Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

২০১৭ সালের মে দিবসে কিউবায় পদযাত্রার ছবি ছড়াল সাম্প্রতিক প্রতিবাদ বলে

বুম দেখে ভাইরাল ছবিটি ২০১৭ সালের ১ মে শ্রমিক দিবস উপলক্ষ্যে কিউবার হাভানায় জোসে মার্তি রিভোলিউশন স্কয়ারে পদযাত্রার ছবি।

By - Srijit Das | 18 July 2021 2:40 PM IST

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ২০১৭ সালের মে মাসে কিউবার (Cuba) রাজধানী হাভানার (Havana) রাস্তায় জনগনের সমবেত হওয়ার ছবি সোশাল মিডিয়ায় সাম্প্রতিক কিউবাতে প্রতিবাদ-বিক্ষোভ বলে সোশাল মিডিয়ায় শেয়ার করা হচ্ছে।

১১ জুলাই ২০২১ কিউবার নাগরিকরা কোভিড-১৯ অতিমারির জেরে অনাহার, নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্য মূল্যবৃদ্ধি ও অন্যান্য অভ্যন্তরীন সমস্যা নিয়ে পথে নামে। কিউবার নাগরিকরা হাভানার বিভিন্ন প্রসিদ্ধ জায়গায় কাতারে কাতারে জমায়েতে অংশ নিয়ে 'স্বাধীনতা', 'স্বদেশ ও জীবন' প্রভৃতি স্লোগান তোলেন। কিউবার রাষ্ট্রপতি মিগুয়ের দিয়াজ-কানেল (Miguel Díaz-Canel) অবশ্য এই প্রতিবাদকে আমেরিকার ষড়যন্ত্র ও কিউবার কমিউনিস্ট পার্টির মধ্যে ফাটল ধরানের চেষ্টা বলে দাবি করেছেন।

ভাইরাল হওয়া ছবিটিতে এক দল মানুষের জমায়েতে ফিদেল কাস্ত্র সহ অন্যান্য বামপন্থী নেতাদের পতাকা নিয়ে এগিয়ে যেতে দেখা যায়। ছবিটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, "আবার সমাজতন্ত্র রক্ষার লড়াই। কিউবার সাধারণ মানুষ হাভানার রাস্তায়"।

ফেসবুক পোস্টটি দেখা যাবে এখানে


বুম দেখে টুইটারেও ছবিটিকে কিউবাতে সাম্প্রতিক প্রতিবাদ বলে শেয়ার করা হচ্ছে।

আরও পড়ুন: পোস্টের মিথ্যে দাবি দানিশ সিদ্দিকি মুনাফা পেতে শবদহনের ছবি বিক্রি করেন

তথ্য যাচাই

বুম যাচাই করে দেখে ভাইরাল ছবিটি ২০১৭ সালের ১ মে শ্রমিক দিবস উপলক্ষ্যে কিউবার হাভানায় জোসে মার্তি রিভোলিউশন স্কয়ারে পদযাত্রার ছবি।

বুম ছবিটিকে রিভার্স সার্চ কিউবার গণমাধ্যম লা ডেমাজাগুয়া-তে ছবিটি খুঁজে পায়। স্প্যনিশ ভাষায় লেখা ওই ছবির ভাষান্তর করলে জানা যায়, "২০১৭ সালের ১ মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস, মে ডে উপলক্ষ্যে কিউবার হাভানায় জোসে মার্তি রিভোলিউশন স্কয়ারে পদযাত্রার ছবি"।

(মূল স্প্যানিশে : "Vista aérea del desfile por el Primero de Mayo, Día Internacional de los Trabajadores, en la Plaza de la Revolución José Martí, en La Habana, Cuba, el 1 de mayo de 2017")

কিওয়ার্ড সার্চ করে কিউবার সংবাদসংস্থা এসিএনের ১ মে, ২০১৭ প্রকাশিত এক প্রতিবেদনেও আমরা ছবিটি খুঁজে পাই। কিউবার কমিউনিস্ট দলের নিজশ্ব সংবাদপত্র গ্রানমাকে উদ্ধৃত করে কিউবার গণমাধ্যম ভ্যানগুয়ার্দিয়ার প্রতিবেদনে জনগণের হাতে ধরা ফিদেল কাস্ত্রো ও তাঁর ভাই তৎকালীন সামরিক প্রধান রাউল কাস্ত্রোর ছবি সহ পতাকাটিকে দেখা যায়।

নিচে ভাইরাল ছবি ও গণমাধ্যমের ছবিগুলির সাদৃশ্যের তুলনা করা হল।


স্টক ছবির ওয়েবাসাইট অ্যালামি ও এসিএন এর প্রতিবেদনে ছবিগুলিকে হাভানায় জোসে মার্তি রিভোলিউশন স্কয়ারে পদযাত্রার ছবি বলে দাবি করা হয়েছে। মাথার টুপি খুলে রাউল কাস্ত্রোকে ওই পদযাত্রায় জনতার উদ্দেশে অভিবাদন জানাতে দেখা যায়। বিষয়টি নিয়ে সিএনএন-এর ভিডিও রিপোর্ট দেখা যাবে এখানে

আরও পড়ুন: রয়টর্সের চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকির হত্যার পর ছড়াল বিদ্বেষ বার্তা

Tags:

Related Stories