Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

২০২০ সালে সিরীয় কপ্টার ভেঙে পড়ার ভিডিও ছড়াল বাংলাদেশে মায়ানমারের কপ্টার বলে

বুম দেখে ভাইরাল ভিডিওটি ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বিদ্রোহীদের গুলিতে সিরিয়ার ইদলিবে সামরিক হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনা।

By - Towhidur Rahman | 6 Sep 2022 2:36 PM GMT

সিরিয়ায় (Syria) ২০২০ সালে বিদ্রোহীদের গুলিতে হেলিকপ্টার (Helicopter) ভেঙে পড়ার (shot down) দৃশ্য ভুয়ো দাবি (flase cliam) সহ মায়ানমার সেনা বাহিনীর (Myanmar Army) একটি হেলিকপ্টার বাংলাদেশে নামানোর ঘটনা বলা হচ্ছে।

বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী ৩ সেপ্টেম্বর ২০২২, শনিবার বাংলাদেশের বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে মায়ানমারের নিরাপত্তা বাহিনীর পাঁচটি ফাইটার জেটকে আকাশে চক্কর দিতে দেখা যায়। সীমান্তের ৪০ নম্বর স্তম্ভের কাছে বনাঞ্চলে সকাল ৯টা ১৫ থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা তিন ঘণ্টা হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ, মর্টার শেল ও বোমা নিক্ষেপ করা হয় জানা যায় স্থানীয় লোকজন ও প্রশাসন সূত্রে। রবিবার, ৪ সেপ্টেবর মায়ানমারের রাষ্ট্রদূত অং চয়ে মোয়েকে তলব করে ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। ভিডিওটি এই প্রেক্ষিতে ছড়ানো হচ্ছে।

ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হওয়া ৫৫ সেকেন্ডের ভিডিওটিতে বাংলাদেশি সংবাদমাধ্যম একাত্তর টিভির লোগো রয়েছে। ভিডিওটিতে আকাশ থেকে একটি কপ্টারকে আগুন ধরা অবস্থায় নামতে দেখা যায়। বর্তমানে একাত্তর টিভির ইউটিউবে সম্প্রচারিত ভিডিওটি গোপণীয় করা রয়েছে দর্শকদের থেকে। আর্কাইভ লিঙ্কটি দেখুন এখানে

ওই একই ভিডিও ফেসবুকে পোস্ট করে ক্যাপশন লেখা হয়েছে, "মিয়ানমার সেনাবাহিনীর একটি হেলীকাপ্টার যেভাবে ভূপাতিত হলো।"

এরকম দুটি ফেসবুক পোস্ট দেখুন এখানে এখানে। 

আরও পড়ুন: বিজেপি সাংসদ দেবজি পটেল বলে ছড়াল পাকিস্তানি ডাক্তার ও মহিলার নাচের ভিডিও

তথ্য যাচাই

বুম যাচাই করে দেখে একাত্তর টিভির লোগো সহ ভিডিওটি মায়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার বাংলাদেশে নামানোর ঘটনা নয়। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে সিরিয়ার ইদলিবে সিরীয় সামরিক হেলিকপ্টারকে বিদ্রোহীদের গুলি নামানোর দৃশ্য।

ভিডিওরটির মূল ফ্রেম গুগলে রিভার্স সার্চ করে আমরা ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ (The Telegraph)-এর ইউটিউব চ্যানেলে একই ভিডিও দেখতে পাই। ১১ ফেব্রেুয়ারি, ২০২০ আপলোড করা ওই সংবাদের শিরোনাম, "ইদলিবে বিদ্রোহীরা সিরীয় হেলিকপ্টার গুলি করে নামালো।"

Full View

(মূল ইংরেজিতে শিরোনাম:Syrian helicopter shot down by rebels in Idlib)

কিওয়ার্ড সার্চ করে আমরা এব্যাপারে আরও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদবন খুঁজে পায়।

আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, তুর্কি-সমর্থিত সিরিয়ার বিদ্রোহীরা ১১ ফেব্রেুয়ারি, ২০২০ রাশিয়া-সমর্থিত সরকারী বাহিনীর বিরুদ্ধে পাল্টা আঘাত করেছে। ওই বাহিনী উত্তর-পশ্চিম সিরিয়ায় বিদ্রোহীদের শেষ শক্ত ঘাঁটি নির্মূল অভিযানে বেশ কিছুটা সাফল্য অর্জন করেছিল।

একজন যুদ্ধ পর্যবেক্ষকের উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে লেখা হয়, "মঙ্গলবার সরকারী বাহিনী ২০১২ সালের পর প্রথমবারের মতো ইদলিব প্রদেশের মধ্য দিয়ে চলা প্রধান আলেপ্পো থেকে দামাস্কাস জাতীয় সড়কের নিয়ন্ত্রণে আনে, জবাবে বিদ্রোহীরা সিরিয়ার একটি সামরিক হেলিকপ্টারকে গুলি করে নামায় এবং নাইরাব শহরের দিকে অগ্রসর হয়।"

প্রতিবেদনের সঙ্গে আরব নিউজ ভাইরাল ভিডিওটি টুইট করে।

অ্যাসোসিয়েটেড প্রেস ১২ ফেব্রুয়ারি ২০২০ প্রকাশিত প্রতিবেদনে তুর্কী সংবাদ সংস্থাকে উদ্ধৃত করে উল্লেখ করে, বিদ্রোহীরা মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০ উত্তর সিরিয়ায় একটি সিরীয় সামরিক হেলিকপ্টারকে গুলি করে নামিয়েছে। কপ্টারটির পাইলট সহ আরও দুজনের মৃত্যু হয় এই ঘটনায়। বিরোধী সমাজকর্মীদের অবশ্য দাবি দুজন বিমানকর্মীর মৃত্যু হয়েছে।

এব্যাপারে অলজাজিরার প্রতিবেদন পড়ুন এখানে

আরও পড়ুন: ইউটিউবার নীতীশ রাজপুতকে ভুল করে আইপিএস আধিকারিক বলা হল

Related Stories