২০১৯-এর সাধারণ নির্বাচনের ভোটদান পর্ব শেষ হওয়ার পর, ‘এক্সিট পোল’ বা বুথ-ফেরতা সমীক্ষার ফলাফল দেখাচ্ছে যে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ন্যাশন্যাল ডেমক্র্যাটিক অ্যালায়েন্স সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে।
একমাত্র এবিপি নিউজ অন্য রকম ফলাফলের ইঙ্গিত দিয়েছে। তারা বলেছে যে, মাত্র কয়েকটি সিটের ঘাটতির ফলে এনডিএ সংখ্যাগরিষ্ঠতা হারাবে।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী শেষ পর্বের ভোট প্রক্রিয়া সম্পন্ন না হওয়া অবধি বুথ-ফেরতা সমীক্ষার ফলাফল ঘোষণা করার ওপর নিষেধাজ্ঞা ছিল।
রবিবার নির্বাচনের শেষ পর্যায়ের ভোটদান সম্পন্ন হওয়ার পর, সংবাদ সংস্থাগুলি তাদের বুথ-ফেরতা সমীক্ষার ফলাফল প্রকাশ করে।
টাইমস নাও-ভিএমআর
টাইমস নাও-ভিএমআর বলেছে ৩০৬ আসন জিতে, এনডিএ সহজেই জয় হাসিল করবে। ইউপিএ ১৩২ আসন পেয়ে অনেকটাই পিছিয়ে থাকবে। অন্যান্য পার্টিরা পাবে ১০৪ আসন।
রিপাবলিক-সিভোটার
রিপাবলিক-সিভোটার তাদের সমীক্ষায় বলেছে যে, ২৮৭ আসন জিতে এনডিএ সহজেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। অপর দিকে, ইউপিএ পেতে পারে ১২৮ সিট। আর মহাজোট ও অন্যান্য পার্টিরা যথাক্রমে ৪০ ও ৮৭ আসন।
এবিপি নিউজ
বাকি সব বুথ-ফেরতা সমীক্ষার বিপরীত ফলাফলের ইঙ্গিত দিয়েছে এবিপি নিউজ। এবিপি নিউজ বলেছে, কয়েকটি আসনের ঘাটতি হওয়ায়, এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পাবে না।এবিপির সমীক্ষা অনুযায়ী, এনডিএ পাবে ২৭৬ আসন, ইউপিএ ১২৭, এবং অন্যান্য দলগুলি পাবে ১৪৮ আসন।
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস
ইন্ডিয়া টুডের সমীক্ষা অনুযায়ী, এনডিএ এক বিরাট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চলেছে। তাদের হিসেবে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পাবে ৩৩৯-৩৬৫ আসন, আর ইউপিএ পাবে মাত্র ৭৭-১০৮ আসন। অন্যান্য দলগুলি পেতে পারে ৬৯-৯৫।
সিএনএন নিউজ১৮-আইপিওএস
সিএনএন নিউজ১৮-এর অনুমান বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৩৩৬ আসন জিতে বলিষ্ঠ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। অপর দিকে ইউপিএ পাবে মাত্র ৮২ আসন। আর বাকি দলগুলি পাবে ১২৪
নিউজ২৪-চাণক্য
নিউজ২৪ বলছে এনডিএ পাবে ৩৫০ আসন। আর ৯৫ আসন পেয়ে ইউপিএ অনেকটাই পিছিয়ে থাকবে। অন্যান্য পার্টিরা পাবে ৯৭ আসন।
সমীক্ষার সমীক্ষা
সবক’টি সমীক্ষার ফলাফলের গড় কষলে দেখা যাচ্ছে, এনডিএর আসন সংখ্যা দাঁড়াচ্ছে ৩০৯, ইউপিএ-র ১১৪, এবং অন্যান্য দলের ১১৯।
সমীক্ষার হিসেব কি আসল ফলাফলের সঙ্গে মিলবে?
বেশ কিছু দিন যাবৎ বুথ-ফেরতা সমীক্ষার গণনা কতটা সঠিক তা বিতর্কের বিষয় হয়ে উঠেছে। সেগুলি কখনও ঠিক আবার কখনও ভুল প্রমাণিত হচ্ছে। ২০১৪ সালে বুথ-ফেরতা সমীক্ষাগুলি বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ-র পক্ষে সংখ্যাগরিষ্ঠ সরকার গড়ার যথেষ্ঠ সম্ভাবনা আছে বলে ইঙ্গিত দিয়েছিল। নিউজ২৪-চাণক্য সবচেয়ে সঠিক ভবিষ্যৎবাণী করেছিল। তারা বলেছিল বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে।
সমস্ত এক্সিট পোলের ফলাফল ছাপিয়ে, এনডিএ ৩৩৬ আসন পায়। অপর দিকে দীর্ঘদিন ক্ষমতায়-থাকা ইউপিএ পায় ৫৯ সিট।