প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতের একটি ভিডিও ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে যে, দেশের অর্থনীতির বর্তমান অবস্থার প্রেক্ষিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে নিয়ে নরেন্দ্র মোদী নাকি মনমোহনের বাড়ি গিয়ে দেখা করেন।
দেশের অর্থনীতির চলতি মন্দার জন্য মোদী সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে মনমোহন সিংয়ের তীব্র সমালোচনার প্রেক্ষিতেই ভিডিওটি ভাইরাল হয়েছে।
২০১৯ সালের ১ সেপ্টেম্বর মনমোহন সিং এক ভিডিওতে বলেন, “দেশের অর্থনীতির অগ্রগতি আরও দ্রুত হারে বাড়ার ক্ষমতা রয়েছে, কিন্তু মোদী সরকারের অপদার্থ পরিচালনার ফলে অর্থনীতি আজ এমন মন্দায় পড়েছে।” এ বিষয়ে আরও পড়ুন এখানে।
দুজনের সাক্ষাৎকারের একটি পুরনো ভিডিও ফেসবুকে আবার ভাইরাল হয়েছে।
পোস্টটি আর্কাইভ করা আছে এখানে।
ফেসবুকে ভাইরাল
তথ্য যাচাই
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠক করতে এবং ইস্টার্ন ইকনমিক ফোরামে যোগ দিতে রাশিয়া সফরে যান, তখনই এই ভিডিওটি ভাইরাল করা হয়।
‘মনমোহন মোদীর সাক্ষাৎ’, এই মূল শব্দগুলি বসিয়ে আমরা যখন ইউটিউবে খোঁজ লাগাই, তখনই মূল ভিডিওটির সন্ধান পাই, যেটি ২০১৪ সালের মে মাসে লোকসভা নির্বাচনের পর আপলোড করা হয়েছিল, যখন মোদী মনমোহনের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করতে গিয়েছিলেন।
নরেন্দ্র মোদীর সরকারি ইউটিউব চ্যানেল ২০১৪ সালের মে মাসে এই ভিডিওটি আপলোড করেছিল, যেটি হুবহু ভাইরাল হওয়া ভিডিওটির অনুরূপ।
টুইটারেও প্রাক্তন ও বর্তমান প্রধানমন্ত্রীর ওই সাক্ষাতের ভিডিও প্রকাশ করা হয়েছিল।
তাছাড়া, ভাইরাল পোস্টে যেমনটি দাবি করা হয়েছে ৫৪ সেকেন্ডের ওই ভিডিওতে কিন্তু নির্মলা সীতারামনকে দেখতে পাওয়া যায়না।