রুশদের ঘরে আটকাতে পুতিন কি রাস্তায় সিংহ ছেড়েছেন? উদ্ভট দাবি ভাইরাল হল
বুম দেখে ছবিটি তৈরি করা হয়েছে একটি অনলাইন জেনেরেটর অ্যাপের সাহায্যে, এবং রাস্তায় সিংহের ছবিটি পুরনো ও সম্পর্কহীন।
একটি সিংহ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে — এমনই এক 'ব্রেকিং নিউজ'-এর স্ক্রিনগ্র্যাব সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ছবিটির সঙ্গে দেওয়া ক্যাপশনে বলা হয়েছে, "ব্রেকিং নিউজ: বিশ্বব্যাপী অতিমারির কারণে লোকজনকে ঘরের মধ্যে আটকে রাখতে, রাশিয়ায় ৫০০ সিংহ রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে। ভ্লাদিমির পুতিন প্রায় ৫০০ সিংহ ছেড়ে দিয়েছেন মানুষকে ঘরের মধ্যে থাকতে বাধ্য করার জন্য।" ছবিটিতে 'লাইভ' লেখা আছে, আর সেই সঙ্গে আছে টাইম-স্ট্যাম্প বা সময়-চিহ্ন, যাতে মনে হয় যে, ছবিটি সত্যিই একটি টেলিভিশন সংবাদ বুলেটিনের স্ক্রিনগ্র্যাব।
বুম দেখে ছবিটি ২০১৬'য় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে তোলা হয়। আর সেটির ওপর কারিকুরি করা হয় একটি মোবাইল অ্যাপের সাহায্যে।
ভাইরাল পোস্টটি নীচে দেওয়া হল; আর্কাইভ সংস্করণ এখানে।
Is this a wind up pic.twitter.com/sG4vnfnxAN
— Lord Sugar (@Lord_Sugar) March 22, 2020
করোনাভাইরাসের সংক্রমণের কারণে অনেক দেশেই লকডাউনের নির্দেশ দেওয়া হয়েছে। তাই অনেকেই ছবিটিকে সত্যি বলে ধরে নেন।
ভাইরাল পোস্টটি টুইটারে রীতিমত ঝড় তোলে।
তথ্য যাচাই
ব্রেকিং নিউজের অংশটি বাদ দিয়ে, বুম ছবিটিকে নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে। তার ফলে, সামনে আসে একটি সংবাদ প্রতিবেদন যাতে ওই ছবিটি ব্যবহার করা হয়।
১৫ এপ্রিল ২০১৬'য় 'নিউ ইয়র্কপোস্ট' ছবিটি ব্যবহার করে বলে যে, ঘটনাটি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ঘটে। নিউ ইয়র্ক পোস্টের খবর অনুযায়ী, সিংহটির নাম কলোম্বাস। এক ফিল্ম কম্পানি তাকে একটি চিড়িয়াখানা থেকে ধার নেয়। তারপর শুটিঙের জন্য তাকে ছাড়া হয় রাস্তায়।
একই দিনে, ইংল্যান্ডের 'ডেইলি মেল'ও খবরটি প্রকশিত হয়। সেখানেও বলা হয়, ঘটনাটি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ঘটেছিল।
আশ্চর্য ব্যাপার হল, ১৩ সেপ্টেম্বর ২০১৬য় 'গাল্ফ নিউজ' তার ওয়েবসাইটে প্রকাশিত খবরে ভুল করে ছবিটিকে সৌদি আরবের জেড্ডার ঘটনা বলে উল্লেখ করে।
আসল ছবিটি ২০১৬ সালে তোলা হয়, সে কথা জানার পর, ছবিটির ওপর ব্রেকিং নিউজের লোগো লাগানো হয় যে অ্যাপের সাহায্যে সেটির খোঁজ করে বুম। তার ফলে সন্ধান পাওয়া যায় একটি অ্যাপের যেটির নাম হল, 'ব্রেক ইয়োর ওউন নিউজ'।
ওই অ্যাপের সাহায্যে, ডেইলি মেল-এ ব্যবহার করা ছবিটিকে বুম একটা ব্রেকিং নিউজের স্ক্রিনগ্র্যাবে পরিণত করতে সক্ষম হয়। বুমের তৈরি স্ক্রিনগ্যাবটি নীচে দেওয়া হল।
ছবিটির ডান দিকের কোণে অ্যাপের লোগো, একটি ছবি এডিট করার অ্যাপের সাহায্যে মুছে ফেলা যায়।
ওই অ্যাপের সাহায্যে বুমের তৈরি আরও একটি 'ব্রেকিং নিউজ'-এর নমুনা নীচে দেওয়া হল।