খাবারের দোকানে কর্মীর খাবারের মোড়কে ফুঁ দেওয়ার এই ভিডিওটি ভারতের নয়
বুম অনুসন্ধান করে দেখেছে যে ভিডিওটি প্রায় এক বছরের পুরনো এবং আদেও ভারতের নয়।
নতুন করে ছড়িয়ে পড়া একটা পুরানো ভিডিওতে দেখা যাচ্ছে, কোনও এক খাবারের দোকানের এক কর্মী খাবার প্যাক করার সময় প্যাকেটের মধ্যে মুখ দিয়ে ফুঁ দিচ্ছেন। এই ভিডিওটি এখন সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার উদ্দেশ্যে শেয়ার করা হচ্ছে। বুম অনুসন্ধান করে দেখেছে যে ভিডিওটি প্রায় এক বছরের পুরানো এবং মোটেই ভারতের নয়।
৪৪ সেকেন্ডের এই ভিডিও ক্লিপটিতে কাচের কাউন্টারের পিছনে এক ব্যক্তিকে খাবার প্যাক করতে দেখা যাচ্ছে। ভিডিওটি লুকিয়ে তোলা হয়েছে। খাবার ডেলিভারি দেওয়ার অ্যাপ ফুডপান্ডা-র একটি গোলাপি রঙের স্টিকার কাচের উপর দেখা যাচ্ছে। ক্লিপটি যে ক্যাপশনের সঙ্গে শেয়ার করা হয়েছে তাতে মানুষকে বাইরের খাবার খাওয়া বন্ধ করতে আবেদন করা হয়েছে এবং মুসলমানদের কটাক্ষ করা হয়েছে।
(खाने पीने की बाजारी चीजो से परहेज करें और टोपी वाली बीमारी की नीचता देखे)@fpindiacare @foodpandasg @PMOIndia @AmitShah is nt it that we are compromising on National Security big time by letting these sorts of things happen and not taking any necessary action pic.twitter.com/MiyFdPqK52
— LakshanShet (@LakshanaShet) April 2, 2020
. @foodpanda_pk @foodpanda_my @foodpandasg @foodpandahk @foodpandaPH @foodpanda_ID @foodpanda
— शुभेच्छु (@_subhechhu_) April 2, 2020
please have a look pic.twitter.com/aTfWd2RwzX
তথ্য যাচাই
আমরা দেখতে পাই ২০১৯ সালের ২৬ এপ্রিল এই একই ভিডিও 'উই আর মালয়েশিয়ানস' নামে একটি ফেসবুক গ্রুপ আপলোড করে। সঙ্গে যে ক্যাপশন দেওয়া হয় তার অনুবাদ, "গোপন রেসিপি... পাপড় তাজা রাখার জন্য... দেখে মনে হচ্ছে সব সময় তাজা রাখার গোপন রেসিপি।"
untuk yg gemar makan di kedai mamak...berhati2 lah... #kedaimamak #ygsukamakankedaimamak #restaurants #mamak pic.twitter.com/byZiqKOlto
— Molly Jones (@nurjones) April 26, 2019
বুম ওলার কর্পোরেট কমিউনিকেশনের অধিকর্তা আনন্দ সুব্রমনিয়মের সঙ্গে যোগাযোগ করে। তিনি নিশ্চিত করে জানিয়েছেন যে ভিডিওটি ভারতের কোনও দোকানের নয়।
সুব্রমনিয়ম বুমকে জানিয়েছেন, "আমরা এক বছর আগেই ফুডপান্ডা-কে ওলাফুডস হিসেবে নতুন ভাবে ব্র্যান্ডিং করেছি, এবং ভারতের কোথাও এখন ফুডপান্ডা-র লোগো ব্যবহার করা হয় না।"
তিনি আরও জানান, "গোলাপি রঙের লোগো দেখে মনে হয়, এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার কোনও দেশ। যত দিন ভারতে এই ব্র্যান্ড সক্রিয় ছিল, তত দিন অ্যাপের তালিকাভুক্ত রেস্তোরাঁগুলিতে এই লোগো (কমলা রঙের) ব্যবহার করা হত এবং তার সঙ্গে এই ব্র্যান্ডের সরাসরি কোনও সম্পর্ক ছিল না।"
বুম ফুডপান্ডা-র সঙ্গেও যোগাযোগ করে। তাদের উত্তর পেলেই এই প্রতিবেদন সংস্করণ করা হবে।