BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • বেঙ্গালুরুর একটি মঠে সুধা মূর্তির...
ফ্যাক্ট চেক

বেঙ্গালুরুর একটি মঠে সুধা মূর্তির ছবি বিভ্রান্তিকর দাবি সহ শেয়ার

বুমকে সুধা মূর্তি বলেন ছবিটি বেঙ্গালুরুর রাঘবেন্দ্র স্বামী মঠে ‘সেবা’ করার সময়ে তোলা হয়েছিল।

By - Nivedita Niranjankumar |
Published -  16 Sept 2020 9:14 PM IST
  • বেঙ্গালুরুর একটি মঠে সুধা মূর্তির ছবি বিভ্রান্তিকর দাবি সহ শেয়ার

    ইনফোসিস ফাউন্ডেশনের চেয়ারপারসন সুধা মূর্তির একটি পুরনো একটি ছবি জিইয়ে তুলে শেয়ার করা হচ্ছে। ছবিতে তাঁকে সবজি পরিবেষ্টিত হয়ে বসে থাকতে দেখা যাচ্ছে। সেটি এই মিথ্যে দাবি সমেত শেয়ার হচ্ছে যে, বছরে একবার উনি মন্দিরের বাইরে শাক-সবজি বিক্রি করেন।

    বুম সুধা মূর্তির সঙ্গে যোগাযোগ করলে উনি বলেন, পোস্টগুলিতে যা দাবি করা হচ্ছে তা মিথ্যে। মূর্তি জানান যে, প্রতি বছর বেঙ্গালুরুর রাঘবেন্দ্র মঠে উনি স্বেচ্ছায় কাজ করে থাকেন। ছবিটি তেমনই এক সময় তোলা।
    মূর্তি ইনফোসিস ফাউন্ডেশনের চেয়ারপারসন। কন্নড় ও ইংরেজি ভাষায় উনি বেশ কয়েকটি তথ্যমূলক ও কারিগরি শিক্ষার বই লিখেছেন। জনহিতকর কাজের জন্য তিনি একাধিকবার পুরস্কৃতও হয়েছেন। ২০০৬ সালে তাঁকে পদ্মশ্রী দেওয়া হয়।
    পোস্টগুলিতে যে ছবি দেওয়া আছে, তাতে মূর্তিকে শাক-সবজি নিয়ে মাটিতে বসে থাকতে দেখা যাচ্ছে। সেই সঙ্গে দাবি করা হয়েছে যে, ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির স্ত্রী প্রতিবছর বেঙ্কটেশ্বর মন্দিরের সামনে সবজি বিক্রি করেন।
    ফেসবুক ও টুইটারে ওই পোস্ট ভাইরাল হয়েছে। ক্যাপশনে বলা হয়েছে, "ইনফোসিস প্রতিষ্ঠাতার স্ত্রী সুধা মূর্তি নিজের অহং ত্যাগ করার জন্য প্রতি বছর এক দিন সবজি বিক্রি করেন। এই ভাবে উনি নিজের মূল্যবোধকে টাকার কাছে জলাঞ্জলি দেন না।"
    টুইটটি আর্কাইভ করা আছে এখানে।

    Every year Sudha Murthy, wife of founder Infosys, spends one year selling vegetables to get rid of Ego.

    How one doesn't let money change their values. pic.twitter.com/9MbkpZcVoc

    — Surbhi (@surbhig_) September 12, 2020


    টুইটটি আর্কাইভ করা আছে এখানে।

    Every year Sudha Murthy, wife of founder Infosys, spends one day selling vegetables to get rid of Ego.

    How one doesn't let money change their values. #inspiration pic.twitter.com/FCogfGcU6s

    — Sourabh kapoor (@sourabhkapoor_) September 13, 2020


    টুইটটি আর্কাইভ করা আছে এখানে।

    नारी शक्ति ••
    संस्थापक इंफोसिस की पत्नी सुधा मूर्ति, एक साल तक सब्जी बेचकर अहंकार से छुटकारा पाती हैं। #sundayvibes #indiawithkanganaranaut @avasthiaditi @Infosys pic.twitter.com/Q85ZyCHKSZ

    — AJAY AWASTHI (@AJAYAWASTHI108) September 13, 2020


    আরও পড়ুন: কঙ্গনা-সেনা তরজা: মধ্যপ্রদেশের মসজিদের ছবি মুম্বইয়ের বলে ভাইরাল

    তথ্য যাচাই
    বুম দেখে ছবিতে মূর্তি সবজি বিক্রি করছেন না, বরং বেঙ্গালুরুর একটি মঠে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন।
    "প্রতি বছর আমি আর আমার বোন, কিছু সহকারীদের নিয়ে, সেবা করার জন্য তিন দিন ওই মঠে কাটাই। সেখানে প্রসাদের জন্য যে সবজি আসে, আমরা সেগুলি দেখাশোনা করি," বুমকে বলেন সুধা মূর্তি। তিনি আরও বলেন যে, ওই কাজ উনি অনেক বছর ধরে করছেন।
    "ওই তিন দিন প্রতি সকাল ও সন্ধ্যায় আমরা মঠে গিয়ে প্রসাদ তৈরি করার জন্য সবজি ও ফল কাটা, ধোয়া, আর অন্যান্য উপাদান জোগাড় করার কাজ তদারকি করি। ভগবানের সামনে সবাই সমান। কিন্তু সমাজ আমাদের ফুলিয়ে ফাঁপিয়ে তোলে। তাই আমি প্রতি বছর এই সেবা করি," বলেন মূর্তি।
    উনি আরও বলেন যে, ভাইরাল ছবিটি সম্ভবত ওই মন্দিরের কোনও ভক্তের তোলা।
    "এ মধ্যে কোনও আর্থিক লাভের ব্যাপার নেই। আমি যখন ভগবানের সেবা করি, তখন আমি চাই না কেউ আমার ছবি তুলুক। অনেকেই ছবি বা সেলফি তুলতে চান, কিন্তু আমি তাঁদের বারণ করি। আমি যা করি তা কোনও বিজ্ঞাপন বা প্রচারের জন্য করি না।"
    মূর্তি বলেন ছবিটি কবে তোলা হয়েছিল, তা ওনার জানা নেই। তবে সেটি যে এ বছরে তোলা হয়নি, সে ব্যাপারে তিনি নিশ্চিত।

    আরও পড়ুন: পরিচয়পত্র বলে শিব সৈনিকদের হাতে নিগৃহীত ব্যক্তি ভারতীয় নৌ কর্মী ছিলেন

    Tags

    Viral ImageFact ChekFake NewsSudha MurtyNarayan MurtyInfosysSudha murthy sells vegetablesSudha Murty PhilanthropyInfosys Foundation
    Read Full Article
    Claim :   ছবিতে ইনফোসিসের প্রতিষ্ঠাতা সুধা মূর্তিকে একটি মন্দিরের সামনে সবজি বিক্রি করতে দেখা যায়
    Claimed By :  Social Media Posts
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!