কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Kolkata International Film Festival) বলিউড (Bollywood) অভিনেতা ও রাজ্যের "ব্রান্ড অ্যাম্বাসেডর" শাহরুখ খানের (Shah Rukh Khan) পুরনো বক্তব্যের ভিডিও সোশাল মিডিয়ায় ভুয়ো দাবি সহ এবছরের কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য বলে ছড়ানো হচ্ছে।
বুম যাচাই করে দেখে ভাইরাল ভিডিওটি ২০১৪ সালে ২০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পেশ করা শাহরুখ খানের বক্তব্য।
১৫ ডিসেম্বর ২০২২, ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা অনুষ্ঠানে হাজির হন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন, রাণী মুখার্জী সহ এক ঝাঁক। হাজির ছিলেন সঙ্গীত জগতের কুমার শানু ও অরিজিৎ সিংহ। শাহরুখ খান বাংলায় ভাষণ দেন এবারের উদ্বোধনী অনুাষ্ঠানেও। ভাইরাল ভিডিওটি এই প্রেক্ষিতে ছড়ানো হচ্ছে।
ভাইরাল হওয়া ২৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় শাহরুখ খান বাংলা ভাষায় বক্তব্য রাখছেন, "মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত সকল সন্মানিত অতিথি। এবং প্রিয় বন্ধুগণ। আপনাদের সবাইকে আমার নমস্কার।"
ফেসবুক পোস্টে ভিডিওটি শেয়ার করে ক্যাপশন লেখা হয়েছে, "২৮ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব, নেতাজি ইন্ডোরে উদ্বোধনী অনুষ্ঠান, বক্তব্য রাখছেন বলিউড বাদশা শাহরুখ খান।"
ভিডিওটি দেখুন এখানে।
তথ্য যাচাই
বুম ইউটিউবে কিওয়ার্ড সার্চ করে দেখে ভাইরাল ভিডিওটি শহরুখ খানের ২৮ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের বক্তব্য নয়।
বুম ইউটউবে বিভন্ন গণমাধ্যমের চ্যানেলে আপলোড করা শাহরুখ খানের ২০২২ সালের অর্থাৎ ২৮ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের ভাষণের ভিডিও খুঁজে পেয়েছে। প্রথমে বাংলায় ও পরে ইংরেজিতে শহরুখ খান তাঁর বক্তব্য পেশ করেন।
দেখুন এপিবি আনন্দ, নিউজ ১৮ বাংলা ও ডিডি বাংলা নিউজ-এর ইউটিউব চ্যানেলে ১৫ ডিসেম্বর ২০২২ প্রকাশিত রিপোর্টে বক্তব্যের ভিডিও।
ভাইরাল ভিডিও ২০১৪ সালের
বুম দেখে ভাইরাল ভিডিওটি ২০১৪ সালের সালের ১০ নভেম্বর ও ১৪ নভেম্বর একই বক্তব্য সংবলিত ভিডিওটি "কলকাতা টুডে" ও "কলকাতা ফিল্মফেস্টিভ্যাল" নামের দুটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল।
২০১৪ সালের ১১ নভেম্বর টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালের ২০ তম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে সেবারও হাজির ছিলেন অমিতাভ বচ্চন ও শহরুখ খান। প্রতিবেদনে প্রকাশিত ছবিতে শহরুখ খান সহ উত্তরীয় গলায় অমিতাভ বচ্চন, পুত্র অভিষেক বচ্চন ও তাঁর পাশে ঐশ্বর্য রায়কেও দেখা যায়। অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রায় এবারের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।
গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভাইরাল ভিডিওর দৃশ্যের অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের উত্তরীয় ও পোশাকের রঙ মিলে যায়।
নিচে ২০২২ সালের ও ২০১৪ সালের মঞ্চে উপবিষ্ট হওয়ার ক্রমের পার্থক্য তুলে ধরা হল।