Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

খেলা হবে দিবস: বিভ্রান্তি সহ ছড়াল ফুটবল খেলায় বিপত্তির পুরনো ভিডিও

বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওর সঙ্গে পশ্চিমবঙ্গের কিংবা খেলা হবে দিবসের কোনও যোগ নেই। ২০১৭ সাল থেকে এটি অনলাইনে আছে।

By - Srijanee Chakraborty | 19 Aug 2022 2:35 PM IST

২০১৭ সালে ফুটবলে (kick) 'কিক' দিতে গিয়ে এক ব্যক্তির মাটিতে বেসামাল হয়ে পড়ে যাওয়ার পুরনো ভিডিও বিভ্রান্তিকর দাবি সহ এবছরের 'খেলা হবে দিবস'-এর দিন বিধায়কের পড়ে যাওয়ার ঘটনা বলে ছড়ানো হচ্ছে। ভিডিওটি পোস্ট করেন বিজেপি (BJP) নেতা অনুপম হাজরাও (Anupam Hazra)।

বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটির সঙ্গে পশ্চিমবঙ্গের (West Bengal) খেলা হবে দিবসের (Khela Hobe Dibos) কোনও যোগ নেই। ২০১৭ সাল থেকে সেটি অনলাইনে রয়েছে। 

২০২১ সালে বিধানসভা নির্বাচন চলাকালীন "খেলা হবে" তৃণমূল কংগ্রেসের ভোট জিঙ্গেল জনপ্রিয় হয়ে ওঠে। ২০২১ সালে পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নবান্নে ঘোষণা করেন ১৬ অগস্ট "খেলা হবে দিবস"-এর কথা। ১৯৮০ সালে মর্মান্তিক ঘটনা ঘটে ইডেন গার্ডেন্সে কলকাতা ফুটবল লিগের ডার্বি ম্যাচ চলাকালীন। দুই দলের সমর্থকদের মারামারি ও পদপিষ্টের ঘটনায় প্রাণহানি হয় ১৬ জনের। কলকাতা ময়দানে এই মর্মান্তিক ঘটনার স্মরণে পালন করা হয় 'ফুটবল লাভার্স ডে'। এবছরও রাজ্য জুড়ে খেলা হবে দিবস পালিত হয় ১৬ অগস্ট। ভিডিওটি সেই প্রেক্ষিতেই চড়ানো হচ্ছে। 

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ৪ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, সাদা পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তি ফুটবলে 'কিক' দেওয়ার সময় হড়কে গিয়ে বেসামাল হয়ে পড়ে যান মাটিতে।

বোলপুরের প্রাক্তন সাংসদ বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরার নামে একটি যাচাই না করা ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করে ক্যাপশন লেখা হয়, "#খেলা_হবে_দিবস বলের কাছে লাথি খেয়ে "খেলা হবে দিবস"এর শুভ সূচনা করলেন মাননীয় বিধায়ক"। পরে ফেসবুক পোস্টটি ডিলিট করে দেওয়া হয়। নিচে পোস্টটির স্ক্রিনশট দেওয়া হল।

 একই ভিডিও সহ আরেকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে। 

আরও পড়ুন: এই ভিডিওটি রাজস্থানে দলিত ছাত্রকে মারধরের ঘটনার সাথে সম্পর্কিত নয়

তথ্য যাচাই

বুম  অনুপম হাজরার ফেসবুক পোস্টের নীচের মন্তব্যে দেখে একজন ফেসবুক ব্যবহারকারী দাবি করেছেন ভিডিওতে দৃশ্যমান সাদা পাঞ্জাবি পরিহিত যে ব্যক্তি তিনি ত্রিপুরার প্রাক্তন কংগ্রেস (Congress) বিধায়ক গোপাল রায় এবং আরও একজন দাবি করেছেন ভিডিওটি ২০১৯ সালের।

বুম ইউটিউবে কিওয়ার্ড সার্চ করে দেখে ভিডিওটি ২০১৭ সাল থেকে অনলাইনে রয়েছে। "দ্য করেপন্ডেন্স" নামের একটি ইউটিউব চ্যানেলে একই ভিডিওর দৃশ্য ১১ অগস্ট ২০১৭ পোস্ট করে শিরোনাম লেখা হয়, "কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় হড়কে যান"

Full View

(মূল ইংরেজিতে শিরোনাম: Congress MLA Gopal Chandra Roy Slipped while kicking football - The Correspondent)

"এসটিভি ত্রিপুরা" নামে একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলও ২০১৭ সালের ৯ অগস্ট ঘটনাটির ১৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে।

Full View

ইউটিউব ভিডিওটির বর্ণনায় লেখা হয়, ০৯/০৮/২০১৭ তারিখ ত্রিপুরার প্রাক্তন কংগ্রেস বিধায়ক গোপাল রায় আগরতলার (Agartala) আস্তাবল ময়দানে ফুটবলে 'কিক' দিতে গেলে এই বিপত্তি ঘটে।

বুম নিশ্চিত হয়েছে ভিডিওটি এবছরের "খেলা হবে দিবস"-এর সঙ্গে সম্পর্কিত নয়। তবে ওই ব্যক্তি ত্রিপুরার প্রাক্তন কংগ্রেস বিধায়ক গোপাল রায় কিনা তা স্বাধীনভাবে বুম যাচাই করেনি।

বুম পশ্চিমবঙ্গে কোনও বিধায়াক এবছর খেলতে গিয়ে এই ধরণের বিপত্তির শিকার হয়েছেন এরকম কোনও প্রতিবেদন খুঁজে পায়নি।

আরও পড়ুন: শান্তিদেব ঘোষের গাওয়া রবীন্দ্র-সঙ্গীত ভুয়ো দাবিতে ছড়াল রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠ বলে

Tags:

Related Stories