Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

“পৃথিবীতে ইসলাম ছাড়া কোনও ধর্ম থাকা উচিত নয়” প্রয়াত বলিউড অভিনেতা ওম পুরী একথা বলেননি

ইসলাম ধর্ম সম্পর্কে পশ্চিমী দুনিয়ার ধারণা প্রসঙ্গে পাকিস্তানি টিভি চ্যানেল দুনিয়া নিউজ-কে বলা ওম পুরীর বক্তব্য বিকৃত করে ছড়িয়েছে এই গুজব।

By - Sk Badiruddin | 27 Sept 2019 7:04 PM IST

ফেসবুকে প্রয়াত বলিউড অভিনেতা ওম পুরীর করা ইসলাম ধর্ম সম্পর্কিত একটি ভুয়ো বক্তব্য শেয়ার করা হচ্ছে। তিনি নাকি বলেছিলেন, ‌‘‘পৃথিবীতে ইসলাম ছাড়া কোনও ধর্ম থাকা উচিত নয়।’’ ওই পোস্টটিতে আওয়ারইসলাম২৪ডটকম নামে একটি ওয়েব পেজের স্ক্রিনশট ব্যবহার করা হয়েছে। সেখানে ওম পুরীর ছবির সহ লেখা হয়েছে, ‘পৃথিবীতে ইসলাম ছাড়া কোনো ধর্ম থাকা উচিত নয়: বলিউড অভিনেতা’

বুম পাকিস্তানি টিভি চ্যানেলকে দেওয়া ওম পুরীর একটি সাক্ষাৎকার খুঁজে পেয়েছে যেখানে পশ্চিমী দুনিয়ার ইসলাম সম্পর্কে ধরনা প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে ওম পুরী বলেন, "মুসলিমরা নাকি ভাবে ইসলাম ছাড়া আর কোনও ধর্ম থাকা উচিত নয়। শুধুমাত্র ইসলাম থাকা উচিত। আর ইসলাম-ই সবথেকে বড় ধর্ম। এইরকম ধারনা মুসলিমদের সম্পর্কে করা হয়। কিন্তু এটা একদমই সত্য নয়।" তার এই বক্তব্য পরিবর্তিত হয়েই ওই ভুয়ো খবরটি ছড়াচ্ছে।

ওই ফেসবুক পোস্টটিতে ক্যপশন লেখা হয়েছে, ‌‘‘বলিউড অভিনেতা ‘ওম পুরী’ মনে করেন পৃথিবীতে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম থাকা উচিত নয়।’

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ১ হাজার জনের বেশি লাইক করেছেন পোস্টটি। ২৫৫ জন শেয়ার করেছেন। পোস্টটি দেখা যাবে এখানে। পোস্টটি আর্কাইভ করা আছে এখানে

তথ্য যাচাই

ওই পোস্টটিতে তারিখ রয়েছে ২০১৬ সালের ২ অক্টোবর। বুম আওয়ারইসলাম২৪ডটকম এর ভুয়ো প্রতিবেদনটি খুঁজে পেয়েছে। প্রতিবেদনটি আর্কাইভ করা আছে এখানে। প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে ওম পুরী পাকিস্তানি টিভি চ্যানেলের এক অনুষ্ঠানে নাকি এই ধরনের কথা বলেন।

বুম ইউটিউবে ‌‘ওম পুরী টকস্ অ্যাবাউট ইসলাম’ সার্চ করে একটি ইউটিউব ভিডিওর হদিস পায় সেখানে এক সাক্ষাতকারে অভিনেতা ওম পুরীকে ইসলাম ধর্ম নিয়ে তার অভিব্যক্তির ব্যাপারে কথা বলতে দেখা যায়।

ওই সাক্ষাৎকারে পাকিস্তানি চ্যানেল দুনিয়া নিউজ-এর লোগো দেওয়া ছিল। বুম দুনিয়া নিউজের মুল ভিডিওটি ইউটিউবে কিওয়ার্ড সার্চ করে খুঁজে পেয়েছে।

২০১৪ সালের ২৭ মার্চ পাকিস্তানি সাংবাদিক ও উপস্থাপক কামরান সাহিদের সঙ্গে আলোচনায় ওম পুরী তার ধর্ম বিশ্বাস, মতাদর্শ ইত্যাদি নিয়ে নানান কথা বলেন। ১৩:৪৮ সময়ে কামরান সাহিদ ওম পুরীর কাছে জানতে চান ভারত ও পশ্চিম দুনিয়ায় মুসলিমদের সম্পর্কে ধারনা কিরকম। ওই প্রশ্নের উত্তরে ওম পুরী বলেন, ‘...আমি খোলাখুলি বলছি দুর্ভাগ্যবশত মুসলিমদের সম্পর্কে ধারনা কট্টর। আর ওরা চায় সারা দুনিয়া যেন ইসলাম গ্রহন করে। আর কোনও ধর্ম থাকা উচিত নয়। শুধুমাত্র ইসলাম থাকা উচিত। আর ইসলাম-ই সবথেকে বড় ধর্ম। এইরকম ধারনা মুসলিমদের সম্পর্কে করা হয়। কিন্তু এটা একদমই সত্য নয়।..’
নীচে দেখুন সাক্ষাৎকারের ওই অংশটি।

সাক্ষাৎকারের ওই অংশটি

ওম পুরী আরও বলেন, ‘আমি তিন-চার দিন লাহোরে ঘুরছি। বিভিন্ন লোকজনের সঙ্গে মিশেছি। ইসলাম আমাদের ভারতীয় সংস্কৃতিতে বড় অবদান রেখেছে। ভারতে যারা হানা দিয়েছে তারা ভারতে থাকা নিজস্ব সংস্কৃতির সঙ্গে মিশেছে। হিন্দুস্তান ইসলামের থেকে অনেক কিছু শিখেছে। কবিতা, স্থাপত্য, খাবার দাবার হিন্দুস্তানি সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।’

তার আগে ওই সাক্ষাৎকারেই ওম পুরী বলেন, ‘..আমি মানি সুফি দের মতো। ইশ্বর সব জায়গায় আছে।..আমার ভাইপো খ্রীশ্চান ধর্ম গ্রহন করেছে আমাকে না জানিয়ে। আমার খারাপ লেগেছে জানায়নি বলে। জানায়নি তো কি হয়েছে। জানালে বাধা দিতামনা। আমি শুধু বলেছি আমাকে না জানিয়ে আমাকে ছোট করেছো। আমার খারাপ লেগেছে। আমার নিজের ছেলেকও বাধা দোব না। কাল ছেলে যদি বলে ইসলাম ধর্ম নেবে। তাকেও বাধা দোবনা। তবে ঠিক ঠাক ভাবে মানুক। আজ ইসলাম ধর্ম নিয়ে কাল যদি বলে জঙ্গিদের সঙ্গে মিশছি আবার ইসলামও নিলাম এরকম করলে আমি সম্মতি দেবনা।..’ নীচে দেখুন সাক্ষাৎকারটি।

Full View

Related Stories