সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি রক্তাক্ত শিশুর ছবি ফেসবুকে পোস্ট করে দাবি করা হয়েছে সেটি ত্রিপুরার রাজনৈতিক হিংসার ছবি এবং আঙ্গুল তোলা হয়েছে বিজেপি কর্মীদের উপর যারা এই নৃশংস কাজটি করেছে।
ছবিটির সাথে লেখা আছে,"নৃশংস বিজেপি, বর্বর বিজেপি। দুধের এই শিশুটির অপরাধ তার বাবা সিপিএমের সমর্থক.. ঘটনা রংখলপুর ত্রিপুরা।" এবং পোস্টটিতে ক্যাপশন লেখা হয়েছে, "ধিকিকার জানানোর ভাষা নেই… ছিঃ!!!"
পোস্টটি ১২১ জন লাইক ও ৮০ জন শেয়ার করেছেন। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
তথ্য যাচাই
বুম প্রথমে কিছু শব্দ 'রাংখলপুর উত্তর ত্রিপুরা + শিশু নিগ্রহ' দিয়ে গুগুলে সন্ধান চালায়। এ বিষয়ে বুম কোনও খবরের অথবা প্রতিবেদনের হদিস পায়নি।
বুম রিভার্স সার্চ করে জেনেছে ছবিটির সঙ্গে ত্রিপুরার কোনও যোগ নেই। নীচে রিভার্স সার্চের ফলাফল দেওয়া হল।
ছবিটি সিরিয়ার বলে দাবি করা হয়েছে। ছবিটি ইনস্টিম ডট কম ও নামাথাইলানাডু নামে দুটি ওয়োবসাইটে দেখা যাবে। ছবিটি দেখা যাবে এখানেও।
অবশ্য, ছবিটি পুরনো হওয়ায় এটি আদেও সিরিয়ার কীনা কিংবা ছবিটির আসল উৎস কী, তা বুমের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি।
ত্রিপুরায় লোকসভা নির্বাচন ফলাফল পরবর্তী হিংসা অব্যহত। শাসক বিজেপি ও বিরোধী সিপিএম কর্মীদের পারস্পরিক আক্রমন ও প্রাণহানি বেড়েই চলেছে। এপর্যন্ত ৩ জন নিহত ও ১০০ জন আহত হয়েছে। এনিয়ে দ্য হিন্দুর প্রতিবেদন পড়া যাবে এখানে।