BOOM
  • ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ
  • ফাস্ট চেক
  • আইন
  • Home-icon
    Home
  • Authors-icon
    Authors
  • Contact Us-icon
    Contact Us
  • Methodology-icon
    Methodology
  • Correction Policy-icon
    Correction Policy
  • ফ্যাক্ট চেক-icon
    ফ্যাক্ট চেক
  • বিশ্লেষণ-icon
    বিশ্লেষণ
  • ফাস্ট চেক-icon
    ফাস্ট চেক
  • আইন-icon
    আইন
  • Home
  • ফ্যাক্ট চেক
  • প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান...
ফ্যাক্ট চেক

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের জেলে মারা যাওয়ার ভাইরাল নথি ভুয়ো

ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি বুমকে নিশ্চিত করেছে ভাইরাল নথিটি ভুয়ো।

By -  Swasti Chatterjee
Published -  11 May 2025 4:38 PM IST
  • প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের জেলে মারা যাওয়ার ভাইরাল নথি ভুয়ো
    CLAIMপাকিস্তান সরকারের বিদেশমন্ত্রকের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তি দাবি করেছে, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের জেলে মৃত্যু হয়েছে।
    FACT CHECKবুম পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের মিডিয়া টিমের সঙ্গে যোগাযোগ করলে তারা নিশ্চিত করে নথিটি ভুয়ো।
    Listen to this Article

    পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) জেলেবন্দী অবস্থায় মৃত্যু (dead) হয়েছে দাবি করে একটি ভুয়ো নথি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

    পাকিস্তানের বিদেশ মন্ত্রকের উল্লেখ সহ ভাইরাল চিঠি ইমরান খানের মৃত্যুর কথা উল্লেখ করে জানায় জাতি সঙ্ঘ তার মৃত্যুর তদন্ত করছে।

    প্রাক্তন ক্রিকেটর ও রাজনীতিবিদ ইমরান খানের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগের ভিত্তিতে একটি পাকিস্তানি আদালতে তার বিচার হওয়ার পর, ২৩ অগাস্ট, ২০২৩ থেকে জেলবন্দী রয়েছেন। পাকিস্তান তেহরিক-ই-ইসলামের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদাইলাতে জেল খাটছেন। পিটিআইয়ের সদস্যরা ইমরান খানের মুক্তির বিষয়ে ক্রমাগত পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করে চলেছে। ভারতের অপারেশন সিঁদুরের পরিপ্রেক্ষিতে পিটিআই খানের মুক্তির জন্য জোর বাড়িয়েছে।

    আরও পড়ুন -ভারত-পাক সংঘাতের আবহে, সাধারণ মানুষের যুদ্ধ গণমাধ্যমে ভুয়ো তথ্যের সঙ্গে

    পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বুমকে নিশ্চিত করেছে ভাইরাল নথিটি ভুয়ো। এছাড়াও, আমরা নথিতে একাধিক অসঙ্গতি লক্ষ্য করি যেমন তারিখের অনুপস্থিতি, ভুল বানান ইত্যাদি যা ইঙ্গিত দেয় ভাইরাল দাবিটি সমর্থন করতে এই ভুয়ো নথি তৈরি করা হয়েছে।

    পাকিস্তান সরকারের লোগো ও শিরোনামে ইংরেজিতে "প্রেস রিলিজ" সহ নথিতে লেখা হয়েছে, "আমরা দুঃখের সঙ্গে নিশ্চিত করছি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বিচারবিভাগীয় হেফাজতে থাকাকালীন মারা গেছেন। ঘটনাটি কোন পরিস্থিতিতে ঘটেছে তা বর্তমানে তদন্ত করে দেখা হচ্ছে।" (অনূদিত)

    নথিটির উপরে তারিখ দেওয়া না থাকলেও শেষে তারিখের জায়গায় ১০ মে, ২০২৫ লেখা দেখা যায়।

    এই নথিটি ফেসবুক, হোয়াটস্যাপের মতো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।



