BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • ব্ল্যাক লাইভস ম্যাটার প্রতিবাদীদের...
ফ্যাক্ট চেক

ব্ল্যাক লাইভস ম্যাটার প্রতিবাদীদের হাতে আরব সংক্রান্ত পোস্টারটি ভুয়ো

বুম দেখে ভাইরাল হওয়া ছবিটি সম্পদিত। মূল পোস্টারটি ২০১৬ সালে ওয়াশিংটন ডিসির একটি প্রতিবাদে ব্যবহৃত হয়েছিল।

By - Ankita Maneck |
Published -  13 Jun 2020 4:34 PM IST
  • ব্ল্যাক লাইভস ম্যাটার প্রতিবাদীদের হাতে আরব সংক্রান্ত পোস্টারটি ভুয়ো

    একটি ছবিতে দাবি করা হয়েছে যে আমেরিকায় চলা ব্ল্যাক লাইভস ম্যাটার প্রতিবাদে একটি পোস্টার দেখানো হয়েছে, যাতে লেখা ছিল 'আমরা আরববাসী নই যে আমাদের মারবে আর আমরা চুপ করে থাকব।' এই ছবিটি ভুয়ো এবং ফোটোশপ করে তৈরি করা হয়েছে।

    ২৫ মে ২০২০ সালে মিনেসোটার মিনেপলিস শহরে পুলিশি হেফাজতে জর্জ ফ্লয়েড নামে এক নিরস্ত্র কৃষ্ণাঙ্গ মানুষের মৃত্যু হয়। এক জন শ্বেতাঙ্গ পুলিশকর্মীর হাতে তাঁর মৃত্যু হয়। সারা যুক্তরাষ্ট্রে ব্ল্যাক লাইভস ম্যাটার প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। আমেরিকায় পুলিশি হেফাজতে মৃত্যু এবং জাতিগত বিদ্বেষের কারণে অবিচারের নিন্দা করে সারা পৃথিবীর বিভিন্ন শহরের মানুষের সমর্থন পেয়েছে এই প্রতিবাদ।
    এই নকল ছবিটিতে দেখা যাচ্ছে, ব্ল্যাক লাইভস ম্যাটার প্রতিবাদে ব্ল্যাক লাইভস ম্যাটার সংক্রান্ত বিভিন্ন পোস্টারের পাশে 'আমরা আরববাসী নই যে আমাদের মারবে আর আমরা চুপ করে থাকব' লেখা পোস্টারটি দেখা যাচ্ছে। আরবের বহু সোশাল মিডিয়া ব্যবহারকারী এই ছবিটি শেয়ার করেছেন। এই ছবিটি তাঁদের মধ্যে প্রভূত অসন্তোষ সৃষ্টি করেছে।

    "We are not Arabs to kill us and be silent"
    This is how the protesters raise their slogans
    Arabs??????#Chicago#IndependenceMovements#ChicagoProtests#GeorgeFloydMurder #USAProtest #BLACK_LIVES_MATTER #BlackLivesMatter pic.twitter.com/PLpNYGeliF

    — Sajid Khan Afridi ساجد خان آفریدی (@Afwqy) May 31, 2020
    এই টুইটটি আরব সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ইরাকি পার্লামেন্টের সদস্য সাদন আলদলিমিও এই ছবিটি টুইট করেন। তাঁর টুইটের অনুবাদ, "আমেরিকার প্রতিবাদীরা যে সব স্লোগান তুলেছেন তার মধ্যে যেটি দুঃখদায়ক: আমরা আরববাসী নই যে আমাদের মারবে আর আমরা চুপ করে থাকব।" টুইটটির আর্কাইভড ভার্সন এখানে দেখা যাবে।

    من الشعارات التي رفعها المحتجون في امريكا وأثارت الأوجاع:-
    "نحن لسنا عرب لكي تقتلونا ونصمت"
    We are not ARABS to kill us and keep silent
    يالله...
    لقد بات العرب مضرب مثل للمذلة والهوان والدماء الرخيصة. pic.twitter.com/EYKnYIU9FP

