic.twitter.com/EYKnYIU9FP
আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো ভুয়ো উদ্ধৃতি ফের ভাইরাল
তথ্য যাচাই
বুম এই ছবিটির উপর রিভার্স ইমেজ সার্চ করে এবং দেখতে পায় যে ছবিটির ওপর হাত চালানো হয়েছে।