    আরও পড়ুন -শিয়ালকোটে বিস্ফোরণের এক্সক্লুসিভ দৃশ্য বলে TV9 বাংলা দেখাল ধারাভির ভিডিও

    তথ্য যাচাই

    আমরা প্রথমে ইমরান খানের মৃত্যু সম্পর্কে পাকিস্তান সরকারের বিদেশ মন্ত্রক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অনুসন্ধান করে দেখি। কিন্তু, কোথাও এবিষয়ে কোনও সরকারি ঘোষণা খুঁজে পাইনি।

    আমরা আন্তর্জাতিক বা পাকিস্তানি সংবাদমাধ্যমে প্রকাশিত ভাইরাল দাবিটিকে সমর্থন করে এমন কোনও প্রতিবেদন খুঁজে পাইনি। ইমরান খান যিনি পাকিস্তানের ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়কও ছিলেন তার মৃত্যুর খবর ভারতীয় সংবাদমাধ্যমেও প্রকাশিত হওয়ার কথা। কিন্তু, বুম এমন কোনও প্রতিবেদন খুঁজে পায়নি।

    এরপর আমরা নথিটি ভালো করে পর্যবেক্ষণ করে বেশ কিছু অসঙ্গতির মধ্যে সঠিক তারিখ ও স্বাক্ষরের অনুপস্থিতি লক্ষ্য করি যার উল্লেখ সরকারি কোনও নথিতে আবশ্যক।

    আমরা আরও লক্ষ্য করি চিঠিটির শুরুতে তারিখের জায়াগায় কেবল ২০২৫ সাল উল্লেখ করা হয়েছে, কোনো মাস বা দিন লেখা নেই। এ ছাড়াও, সেখানে 'isetively' এবং 'reaffirm' মতো কিছু শব্দের বানানও ভুল রয়েছে।


    আমরা পাকিস্তানের জিও ফ্যাক্ট চেকের সঙ্গে যোগাযোগ করি যারা বুমের তরফ থেকে বিদেশ মন্ত্রী শাফকাত আলি খানের সঙ্গে যোগাযোগ করে। তিনি নিশ্চিত করেছেন নথিটি ভুয়ো।

    পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রক সোশ্যাল মিডিয়ায় এই নথিটিকে ভুয়ো বলে অভিহিত করে মানুষের উদ্দেশ্যে বলেছে এধরণের বিভ্রান্তিকর দাবি বিশ্বাস না করতে।

    Disseminating #FakeNews is not only unethical and illegal but it is also disservice to the nation. It is the responsibility of everyone to reject irresponsible behavior. Reject #FakeNews pic.twitter.com/gLmymiBnlM

    — Fact Checker MoIB (@FactCheckerMoIB) May 10, 2025

    বুম এর আগে রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সের (জিএইচকিউ) আরেকটি নথি পেয়েছিল যেখানে দাবি করা হয় বন্দি থাকাকালীন ইমরান খান যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। আমরা তখন বেশ কয়েকজন পাকিস্তানি সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করি এবং সকলেই এই ধরনের ঘটনা অস্বীকার করে বলে এমন ঘটনা যদি সত্য হত তাহলে তার রাজনৈতিক অনুগামীরা তা নিয়ে শোরগোল ফেলে দিত।

    আরও পড়ুন -ডিপফেক ভিডিওকে পাকিস্তানের যুদ্ধ বিমান হারানোর স্বীকারোক্তি বলে দেখাল News18 বাংলা

    Tags

    Operation SindoorIndia PakistanImran Khan
    Read Full Article
    Claim :  
    Claimed By :  Unknown
    Fact Check :  False
    Next Story
    Our website is made possible by displaying online advertisements to our visitors.
    Please consider supporting us by disabling your ad blocker. Please reload after ad blocker is disabled.
    X
    Or, Subscribe to receive latest news via email
    Subscribed Successfully...
    Copy HTMLHTML is copied!
    There's no data to copy!