    — سعدون الدليمي (@SaadonAldlimi) May 30, 2020
    অন্য এক ফেসবুক ব্যবহারকারীও এই ভুয়ো ছবিটি শেয়ার করেছেন, সঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'আমেরিকার প্রতিবাদে যে ব্যানার ব্যবহার করা হয়েছে, তা শুধু আরববাসীর নয়, সমস্ত ইসলামের গালে একটি থাপ্পড়। এই ব্যানারে বলা হয়েছে আমরা আরববাসী নই যে আমাদের মারবে আর আমরা চুপ করে থাকব।'

    আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো ভুয়ো উদ্ধৃতি ফের ভাইরাল

    তথ্য যাচাই

    বুম এই ছবিটির উপর রিভার্স ইমেজ সার্চ করে এবং দেখতে পায় যে ছবিটির ওপর হাত চালানো হয়েছে।

    আসল ছবিটি তুলেছিলেন রয়টর্সের চিত্র সাংবাদিক জশুয়া। তিনি ২০১৬ সালে আমেরিকার ব্ল্যাক লাইভস ম্যাটার প্রতিবাদের সময় এই ছবিটি তুলেছিলেন। ওয়াশিংটন ডিসিতে এই প্রতিবাদ হয়েছিল।
    এখানে
    এই ঘটনা সম্পর্কে জানতে পারবেন।

    পুলিশের গুলিতে নিহত আল্টন স্টার্লিং এবং ফিলান্ডো কাস্টাইলের মৃত্যুর বিরুদ্ধে এই প্রতিবাদ সংগঠিত হয়। ২০১৬ সালের ৭ জুলাই ফিলান্ডো কাস্টাইল নামে এক কালো মানুষকে মিনেসোটায় ট্রাফিক আইন ভাঙ্গার জন্য গুলি করা হয় এবং নিজের গাড়িতে তাঁর মৃত্যু হয়। এর ঠিক আগে ২০১৬ সালেরই ৫ জুলাই লুইসিয়ানায় আল্টন স্টার্লিং পুলিশের গুলিতে নিহত হন। ওয়াশিংটন ডিসিসহ সারা আমেরিকায় ব্ল্যাক লাইভস ম্যাটার প্রতিবাদ ছড়িয়ে পড়েছে।
    এই মর্ফড ছবিটি বেশ কিছুদিন ধরে ইন্টারনেটে দেখা যাচ্ছে। রিভার্স ইমেজ সার্চ করে বুম গউড মা নামে একটি আরব নিউজ ওয়েবসাইট দেখতে পায়। এই ওয়েবসাইটে ২০১৬ সালে আসল ছবিটি প্রকাশিত হওয়ার কিছু দিন পরেই এই মর্ফড ছবিটির তথ্য যাচাই করা হয়।
    ২০১৬ সালের ১৪ জুলাই প্রকাশিত ওই প্রতিবেদনে যা লেখা হয় তার অনুবাদ করে দেখা যায় ওই ছবিটি নকল এবং সেখানে প্রতিবাদের আসল ছবিটির সঙ্গে এর যোগসূত্রও দেখা যায়।

    আসল ছবিটি এখানে দেখা যাবে।

    আরও পড়ুন: ব্রাজিলের রাষ্ট্রপতি বোলসোনারোর ছবি বিভ্রান্তিকর দাবি সহ জিইয়ে উঠলো

    Tags

    Fake NewsFact CheckBlack Lives MatterBLMViral ImageGeorge FloydUS ProtestsMorphed ImageSaadon AldimiReutersI Can't Breathe
    Read Full Article
    Claim :   ব্লেক লাইভস মেটার বিক্ষোভকারীরা প্ল্যাকার্ডের মাধ্যমে আরবের বিরোধ করার চেষ্টা করছে
    Claimed By :  Social Media Posts
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!