Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available

Explore

HomeNo Image is Available
AuthorsNo Image is Available
Contact UsNo Image is Available
MethodologyNo Image is Available
Correction PolicyNo Image is Available

Languages & Countries :






More about them

ফ্যাক্ট চেকNo Image is Available
বিশ্লেষণNo Image is Available
ফাস্ট চেকNo Image is Available
আইনNo Image is Available
ফ্যাক্ট চেক

বিভ্রান্তি সহ ছড়াল ২০২১ সালে সিপিআইএম কার্যালয়ে জাতীয় পতাকা তোলার ছবি

বুম দেখে ২০২১ সালে স্বাধীনতা দিবস উদযাপনে সময় আলিমুদ্দিন স্ট্রিটের সিপিআইএম কার্যালয় মুজফ্‌ফর আহ্‌মদ ভবনে বিভ্রাট ঘটে।

By - Towhidur Rahman | 17 Aug 2022 12:35 PM GMT

রাজ্য সিপিআইএমের (CPIM) সদর দফতর আলিমুদ্দিন স্ট্রিট-স্থিত মুজফ্‌ফর আহ্‌মদ ভবনে ২০২১ সালে স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা (National Flag) উত্তোলনের সময় বিভ্রাটের ছবি বিভ্রান্তিকর দাবি সহ ২০২২ সালে ছড়ানো হচ্ছে।

বুম যাচাই করে দেখে ভাইরাল ছবি ২০২১ সালের স্বাধীনতা দিবস উদযাপনে ঘটনা। এবছর আলিমুদ্দিন স্ট্রিটের কার্যালয়ে পতাকা তোলায় কোনও বিভ্রাট হয়নি।

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া গণমাধ্যম ২৪ ঘন্টার বুলেটিনের ছবিতে দেখা যায়, বাম ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু সহ অন্যান্য দলীয় নেতৃত্বের উপস্থিতিতে তোলা জাতীয় পতাকায় সবুজ অংশ উপরে এবং গেরুয়া অংশ নিচের দিকে। 

ফেসবুকে একজন ব্যবহারকারী ছবিটি শেয়ার করে ক্যাপশন লিখেছেন, 'যে জিনিস কে কোনো দিন সম্মান করেনি, সে জিনিসের প্রতি হঠাৎ সম্মান বেড়ে গেলে যা হয় আর কি......
একই রকম দাবি সহ দুটি ফেসবুক পোস্ট দেখুন এখানেএখানে

তথ্য যাচাই

বুম "আলিমুদ্দিনে পতাকা বিভ্রাট" কিওয়ার্ড সার্চ করে ২০২১ সালের একাধিক প্রতিবেদন খুঁজে পায়। ২০২২ সালের আলিমুদ্দিনে পতাকা তোলায় বিপত্তি সম্পর্কে কোনও প্রতিবেদন খঁজে পায়নি। 
আনন্দবাজার অনলাইনে ১৫ অগস্ট ২০২১ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে স্বাধীনতা দিবসের দিন প্রথমবার পশ্চিমবঙ্গ 
সিপিএমের সদর দফতর আলিমুদ্দিন স্ট্রিটে পতাক উত্তোলনের সময় বিভ্রাট ঘটে। উল্টো পতাকা তুলে ফেলছিলেন বিমান বসু। পাশে থাকা অন্য দুই সিপআই এম নেতা 
প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী ও মহম্মদ সেলিম (বর্তমানে রাজ্য সম্পাদক) দ্রুত পরিস্থিতি সামলে ফেলেন। পরে সঠিকভাবে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। 


বিষয়টি নিয়ে বাংলা সংবাদমাধ্যম জি ২৪ ঘন্টা খবর প্রকাশ করে। ওই বুলেটিনের শিরোনাম লেখা হয়, "CPIM: প্রথমবারেই বিপত্তি! আলিমুদ্দিনে কিছুটা উঠল উল্টো পতাকা, সামাল দিলেন সেলিম"

৬ মিনিট ৪৮ সেকেন্ডে সময়ের জি ২৪ ঘন্টার বুলেটিনটির ১৩ সেকেন্ডে সময়ে আমরা ভাইরাল হওয়া ছবির একই দৃশ্য দেখতে পাই। ভাইরাল দৃশ্যে মহম্মদ সেলিম "অফ হোয়াইট" রঙের পাঞ্জাবি পরে রয়েছেন।  

Full View

২০২২ সালে পতাকা উত্তোলন

২০২২ সালে স্বাধীনতা দিবসের ৭৫ বছরের বর্ষপূর্তিতে সিপিআই(এম)-এর রাজ্য দপ্তর মুজফ্‌ফর আহ্‌মদ ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সোমবার পতাকা উত্তোলনের ভিডিও প্রকাশ করা হয় পশ্চিমবঙ্গ সিপিআই(এম)-এর ফেসবুক পেজে। এই ভিডিওতে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে সাদা পাঞ্জাবি পরে থাকতে দেখা যায়।

Full View

বিষয়টি নিয়ে গণমাধ্যম দ্য ওয়ালের রিপোর্ট দেখুন এখানে

আরও পড়ুন: ভারতে সংরক্ষণ তুলে দেওয়ার দাবিতে অম্বেডকরের নামে ছড়ানো উদ্ধৃতিটি ভুয়ো

Related Stories