দুর্গাপূজার উত্সব শুরু হতে আর মাত্র মাসখানেক বাকি, এরকম সময়ে কালীমূর্তি অপবিত্র হওয়ার চার বছরের পুরনো একটি ভিডিও সোশাল মিডিয়ায় জিইয়ে তোলা হয়েছে বিভ্রান্তিকর একটি ক্যাপশন দিয়ে।
ভাইরাল হওয়া এই ভিডিওটির হিন্দি ক্যাপশনটি হল, "পশ্চিমবঙ্গে নবরাত্রির জন্য নির্মীয়মাণ মায়ের মূর্তি খণ্ডিত করা হয়েছে।"
ভিডিওটি নীচে দেখুন:
ভিডিওটিতে বেশ কিছু ভাঙা কালীঠাকুরের মূর্তি দেখা যাচ্ছে। পিছনে কাউকে বলতে শোনা যাচ্ছে— “ওরা আমাদের ধর্মীয় আবেগে আঘাত দিয়েছে।”
ভিডিওটি বেশ কয়েকটি ফেসবুক পেজে এবং টুইটার হ্যান্ডেলে ভাইরাল হয়েছে, এক-একটিতে এক-এক রকম ক্যাপশন। একটিতে এমন ক্যাপশনও দেওয়া হয়েছে, “কাশ্মীরের পর এবার পশ্চিমবঙ্গের পালা”
তথ্য যাচাই
বুম ভিডিওটির ফ্রেম ভেঙে অনুসন্ধান চালিয়ে দেখেছে, এটি ২০১৫ সালের পুরনো। ওই বছরেরই ১০ নভেম্বর ইউটিউবে একটি ভিডিও আপলোড হয়, যার ক্যাপশন ছিল, “পশ্চিমবঙ্গের হুগলিতে মা কালীর ২৫টি মূর্তি অপবিত্র করা হয়েছে।”
একই ভিডিও বুম অন্য একটি দক্ষিণপন্থী পেজ হিন্দু ধর্মে স্বাগত-তে আপলোড হতে দেখেছে ২০১৫ সালেই, যেখানে এই অপকর্মের জন্য সরাসরি মুসলিম সম্প্রদায়কে দোষী সাব্যস্ত করা হয়েছিল।
আমরা সে সময়ের সংবাদ-রিপোর্ট খোঁজখবর করে দেখেছি, এ ধরনের কোনও খবরের হদিশ নেই। বুম হুগলি জেলার পুলিশ প্রশাসনের সঙ্গেও এ ব্যাপারে যোগাযোগ করেছে। তাদের তরফে কোনও নির্দিষ্ট প্রতিক্রিয়া পেলেই সেই অনুযায়ী প্রতিবেদনটি সংস্করণ করা হবে।
ভিডিওটি পশ্চিমবঙ্গের ঠিক কোন জায়গার, সেটা বুম এখনও শনাক্ত করতে পারেনি, তবে এটি যে ২০১৫ সালের, সে ব্যাপারে নিশ্চিত হতে পেরেছে।