সম্প্রতি ইজরায়েল (Israel) এবং প্যালেস্তাইনের (Palestine) সংগঠন হামাসের (Hamas) মধ্যে সংঘর্ষের দৃশ্য দাবি করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভাইরাল ওই ভিডিওতে বিভিন্ন জাহাজ, কামান, ডুবোজাহাজ এবং আধুনিক অস্ত্রের প্রয়োগ করার দৃশ্য লক্ষ্য করা যায়।
বুম যাচাই করে দেখে ভিডিওটি ২০১৮ সালে মুক্তি পাওয়া হান্টার কিলার নামক এক হলিউড ছবির কিছু দৃশ্য ব্যবহার করে তৈরী করা হয়।
গত ৭ অক্টোবর তারিখে প্যালেস্তিনীয় সংগঠন হামাস ইজরায়েলকে হঠাৎ আক্রমণ করলে ইজরায়েল ও প্যালেস্তাইনের মধ্যে শুরু হয় সংঘর্ষ। সাম্প্রতিককালের অন্যতম ভয়াবহ এই সংঘর্ষে হওয়া আক্রমণ এবং পাল্টা আক্রমণের কারণে ইতিমধ্যেই বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এবিষয়ে জাতিসংঘও যুদ্ধবিরতির আর্জি জানালেও এই হিংসাত্বক পরিস্থিতির সমাধান এখনও অবধি মেলেনি। তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই ভিডিও যেখানে যুদ্ধপরিস্থিতির এক দৃশ্য দেখতে পাওয়া যায়।
একজন ব্যবহারকারী এই ভিডিও পোস্ট করে লেখেন,"আশা করি সব মুসলিম দেশ ফিলিস্তিনের পক্ষে থাকবে"।
এই ভিডিওর আর্কাইভ দেখতে এখানে ক্লিক করুন।
তথ্য যাচাই
বুম প্রথমেই এই ভিডিওর কয়েকটি ফ্রেমকে রিভার্স সার্চ করে আইএমডিবি নামক ওয়েবসাইটের এক লিংক খুঁজে পাই যেখানে এক হলিউড ছবির দৃশ্য উপস্থিত রয়েছে।
আমরা দেখতে পাই এই লিংক সহ আরেকটি আইএমডিবি লিংকেও হান্টার কিলার নামক এক হলিউড চলচ্চিত্র ছবির দৃশ্য এবং পোস্টার উপস্থিত রয়েছে। ওই ওয়েবসাইটে থাকা তথ্য অনুযায়ী, ১৯ অক্টোবর ২০১৮ তারিখে এই হলিউড ছবি মুক্তি পায়। ওই ওয়েবসাইটে হান্টার কিলারের ছবির কিছু দৃশ্য দেখতে পাওয়া যায় যার সাথে ভিডিওতে থাকা অংশের মিল খুঁজে পাওয়া যায়।
এই ছবির বিষয়ে আরও বিস্তারিত জানতে আমরা কিছু কিওয়ার্ড সার্চ করে জানতে পারি এই ছবিতে অভিনয় করেছেন জেরার্ড বাটলার যার এক ঝলক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতেও লক্ষ্য করা যায়। আমরা দেখি হলিউড অভিনেতা বাটলার এই ছবিতে কমান্ডার জ্য গ্লাসের ভূমিকায় অভিনয় করেন।
আমরা ইউটিউবে হান্টার কিলার ছবির কিছু দৃশ্যও খুঁজে পাই যার সাথে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ভিডিওর অংশগুলির মিল রয়েছে।
এই ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।
হান্টার কিলার নামক এই ছবি ওটিটি প্ল্যাটফর্মে উপস্থিত রয়েছে। এই ছবিতে অভিনয় করেছেন জেরার্ড বাটলার ছাড়াও গ্যারি ওল্ডম্যান, লিন্ডা কার্দেলিনি এবং আরও অনেকে।
বিনোদনধর্মী সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, 'হান্টার কিলার' নামক ছবিতে মূলতঃ মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে হওয়া জলের তলায় এক সংঘর্ষের কাহিনী দেখানো হয়েছে। এই ছবির ট্রেলার দেখতে এখানে ক্লিক করুন।