Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

ভারত সরকার শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিয়ে ₹৫০০ স্মারক মুদ্রা বের করল?

বুম দেখে ২০১৬ সালে শ্রী চৈতন্য মহাপ্রভুর বৃন্দাবনে আসার ৫০০ বছর পূর্তি উপলক্ষ্যে সরকার ওই স্মারক মুদ্রা প্রকাশ করে।

By - Srijanee Chakraborty | 31 Oct 2022 5:05 PM IST

২০১৬ সালে ভারত সরকারের শ্রী চৈতন্য মহাপ্রভুর (Sri Krishana Chaitanya Mahaprabhu) বৃন্দাবনে পদার্পনের ৫০০ বছর পূর্তি উপলক্ষে ভারত সরকারের তরফ থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর রিলিফ ভাস্কর্য সহ একটি ৫০০ টাকার মুদ্রা (500 rupees coin) প্রকাশ করার ঘটনা বিভ্রান্তিকর ভাবে সাম্প্রতিক মুদ্রা প্রচলন বলে দাবি করা হচ্ছে।

বুম যাচাই করে দেখে ভাইরাল ছবিটি ভারতের সংস্কৃতি মন্ত্রকের তরফে ২০১৬ সালে শ্রী চৈতন্য মহাপ্রভুর নামে প্রকাশিত স্মারক মুদ্রা। বাজারে সেটির কোনও অর্থমূল্য নেই।

ফেসবুকে ভাইরাল হওয়া একটি গ্রাফিক পোস্টে দেখা যায়, ৫০০ টাকার একটি মুদ্রা যার এক পিঠে শ্রী চৈতন্য মহাপ্রভুর কয়েন রিলিফ ভাস্কর্য ও অন্য পিঠে মূল্যমান ৫০০ খোদায় রয়েছে। গ্রাফিকটিতে লেখা হয়েছে, "ভারত সরকারের নুতন কয়েন। রয়েছে কলিযুগের পাবনাবতারি পরমেশ্বর শ্রী চৈতন্য মহাপ্রভুর ফলক। শ্রী চৈতন্যদেবের বৃন্দাবনে আসার ৫০০ তম বর্ষপূর্তির প্রতিকৃতি। "চৈতন্যের দন্ড মহাসুকৃতি সে পায় যার দন্ডে মরিলে বৈকুণ্ঠলোকে যায়। চৈতন্যের দন্ড যে মস্তকে করি লয় সেই দন্ডে তার প্রেম ভক্তিযোগ হয়।"

ফেসবুকে গ্রাফিক ছবিটি পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, "ভারত সরকারের নতুন ৫০০ টাকা কয়েন। রয়েছে কলিযুগের পাবনাবতারি পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর ফলক। #শ্রী_চৈতন্যদেবের বৃন্দাবনে আসার 500 তম বর্ষপূর্তির প্রতিকৃতি।"

ফেসবুক পোস্টটি দেখুন এখানে

বুম দেখে একটি দাবি সহ ফেসবুকে ওই মুদ্রার ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। একজন ফেসবুক ব্যবহারকারী মুদ্রার ছবি  পোস্ট করে ক্যাপশন লিখেছেন, "ভারত সরকারের প্রকাশিত নতুন পাঁচশো টাকার কয়েন এর মধ্যে রয়েছে কলিযুগের পরমেশ্বর ভগবান নদীয়ার গর্ব - শ্রী চৈতন্য মহাপ্রভুর চিত্র।"

ফেসবুক পোস্টটি দেখুন এখানে। 

আরও পড়ুন: তৃণমূল কংগ্রেস বিকল্প— সিপিআইএম নেতা সীতারাম ইয়েচুরির বক্তব্যের গ্রাফিক ভুয়ো

তথ্য যাচাই 

বুম গুগলে "শ্রী চৈতন্য মহাপ্রভু মুদ্রা ভারত সরকার" লিখে কিওয়ার্ড সার্চ করে প্রেস ইনফর্মেশন ব্যুরোর ওয়েবসাইটে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে ২৫ নভেম্বর ২০১৬ প্রকাশিত একটি প্রেস রিলিজ দেখতে পায়।

ওই প্রেস রিলিজ অনুযায়ী, শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর বৃন্দাবন আগমনের ৫০০ তম বর্ষপূর্তিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর রিলিফ ভাস্কর্য সহ দুটি মুদ্রা প্রকাশ করে। ৫০০ টাকার মুদ্রাটি একটি স্মারক মুদ্রা সেটি বাজারে কেনাবেচার জন্য তৈরি হয়নি। অন্যদিকে একটি ১০ টাকার মুদ্রার প্রচলন করা হয় যা কেনাবেচার জন্য বাজারে ছাড়া হয়।

ভরত সরকারের অর্থ মন্ত্রকে ওয়েবাসাইট অনুযায়ী, কলকাতার টেঁকশালে তৈরি ওই "শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বৃন্দাবনে আগমনের ৫০০-তম বর্ষপূর্তি" উপলক্ষ্যে তৈরি করা ৫০০ টাকা মূল্যের ওই কয়েনের বর্তমান বাজারদর ৬ হাজার ৭ টাকা। ওই ওয়েবসাইটের স্মারক মুদ্রা বিভাগে আরও অন্যান্য মুদ্রা দেখা যাবে।

বিষয়টি নিয়ে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস প্রকাশিত প্রতিবেদন পড়ুন এখানে

আরও পড়ুন: গণেশের ছবি দেওয়া ইন্দোনেশীয় নোট ২০০৮ সালেই বাতিল হয়

Tags:

Related Stories